এই ব্ল্যাক কাপ মাছের পোনা শুধু শামুক খেয়ে থাকে 01799515226

Описание к видео এই ব্ল্যাক কাপ মাছের পোনা শুধু শামুক খেয়ে থাকে 01799515226

ব্ল্যাক র্কাপ মাছ চাষ ও কম খরচে কি খাবার দেয়া হয় তা এই পুরা ‍ভিডওতে তুলে ধরা হলো। এবং ১ বছরে এই মাছ চাষ করে ভাগ্য পরির্বতন করার কৌশল তুলে ধরা হলো।
মোবাইল-01799515226
imo+WhatsApp (01799515226

ব্ল্যাক কার্প মাছ চাষ,black carp fish,black karp fish farmong,মাছ চাষ পদ্ধতি,ব্ল্যাক কার্প মাছ,ব্ল্যাক কাপ মাছের পোনা,কার্প মাছ চাষ,ব্ল্যাক কার্প মাছের ধানী পোনা,ব্ল‍্যাক কার্প মাছের পোনা,ব্ল্যাক মাছ,মাছ চাষ,black karp fish,black carp fish seeds video,সাদা মাছ চাষ,সহজে মাছ চাষ,বাংলা মাছ চাষ,পুকুরে মাছ চাষ,ব্ল্যাক কার্প,মাছের চাষ গ্লাস,fish farm,ব্ল‍্যাক কার্প,ব্লাড কাপ মাছের পোনা,কার্প মাছের পোনা,fish seeds,ব্লাড কাপ মাছের দাম

শামুক ও ঝিনুক নিধনে ব্ল্যাক র্কাপ মাছ চাষ,ব্ল্যাক র্কাপ মাছের খাবার,সহজ ব্ল্যাক র্কাপ মাছ চাষ,ব্ল্যাক র্কাপ মাছ কোথায় পাওয় যায়,ব্ল্যাক র্কাপ মাছর দাম,রঙিন মাছের প্রজনন পদ্ধতি,রঙিন মাছের চাষের পদ্ধতি,রঙিন মাছের দাম,রঙিন মাছ কোথায় পাওয়া যায়,রঙিন মাছের ছবি,রঙিন মাছ চাষের প্রশিক্ষণ,ব্ল্যাক র্কাপ মাছ চাষে ১ বছরে ২-৩ কেজি

ব্ল্যাক কার্প মাছটি ১৯৮৩ সালে চীন হতে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে বাংলাদেশে আনা হয়, এটি স্নেইল কার্প নামেও পরিচিত, বাংলাদেশে এই মাছটি মূলতঃ শামুক নিয়ন্ত্রণ এবং চাষের উদ্দেশ্যে আমদানী করা হয়েছিল, ব্ল্যাক কার্প মাছের আদি নিবাস চীন ।

ব্ল্যাক কার্প মাছের পুকুর প্রস্তুতিঃ ব্ল্যাক কার্প মাছ চাষ করার জন্য পুকুরটি পুরাতন হলে ভালো হয় চারপাশে ডল পাল থাকলে কেটে দিতে হবে। এবং এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে শামুক বা ঝিনুক বেশি থাকে না থাকলে ওই পুকুরে প্রকৃতিকভাবে শামুক বা ঝিনুক তেরী করে নিতে পাড়েন।

আর অবশ্য পোনা ছাড়ার আগে অক্সিজেন ব্যাগ গুলো পানির সাথে খাপ খায়িয়ে ১০-১৫ মিনিট পর পটাশিয়াম প্যারামেগনানেন্ট দিয়ে ৩০ সেকেন্ড গোসল করিয়ে দিরে দিরে ছাড়তে হবে।

ব্ল্যাক কার্প মাছ কত পিছ দিতে পাড়েনঃ প্রতি শতাংশে একক ভাবে চাষ করতে ৫০-১০০ টি দিতে পাড়েন। আর মিশ্র চাষে ৩০-৫০ টি দিতে পারেন।

ব্ল্যাক কার্প মাছের খাদ্য কি : ১৫ সেমি হতে ছোট ব্ল্যাক কার্প মূলতঃ প্ল্যাংটন খায় এবং যখন এদের আকার ২০-

Комментарии

Информация по комментариям в разработке