Book Review of Subarnalata by Ashapurna Devi | Subarna Mithu Kundu

Описание к видео Book Review of Subarnalata by Ashapurna Devi | Subarna Mithu Kundu

বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা আশাপূর্ণা দেবীর ট্রিলজির দ্বিতীয় উপন্যাস সুবর্ণলতা নিয়ে আলোচনা করব।
প্রথম প্রতিশ্রুতি গ্রন্থে সত্যবতীর জীবন কথা শেষ হয়নি শেষ হয়নি লেখিকার বক্তব্য। তাই তিনি সত্যবতীর কন্যা সুবর্ণলতাকে বেছে নেন নতুন নায়িকা হিসাবে।
নিজের আত্মমর্যাদা আর আত্ম -পরিচয়ের জন্য সুবর্ণলতা একাই পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে সংগ্রাম করেছে। দর্জিপাড়ার গলির বাড়িটায় সেই নয় বছর বয়সে মেজবউ হয়ে প্রবেশ করা সুবর্ণ বাইরের আলো বাতাস দেখার জন্য হাহাকার করেছে কিন্ত কোন লাভ হয়নি। স্বামী প্রবোধচন্দ্রের নানারূপ কর্মকান্ডের জন্য বারবার অপমানিত হয়ে আত্মহত্যার উপায়গুলো পরখ করে নিয়েছে । কিন্ত যমও তাকে হতাশ করে।
তার দুপুরবেলাটা তোলা থাকত বই পড়ার জন্য। দেশের স্বাধীনতার কথাও চিন্তা করত সে।পরিবারের মানুষগুলোকে পরিবর্তন করার চেষ্টা করত।
শাশুড়ি মুক্তকেশীর হাত থেকে বাঁচিয়ে আলাদা সংসার পাতে। ছোটমেয়ে বকুলকে স্কুলে ভর্তি করতে পারলেও পারুলকে পারেনি। তবে চওড়া লাল মেঝে ওয়ালা ঝুলবারান্দা পেয়েছিল সেখানেই জীবনের শেষ কদিন কাটিয়েছিল। উপন্যাসটি আমার মন ছুঁয়ে গেছে। আশাকরি আপনাদের সকলেরও ভালো লাগবে।

আমি মিঠু কুন্ডু।

ভিডিওটি ভালোলাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

ভিডিও এডিটর: স্বস্তিকা কুন্ডু

ধন্যবাদ🙂

Комментарии

Информация по комментариям в разработке