নায়িকা রোজিনার পরিচালক ও ভক্তরা এ কি কথা বললো | Biography of Actress Rozina | Part-2 | Bayezid Moral
পরিচিতি
বাংলাদেশী চলচ্চিত্রের একজন অভিনেত্রী ও ঢালিউডের আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা। ১৯৭৭ সালে মহসীন পরিচালিত ‘আয়না’ ছবিতে তিনি ছোট একটি চরিত্রে শায়লা নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন।তখন সকল পরিচালকের নজরে পড়ে যান তিনি। এরপর পরিচালক মহিউদ্দিনের নায়িকা হিসেবে রোজিনাকে পছন্দ হলেও রেণু নামটা পছন্দ হয়না। রোজিনার সম্মতিক্রমে রেণু নাম বদলে হয়ে যায় রোজিনা। এরপর এফ কবীর চৌধুরী পরিচালিত ‘রাজমহল’ ছবিতে একক নায়িকা হিসেবে তার অভিষেক হয়।ছবিটি ১৯৭৮ সালে মুক্তি পায়। ছবিটি সুপার ডুপার হিট ও ব্যবসা করায় রোজিনাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা।১৯৯০ সাল পর্যন্ত তার অভিনীত ছবির সংখ্যা দাড়ায় ২৫৫টি। ১৯৯০ সালের পর তিনি কলকাতায় গিয়ে প্রায় ২০টি সফল ছবিতে নায়িকা হিসাবে অভিনয় করেন| ২০০৬ সালে রোজিনা ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘রাক্ষুসী’ ছবিতে শেষ অভিনয় করেন। রোজিনার বেশির ভাগ ছবিই পোষাকী। সুঅভিনয় ও গ্ল্যামার দিয়ে তিনি প্রথম শ্রেণীর নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
১৯৭৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রোজিনা অভিনীত উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে অভিমান, শীষনাগ, রূপের রাণী, চোরের রাজা, রাধাকৃষ্ণ, চম্পাচামেলী, মোকাবেলা, রাজনন্দিনী, স্মৃতি তুমি বেদনা, আখেরি নিশান, গাঁয়ের ছেলে, ভাই ভাই, হুর-এ-আরব, রাজকন্যা, সংঘর্ষ, শাহী দরবার, আনারকলি, কসাই, ঝুমকা, বিনি সুতার মালা, আলাদিন, আলী বাবা, রঙ্গিন রুপবান, আলোমতি প্রেমকুমার, সিন্দাবাদ, সুখের সংসার, রাখে আল্লাহ মারে কে, পরদেশি, সুলতানা ডাকু, পরীস্থান, দুলারি, শিরি ফরহাদ, বাহাদুর মেয়ে, নাগ মহল, ডাকু ও দরবেশ, তুফান মেইল, শত্রু প্রভৃতি।
১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য তিনি জাতীয় চলচিত্র পুরস্কার পান । এরপর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন। ১৯৮৬ সালে পাকিস্তানে ‘হাম সে হ্যায় জামানা’ ছবিতে অভিনয়ের জন্য জার্মানিতে ‘নিগার এ্যাওয়ার্ড’ লাভ করে ভারতীয় উপ-মহাদেশে চমক সৃষ্টি করেন এবং বাংলাদেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসেন।
এরপর তিনি কিছু টিভি নাটক পরিচালনা করেন। ব্যক্তিগত জীবনে মরহুম চিত্র প্রযোজক ফজলুর রশিদ ঢালী তার প্রথম স্বামী ছিলেন। তার মৃত্যর পর ১৯৯৫ সালে প্রবাসী আনোয়ার শরীফের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন।
#নায়িকা_রোজিনা #FilmStarRozina #BayezidMorol
~-~~-~~~-~~-~
Please watch: "নতুন আইডিয়া, ছেলের স্কুলে ফলেরহাটে গিয়ে যা যা দেখলাম | Ideal international school & college"
• নতুন আইডিয়া, ছেলের স্কুলে ফলেরহাটে গিয়ে যা...
~-~~-~~~-~~-~
Информация по комментариям в разработке