কারবালার মর্মান্তিক ইতিহাস শুনে কান্না এসে যায়😢 || Karbala Kahini || كربلاء || Allama Mozammel Haque

Описание к видео কারবালার মর্মান্তিক ইতিহাস শুনে কান্না এসে যায়😢 || Karbala Kahini || كربلاء || Allama Mozammel Haque

কারবালার সঠিক ও সম্পূর্ণ ইতিহাস, অজানা তথ্য ও নেপথ্যের আসল ঘটনা || History of Karbala in Bangla || অধ্যক্ষ মাও. মোজাম্মেল হক || Tahjib Center.

✔সম্পূর্ণ ইতিহাসটি মুফতী আমিমুল ইহসানের লিখিত ‘তারীখে ইসলাম’ থেকে বর্ণনা করা হয়েছে যা পাকিস্তান আমলের শিক্ষাবোর্ডের সিলেবাসে অন্তর্ভূক্ত ছিল্

💢কারবালার মর্মান্তিক ঘটনার অনিবার্য দুইটি কারণ :
✔ ১ বংশগত প্রতিদ্বন্দ্বিতা
✔ ২. রাসুল সা. এর সান্বিধ্য বিহীন সাহাবী,
যারা মূলত মক্কা বিজয় পরবর্তি সময়ে িইসলাম গ্রহণ করে ছিলেন।

