সাগরদী জমিদার বাবুর বাড়ি । নরসিংদী মনোহরদী.

Описание к видео সাগরদী জমিদার বাবুর বাড়ি । নরসিংদী মনোহরদী.

জমিদার বাড়ি নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল রয়েছে।
নরসিংদী মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের সাগরদী জমিদার বাড়ি,বাবুর বাড়ি নামেই বেশি পরিচিত।
ভারতীয় স্থাপত্তের এক অপূর্ব নিদর্শন।
শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ি। সাগরদী জমিদার বাবুর বাড়ি :সাগরদী নরসিংদী মনোহরদী উপজেলার একটি প্রাচীন জনপদ। বহুকাল আগে থেকে সাগরদি নিজস্ব মহিমায় উজ্জ্বল। সাগরদীর জমিদারগণ বংশ পরম্পরায় শাসন করেছে এ এলাকা। এক সময় সেখানে হাতীশালায় হাতি ছিল। ছিল পাইক বরকন্দাজ। প্রজাগনের যাতায়াতে মুখরিত ছিল এর অবয়ব। সুবিশাল হরতকি গাছের ছায়াতলে সুশোভিত ছিল বিভিন্ন দেবদেবীর প্রতিমা। পূজায় নিজ আরতি হতো। সন্ধ্যায় পর নট মন্দিরে চলত নাচগানের পালা আর আখড়ায় চলত বৈরাগীর অনুরাগী গানের সুর। ভক্তবৃন্দ চোখের জলে বুক ভাসিয়ে ঘরে ফিরতেন।বছরান্তে খাজনাদি পরিশোদের পর বসত প্রজা সাধারণের মিলন মেলা। ঐশর্য্যমন্দিত কারুকাজ নির্মিত বাবুর বাড়ি দীর্ঘল প্রাসাদ। শিল্প শৈলীর ছাপ এর প্রতিটি অংশে স্পষ্ট। নিরাপত্তার স্বার্থে সুনিপূন পরিকমায় নির্মিত এ আবাসস্থল। চারিদিকে সুবেষ্ঠিত প্রাচীর দ্বারা বিভিন্ন কৌশলে ভাগ করা হয়েছে এর আঙ্গিনাগুলো। এতে সংযুক্ত বাবুর বাড়ী।




#জমিদার_বাড়ি
#মনোহরদী
#সাগরদী
#বাবুরবাড়ী
#Monohardi
#narsingdi
#travel
#Sagardi Zamindar Babu's house. Narsingdi Manohardy

Комментарии

Информация по комментариям в разработке