অভিশাপ • কাজী নজরুল ইসলাম • Abhishap • Kazi Nazrul lslam

Описание к видео অভিশাপ • কাজী নজরুল ইসলাম • Abhishap • Kazi Nazrul lslam

কবিতা : অভিশাপ
কবি : কাজী নজরুল ইসলাম
পাঠ : ক্যামেলিয়া চৌধুরী

Poetry : Abhishap /Obhishap
Poet : Kazi Nazrul lslam
Voice : Kyamalia Choudhury


যেদিন আমি হারিয়ে যাব,
বুঝবে সেদিন বুঝবে!
অস্তপারের সন্ধ্যাতারায়
আমার খবর পুঁছবে-
বুঝবে সেদিন বুঝবে।

ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে
ফিরবে মরু কানন গিরি,
সাগর আকাশ বাতাশ চিরি’
যেদিন আমায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

স্বপন ভেঙ্গে নিশুত রাতে,
জাগবে হঠাৎ চমকে’
কাহার যেন চেনা ছোঁয়ায়
উঠবে ও-বুক ছমকে’-
জাগবে হঠাৎ চমকে’!
ভাববে বুঝি আমিই এসে
বসনু বুকের কোলটি ঘেঁষে
ধরতে গিয়ে দেখবে যখন-
শুন্য শয্যা! মিথ্যা স্বপন!
বেদ্ নাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে
আসবে যখন কান্না,
বলবে সবাই- “সেই যে পথিক
তার শোনানো গান না?-”
আসবে ভেঙ্গে কান্না!

প’ড়বে মনে আমার সোহাগ,
কন্ঠে তোমার কাঁদবে বেহাগ!
পড়বে মনে আমার ফাঁকি
অশ্রু-হারা কঠিন আঁখি
ঘন ঘন মুছবে,
বুঝবে সেদিন বুঝবে!

আবার যেদিন শিউলী ফুলে
ভরবে তোমার অঙ্গন,
তুলতে সে-ফুল গাঁথতে মালা,
কাঁপবে তোমার কঙ্কণ-
কাঁদবে কুটীর -অঙ্গন,
শিউলী ঢাকা মোর সমাধি
প’ড়বে মনে উঠবে কাঁদি’!
বুকের মালা ক’রবে জ্বালা,
চোখের জলে সেদিন বালা
মুখের হাসি ঘুচবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে আবার আশিন হাওয়া,
শিশির-ছেঁচা রাত্রি,
থাকবে সবাই- থাকবে না এই
মরণ-পথের যাত্রী!
আসবে শিশির-রাত্রি!
থাকবে পাশে বন্ধু-স্বজন,
থাকবে রাত বাহুর বাধন,
বঁধুর বুকের পরশনে
আমার পরশ আনবে মনে-
বিষিয়ে ও-বুক উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে তোমার শীতের রাতি,
আসবে না ক’ আর সে-
তোমার সুখে পড়ত বাঁধা
থাকলে যে-জন পার্শ্বে,
আসবে না ক’ আর সে,
পড়বে মনে, মোর বাহুতে
মাথা থুয়ে যে-দিন শুতে,
মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়!-
সেই স্মৃতি তো ঐ বিছানায়
কাঁটা হয়ে ফুটবে-
বুঝবে সেদিন বুঝবে।

আবার গাঙে আসবে জোয়ার,
দুলবে তরী রঙ্গে,
সেই তরীতে হয়তো কেহ
থাকবে তোমার সঙ্গে-
দুলবে তরী রঙ্গে।
প’ড়বে মনে, সে কোন রাতে
এক তরীতে ছিলে সাথে,
এমনি গাঙে ছিল জোয়ার
নদীর দু’ধার এমনি আঁধার
তেমনি তরী ছুটবে-
বুঝবে সেদিন বুঝবে।

তোমার সখার আসবে যেদিন
এমনি কারা-বন্ধ,
আমার মত কেঁদে কেঁদে
হয়তো হবে অন্ধ-
সখার কারা-বন্ধ!
বন্ধু তোমার হানবে হেলা,
ভাঙ্গবে তোমার সুখের মেলা;
দীর্ঘ বেলা কাটবে না আর,
বইতে প্রাণের শ্রান্ত এ-ভার
মরণ-সনে যুঝবে-
বুঝবে সেদিন বুঝবে।

ফুটবে আবার দোলন-চাঁপা,
চৈতি-রাতের চাঁদনী,
আকাশ-ছাওয়া তারায় তারায়
বাজবে আমার কাঁদনি-
চৈতী-রাতের চাঁদনী।
ঋতুর পরে ফিরবে ঋতু,
সেদিন হে-মোর সোহাগ-ভীতু!
চাইবে কেঁদে নীল নভোগা’য়
আমার মতন চোখ ভ’রে চায়
যে-তারা, তায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!

আসবে ঝড়, নাচবে তুফান,
টুটবে সকল বন্ধন
কাঁপবে কুটীর সেদিন ত্রাসে,
জাগবে বুকে ক্রন্দন-
টুটবে যবে বন্ধন!
পড়বে মনে, নেই সে সাথে
বাধতে বুকে দুঃখ- রাতে।-
আপনি গালে যাচবে চুমা,
চাইবে আদর, মাগবে ছোঁওয়া,
আপনি যেচে চুমবে-
বুঝবে সেদিন বুঝবে!

আমার বুকের যে কাঁটা ঘা
তোমায় ব্যথা হানত,
সেই আঘাতই যাচবে আবার
হয়তো হ’য়ে শ্রান্ত-
আসব তখন পান্থ।
হয়তো তখন আমার কোলে
সোহাগ লোভে প’ড়বে ঢ’লে,
আপনি সেদিন সেধে-কেঁদে
চাপবে বুকে বাহুয় বেঁধে,
চরন চু’মে পূজবে-
বুঝবে সেদিন বুঝবে !


----------------------------------------
ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো 🙏

Links :

   / @kyamaliachoudhury  



Kazi Nazrul Islam- a bengali poet writer musician and The National Poet of Bangladesh.

নজরুল এর কবিতা
নজরুল জয়ন্তীর কবিতা
নজরুলের জন্ম জয়ন্তী
নজরুল জয়ন্তী উপলক্ষ্যে কবিতা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা
অভিশাপ কবিতা
কাজী নজরুল ইসলাম এর কবিতা
কাজী নজরুল ইসলামের বাংলা কবিতা কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতা কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি নজরুল ইসলামের লেখা কবিতা


Obhishap.
Bidrohi Kobi Kazi Nazrul Islam.
Kazi Nazrul Islam Kobita.
Kazi Nazrul Islam Poem.
Nazrul Poem.
Nazrul Jayanti 2021.
Bangla Kobita Abritti Nazrul.
Avishap Kobita.
Nazrul Poem in bengali.
Lyrics of Nazrul Islam poem.
Famous poem of Nazrul Islam.
Poem written by Nazrul Islam.
Avishap Kobita Lyrics.
Tribute on Nazrul Jayanti.
Nazrul Jayanti Special Bengali Kobita 2024.
A Tribute to Kazi Nazrul Islam.



#অভিশাপ
#কাজীনজরুলইসলামএরকবিতা
#ক্যামেলিয়া_চৌধুরী
#abhishap
#kazinazrulislamkobitaabritti
#kyamalia_choudhury
#bangla_kobita
#poetry
#poem
#munmun_mukherjee
#bratatibandyopadhyay
#bratati_haldar
#pritipondit
#abhishap_by_kazinazrulislam

Комментарии

Информация по комментариям в разработке