✔ভেতরে ধারাবাহিকভাবে যা পাবেন-
👉 বিশ্বনবীর ইন্তেকালের পর হযরত আবু বকর (রা.) এর খেলাফত গ্রহণ।
👉হযরত ওমর (রা.) এর খেলাফতের সংক্ষিপ্ত বর্ণনা ও শাহাদতের ঘটনা।
👉হযরত ওসমান গণি (রা.) খেলাফতের প্রক্রিয়া। উমাইয়াদের আধিপত্ত, রাষ্ট্রীয় গোলযোগ ও বিশৃংখলা।
👉ওসমান গণির নামে মিথ্যা চিঠি ও মারওয়ানের চত্রুান্ত। অবরুদ্ধ ওসমান গণি (রা.) এর নির্মম হত্যাকান্ড।
👉আনসার ও মুহাজিরদের অনুরোধে হযরত আলী (রা.) এর খেলাফতগ্রহণ।
👉হযরত মুআবিয়া (রা.) এর বাইআত গ্রহণে অস্বীকৃতি ও উমাইয়াদের বিদ্রোহ।
👉হযরত তালহা, জুবায়ের ও আয়েশা (রা.) নেতৃত্বে হযরত আলীর বিরুদ্ধে জঙ্গে 👉জামাল ও ১০ হাজার মুসলমানের শাহাদাতবরণ।
👉হযরত আলী (রা.) ও মুআবিয়া (রা.)’র অন্তঃদ্বন্দ্বে সিফফীনের যুদ্ধ।
👉২৭ জন রাবীর বর্ণনায় বিশ্বনবীর ভবিষ্যৎবানীতে আম্মার (রা.) শাহাদাতে বিদ্রোহী দল প্রমাণিত।
👉কুরআনকে অপব্যবহার করে সিফফীনের যুদ্ধ বন্ধের অপপ্রয়াস।
👉কুরআন হাদীসের মানদন্ডে সালিসী বৈঠক। আমর ইবনুল আস (রা.)’র কপটতা ও অবৈধভাবে মুআবিয়া (রা.) কে খলিফা ঘোষণা।
👉খারিজীদের উৎপত্তি ও হযরত আলী (রা) এর দমন প্রক্রিয়া।
👉খারিজীদের গোপন মিশন ও হযরত আলী (রা.) কে হত্যা।
👉ইমাম হাসান (রা.)’র খেলাফতের দায়িত্বগ্রহণ ও ৬মাস রাষ্ট্রপরিচালনা।
👉এজিদের প্রলোভনে স্ত্রী জায়েদা কর্তৃক ইমাম হাসান (রা) কে বিষপ্রয়োগে হত্যা।
👉মুআবিয়া (রা.)’র শাসনকাল ও জুমার খুতবায় হযরত আলী ও ইমাম হাসান-হোসাইনকে গালীগালাজ।
👉জিয়াদ ইবনে আবিহ-কে হযরত মুআবিয়ার ভাই হিসাবে স্বীকৃতি।
👉জুমার খুতবায় প্রতিবাদকারী সাহাবী হজর ইবনে আদী (রা.) কে হযরত মুআবিয়া কর্তৃক নির্মম হত্যা।
👉উত্তরাধিকার সূত্রে এজিদকে ক্ষমতা লিখে দিতে মুগীরার অসৎ পরামর্শ ।
👉বাইআত গ্রহণে হিজাজের গভর্ণরের অস্বীকৃতি।
👉মুআবিয়া (রা.)’র মদিনা আগমণ ও সিনিয়র সাহাবীদেরকে জোরপূর্বক মিথ্যা বাইআতের স্বীকৃতি।
👉এজিদকে মুআবিয়া (রা.)’র গোপন নির্দেশনা ও রাজতন্ত্র প্রতিষ্ঠা।
👉এজিদের ক্ষমতাগ্রহণ ও গভর্ণরের আমন্ত্রণে ইমাম হোসাইন (রা.)’র কুফার দিকে রওয়ানা।
👉এজিদের নির্দেশে কুফার গভর্ণর মুসলিম বিন আকিলকে হত্যা ও নতুন গভর্ণর ওবাইদুল্লাহ বিন জিয়াদের নির্দেশে কারবালা প্রান্তরে ইমাম হোসাইন (রা.) কে আটক।
👉চার হাজার সৈন্যসহ আমর ইবনে সাদকে কারবালায় প্রেরণ।
👉যুদ্ধ বিলম্বিত হওয়ায় বিশেষ বার্তা নিয়ে সিমারের কারবালা প্রান্তরে আগমণ।
👉ছয় হাজার সৈন্যের বিরুদ্ধে ৭২ জন সঙ্গী নিয়ে ইমাম হোসাইন (রা.)’র ময়দানে আগমণ ও আবেগময় ভাষণ।
👉একে একে ইমাম হোসাইন (রা.) এর সঙ্গীদের শাহাদতবরণ।
👉হোসাইন বিন নবীন এর তীর নিক্ষেপে ইমাম হোসাইন (রা.) এর গলায় প্রথম আঘাত।
👉জাবা বিন সুরাইক এর বল্লম দ্বারা দ্বিতীয় আঘাত।
👉সিনান বিন আনাস নাখির আঘাতে দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন।
👉পরিবারবর্গকে (শিশু ও নারী) অপদস্থ ও সিমারের নেতৃত্বে এজিদের নিকটে তাদেরকে প্রেরণ।
👉এজিদের বাইআত অস্বীকার করায় মদীনা শহরে আক্রমণ ও ৩৬০জন সাহাবীকে নির্মম হত্যা। মসজিদে নববীতে সাময়িক নামাজ বন্ধ।
👉হোসাইন বিন নবীনের নেতৃত্বে কাবা আক্রমণ ও পাথর নিক্ষেপ ও আগুন লাগানোর ঘটনা।
👉 এজিদের মৃত্যু, উত্তরাধিকার সুত্রে তার ছেলের ক্ষমতা গ্রহনে অনিহা ও মারওয়ানের ক্ষমতায় আরোহণ।



🔊 Follow us on Social Media :
🌐 Subscribe: https://bit.ly/2UsTqpA
🌐 Facebook Like: https://bit.ly/2ttHf0D
🌐 Facebook Group: https://bit.ly/2UsudvI
🌐 Website: https://bit.ly/2tuLRDL

🔊 In addition, For any copyright issue OR business inquiry please contact us on our Facebook page OR by Mail ([email protected]).

⚠️ANTI-PIRACY WARNING⚠️
Any unauthorized reproduction, redistribution, or re-uploading of this material is strictly prohibited. Legal actions will be taken against those who violate the Tahjib Center Or Youtube copyright rule.

© 2022 Tahjib Center. All rights reserved.

Комментарии

Информация по комментариям в разработке