আর কখনো হয়নি দেখা । সাদাত হোসাইন । ফজলে রাব্বী । কবিতা আবৃত্তি আসর

Описание к видео আর কখনো হয়নি দেখা । সাদাত হোসাইন । ফজলে রাব্বী । কবিতা আবৃত্তি আসর

কবিতা - আর কখনো হয়নি দেখা
কবি - সাদাত হোসাইন
আবৃত্তি - ফজলে রাব্বী

আর কখনো হয়নি দেখা । সাদাত হোসাইন । ফজলে রাব্বী । কবিতা আবৃত্তি আসর

আর কখনো হয়নি দেখা, হবেও না।
সেই যে হঠাৎ নদীর ধারে নৌকো এলো,
বাদামি রঙ পালের সাথে তুমুল হাওয়া,
হাওয়ায় সওয়ার ঘোড়ার মতন ঝড়ও এলো।
সেই ঝড়ে আর ঘর ভাঙেনি, কেবল বুকের পাড় ভেঙেছে।
যার ভেঙেছে, জানলো কেবল একলা সে-ই, আর কেউ না।
আকাশ ভেঙে বৃষ্টি এলো গভীর রাতে, দেখলো সবাই।
কিন্তু কারো চোখের কোলে ঝর্ণা নামে রোজ নিশিথে,
দায় পড়েনি, দেখার কারও।
তোমরা কেবল মেঘলা আকাশ, বৃষ্টিটুকুই দেখতে পারো।
বুকেও যে আকাশ থাকে, সেই আকাশেও মেঘ জমে যায়,
উথাল-পাথাল ঝড় নেমে যায়, বেহিসেবি বৃষ্টি নামে,
কেউ দেখে না।
পাড় ভাঙা ওই নদীর দুঃখ সবাই জানে,
কেবল কারো বুকে জমা ঢেউটুকু আর কেউ দেখে না।
আর কখনো হয়নি দেখা, হবেও না।
দখিন হাওয়ায় নাও ভেসে যায় তেপান্তরে, তুমিও যাও,
অমন ঢেউয়ে নামবো ভেবে হঠাৎ দেখি, সাঁতারটুকুও হয়নি জানা।
সাত সমুদ্র তের নদীর ওপার কোথায়, তোমার ঠিকানা?
আর কখনো হয়নি দেখা, হবেও না।
আমি কেবল শিখেছিলাম ভালোবাসতে,
একশ আকাশ, একশ নদী, অযুত স্বপ্ন বুকে পুষতে।
কেউ বলে নি, আকাশ এবং নদী মানেই তুমুল জলোচ্ছ্বাসের আভাস,
সাঁতারটুকুও শিখতে হবে।
নদীর পরে সমুদ্দুরে, নৌকো তোমার জাহাজ হলো,
আমার কেবল সাঁতার শেখার ইচ্ছেটুকুই রয়ে গেলো।
হয়নি শেখা।
সবাই কী আর শিখতে পারে!
এই পৃথিবীর জটিল হিসেব পাশ কাটিয়ে সহজ হয়েও কেউ রয়ে যায়।
না পাওয়াদের দুঃখগুলোও, একলা একা চুপ সয়ে যায়।
হঠাৎ ভীষণ কান্না পেলে, লুকিয়ে ফেলে ঝাপসা দু'চোখ,
বৃষ্টি এলে জলের ভেতর লুকিয়ে ফেলে অশ্রু-অসুখ।
তোমরা কেবল ভালো থেকো, ভালোই থেকো।
আর কখনো হয়নি দেখা, হবেও না,
জেনেও এই অবাক বোকা মানুষটাকে
একটু কেবল মনে রেখো। মনে রেখো।


রাব্বির কবিতা আবৃত্তি আসর,কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বী,ফজলে রাব্বি - কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বি । কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বী কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বি কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বীর কবিতা আবৃত্তির আসর,ফজলে রাব্বি | কবিতা আবৃত্তি আসর,বাংলা কবিতা আবৃত্তি,রাব্বীর কবিতা আবৃত্তির আসর,রাব্বী কবিতা আবৃত্তি আসর,কবিতা আবৃত্তি,ফজলে রাব্বি - অবশেষে কবিতা আবৃত্তি,আবৃত্তি - ফজলে রাব্বী,বাংলা কবিতা আবৃত্তির আসর,ফজলে রাব্বি,কবিতা,আবৃত্তি,প্রেমের কবিতা,


#কবিতা #আবৃত্তি #ফজলে_রাব্বী

Комментарии

Информация по комментариям в разработке