ভোলার নিজাম-হাসিনা মসজিদ 🕌 || Bangla YouTuber || Nizam-Hasina Foundation Mosque.

Описание к видео ভোলার নিজাম-হাসিনা মসজিদ 🕌 || Bangla YouTuber || Nizam-Hasina Foundation Mosque.

বাংলাদেশের সৌন্দর্যমণ্ডিত স্থাপনার মধ্যে অন্যতম মসজিদ হচ্ছে ভোলার নিজাম-হাসিনা মসজিদ।
এটি নিজাম-হাসিনা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মিত।
ভোলা শহরের উকিল পাড়ায় প্রায় দেড় একর জমির ওপর এ মসজিদটি নির্মাণ করা হয়।
৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার জুমআর নামাজ আদায়ের মাধ্যমে এ মসজিদটির শুভ উদ্বোধন করা হয়।
মার্বেল পাথরসহ বিভিন্ন দামি পাথর ও আধুনিক স্থাপত্যশৈলীর কারুকার্জ দ্বারা নির্মিত দুই তলা বিশিষ্ট এ মসজিদে রয়েছে নারী ও পুরুষদের জন্য আলাদা অজুখানা এবং নামাজের স্থান।
২০১০ সালের জুন মাস থেকে এ মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
প্রায় ৫২ হাজার শ্রমিক মসজিদ নির্মাণের কাজে অংশ গ্রহণ করেছেন।
শহরের প্রাণকেন্দ্র উকিলপাড়ায় চার গম্বুজ বিশিষ্ট আধুনিক দৃষ্টিনন্দন এ মসজিদটির নির্মাণ কাজ ২০১০ সালের ১ জুন দেড় একর জমির ওপর শুরু হয়।
নির্মাণ কাজ শেষ হয়েছে ২০১৬ সালের ২৯ ডিসেম্বর।
মসজিদে ১২০ ফুট উচ্চতা বিশিষ্ট দুইটি মিনারা রয়েছে।
রয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম।
মসজিদের দুই পাশে আল্লাহু লেখা সম্বলিত দুইটি ফোয়ারা রয়েছে।
মসজিদের চারিকে রয়েছে সৌন্দর্যমণ্ডিত ফুলের বাগান।
এ ছাড়া নারীদের জন্য নামাজের বিশেষ ব্যবস্থা রয়েছে।
নারীদের জন্য ৩২টি অজুখানা এবং ১০টি টয়লেট রয়েছে।
মুসলিম পাঠকদের জন্য একটি ইসলামী লাইব্রেরি ও একটি আধুনিক হিফজখানা স্থাপন করা হয়েছে।
ইতকাফকারীদের জন্য একটি গোসলখানা রয়েছে।
দরজা রয়েছে তিনটি।
গেইট রয়েছে দুইটি।
খতিব, ইমাম এবং মোয়াজ্জিনের জন্য দুইটি কক্ষ রয়েছে।
মসজিদের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে রাতে আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে।
অন্তত আড়াই শ মুসল্লি এ মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
আধুনিক ও দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণে প্রায় ৩০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।



Hello friends, Welcome to ©️ Bangla YouTuber ✅

Tourist places in every region of Bangladesh.
Like Comment And Share My Video.

বাংলাদেশের প্রতিটা অঞ্চলের দর্শনীয় স্থান সমুহ।
সমাজের ভালো কাজ, প্রতিটা জেলার বিশেষ ব্যাক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, ও বিশেষ প্রতিভাবান ব্যাক্তিদের জীবনী নিয়ে থাকব প্রামাণ্যচিত্র।
বাংলাকে নতুন করে জানতে চ্যানেলটি Subscribed করুন।

Комментарии

Информация по комментариям в разработке