সহীহ বুখারী শরীফ, হাদিস নং-২৩৪ | অধ্যায়- ওজু | বকরীর খোঁয়াড়ে সালাত আদায় | Sabbir's Story | অল্প সময় হাদিস শুনি
#sabbir'sstory #অল্প_সময়_হাদিস_শুনি
আসসালামু আলাইকুম,
প্রিয় ভিউয়ার্স,
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِين
“তার কথার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি মুসলমান”
** (সুরা হা’মীম সেজদাহ ৪১:৩৩)
‘আবদুল্লাহ ইব্নু ‘আম্র (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল।
সহিহ বুখারী, হাদিস নং ৩৪৬১
তাই আমাদের সকলের উচিত উত্তম কথা বলা মানুষকে সদ উপদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহর দিকে ডাকা এবং নেক কাজ করা আর বলা আমি একজন মুসলমান ।
আমাদের প্রধান উদ্দেশ্য হল ইসলামের বাণী সর্বস্তরে পৌছে দেয়ার কাজে অংশ নেয়ার মাধ্যমে আল্লাহ তা’আলাকে সন্তুষ্ট করা ।
ইনশা আল্লাহ আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটি আল কুরআন এবং সুন্নাহ ভিত্তিক।
ইনশা আল্লাহ আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলের সাথেই থাকবেন ।
জাযাকাল্লাহ ।
সহীহ বুখারী শরীফ, অধ্যায়- ওজু, Sabbir's Story, অল্প সময় হাদিস শুনি, ওজু,ওজু করার নিয়ম,ওজু করার তরীকা,ওজু আমল,ওজু নিয়ম,ওজু করার সঠিক নিয়ম , ওজু কত প্রকার,ওজু ছাড়া আযান দেওয়া যাবে কি,ওজু করার নিয়ম,ওজু ছাড়া কুরআন,ওজু কি ভাবে করব,ওজু করার পদ্ধতি,ওজু ফরজ ও নুন্নত,ওজু কি ভাবে করবেন,ওজু করার সঠিক নিয়ম,কিভাবে ওজু করতে হয়,যে কারণে ওজু ভঙ্গ হয়,ওজু ভঙ্গের কারন সমূহ,বাথরুমে ওজু করা যাবে,কোন সময় কোন ওজু করতে হয়,বিসমিল্লাহ বলে ওজু করা,
Информация по комментариям в разработке