কৃষ্ণা- সব্যসাচী দেব; আবৃত্তি: ব্রততী বন্দ্যোপাধ্যায়

Описание к видео কৃষ্ণা- সব্যসাচী দেব; আবৃত্তি: ব্রততী বন্দ্যোপাধ্যায়

আমার কোন শোক নেই, আমার কোন বিষাদ নেই।
হে কুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোন ক্ষোভ নেই

পিতামহ ভীষ্ম, ক্ষমা করবেন,
আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই।
আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়।

আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন,
শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র-
আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন।

Комментарии

Информация по комментариям в разработке