ভালো ফলন পেতে আম গাছে কখন, কিভাবে এবং কি ধরনের সুষম সার প্রয়োগ করবেন || রাও ফার্ম ফ্রেশ ২০২০ ||

Описание к видео ভালো ফলন পেতে আম গাছে কখন, কিভাবে এবং কি ধরনের সুষম সার প্রয়োগ করবেন || রাও ফার্ম ফ্রেশ ২০২০ ||

ভালো ফল পেতে আম গাছে কখন, কিভাবে এবং কি ধরনের সুষম সার প্রয়োগ করবেন || রাও ফার্ম ফ্রেশ ২০২০ ||

আমের সাইজ যেহেতু প্রায় মটর দানা সমপরিমান হয়েছে তাই এখনই সময় গাছে সঠিক নিয়মে সঠিকভাবে সুষম সার প্রয়োগ এবং এর পাশাপাশি পানি সেচ দেওয়ার ব্যবস্থা করা। প্রথমে গাছের গোড়ার দিকের মাটি ২ থেকে ৩ ইঞ্জি পরিমান মাটি কোদাল দিয়ে গর্ত করে সব ধরনের মাইক্রো নিউটন সমৃদ্ধ রাসায়নিক সার মিশ্রিত করে বাগানের প্রতিটি গাছের গোড়ায় ভালোভাবে ছিটিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এর পাশাপাশি আপনারা রাসায়নিক সারের সঙ্গে গোবর সার মিশ্রন করে দিতে পারেন। রাও ফার্ম ফ্রেশ এর আম গাছের বয়স ৫ বছর হওয়ায় প্রতিটি গাছের গোড়ায় ৩০০ থেকে ৫০০ গ্রাম সুষম সার প্রয়োগ করা হবে। নিচে রাসায়নিক সারের নাম গুলো উল্লেখ করা হলোঃ
১) DAP (ড্যাপ)
২) MOP (পটাশ)
৩) সালফার
৪) দানাদার
৫) জিংক
৬) বোরন
৭) ম্যাগনেশিয়াম
৮) জিপসাম
৯) ইউরিয়া

যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা আরও কিছু জানার থাকলে নিচের নাম্বারে (হোয়াটসআপ ও ইমো) যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন- ০১৭৯১-৯৮৮০০৪।

Like us on Facebook
  / rauhfarmfresh  

Follow us on Twitter
  / rauhrafaan  

Follow us on Instagram
  / rauhfarmfreshrafaan  

Комментарии

Информация по комментариям в разработке