#হোমিও চিকিৎসায় চিরতরে মুক্তি।
*আই বি এস।
*ও ডি এস।
*আই বি ডি
*অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য।
পুরাতন আমাশয়।
** 01924041896***
****01789144371 ***
Model Homeo pharmacy
Jatrabari Dhaka !
আইবিএস রোগ কি
আইবিএস থেকে মুক্তির উপায়
আইবিএস এর কারণ
আইবিএস রোগের ঔষধ
আইবিএস রোগের চিকিৎসা
আইবিএস এর হোমিও চিকিৎসা
ইরিটেবল
******************** *********************
আইবিএস রোগীর খাবার ও IBS থেকে মুক্তির স্থায়ী উপায় (প্রাকৃতিক হোমিও চিকিৎসা)
আইবিএস (IBS) রোগীর খাবার: Irritable Bowel Syndrom (IBS) বা মানসিক অস্থিরতাজনিত আমাশয় রোগ। এ রোগের কোনো স্বীকৃত কারণ পাওয়া যায়নি। তাই একে Functional disorder বলা হয়। Irritable Bowel Syndrome (IBS) বা আই.বি.এস একটি সাধারন রোগ যা বৃহদান্ত্রের ফাংশনাল লক্ষণ সমূহের সমষ্টি। ফাংশনাল মানে হলো যার কোন গঠনগত ক্রটি নাই। কিন্তু কার্যকারিতায় ক্রটি রয়েছে। বিস্তারিত ভিটিওতে দেখুন-
আইবিএস এর লক্ষণ সমূহ
পেটে ব্যাথা,খাবার পর অস্বস্থি বোধ,পেট ফেঁপে যাওয়া,মলের সমস্যা,ডায়রিয়া অথবা কোষ্ঠকাঠিন্য — সাথে আরো কিছু সাধারণ লক্ষণ থাকতে পারে:
দূর্বলতা,মাথাব্যাথা,বমি বমি ভাব ইত্যাদি ,কারো কারো স্বল্প লক্ষণ থাকে, কারো কারে তীব্র লক্ষণ দেখাদেয়।
আইবিএস-এর যে উপসর্গগুলো বেশি দেখা যায়, সেগুলো হল—পেটে ব্যথা, পেট কামড়ানো—পায়খানা করলে কষ্ট কমে,পায়খানায় পরিবর্তন—ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, কখনও দুই-ই পেট ফাঁপা পেটে বেশি গ্যাস হওয়া, বেশি বাতকর্ম হওয়া,হঠাৎ করে শৌচাগারে যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করা, যেতে তর সয় না,পায়খানা করে আসার পরপর-ই আবার পায়খানা পাওয়া,পায়খানা করে পেট পরিষ্কার হল না—এমন মনে হওয়া,মলদ্বার দিয়ে আম যাওয়া।আইবিএস-এর জন্য যে অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হয়, তার জন্য রোগী অনেক সময় অবসাদ বা উদ্বেগে ভোগেন।
আইবিএস-এর প্রধানত তিনটে ধরন
ডায়রিয়া প্রধান আইবিএস
কোষ্ঠকাঠিন্য প্রধান আইবিএস। ডায়রিয়া-কোষ্ঠকাঠিন্য মিশ্র আইবিএস
সব সময় যে একজন একই ধরনের উপসর্গে ভুগবেন এমন না নয়, উপসর্গ বদলাতে পারে, এমনও হতে পারে যখন দীর্ঘ সময় ধরে কোন উপসর্গ নেই বা অল্প উপসর্গ আছে।
যে উপসর্গ থাকলে অবহেলা করা উচিত হবে না আইবিএস-এর মতো উপসর্গের সঙ্গে যদি নিচের উপসর্গগুলো থাকে তাহলে হয়ত আইবিএস নয়, অন্য কোনও গুরুতর সমস্যা রয়েছেঃওজন কমছে, অথচ কারণ বোঝা যাচ্ছে না,পেটে বা মলদ্বারের কাছে কোনও ফোলা,মলদ্বার দিয়ে রক্ত পড়া,রক্তাল্পতা
কেন হয় এমন রোগ?
প্রথমত, আপনার পূর্বপুরুষদের মধ্যে যদি এমন রোগের ভুক্তভোগী থাকেন, তবে সেক্ষেত্রে আপনার হবার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেয়া যায় না, অর্থাৎ বংশগত কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয়।
দ্বিতীয়ত, আপনাকে যদি অতিরিক্ত অবসাদগ্রস্থতা বা দুশ্চিন্তা গ্রাস করে থাকে, তবে আপনার পেটের এই সমস্যা হতেই পারে।
তৃতীয়ত, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ইনফেকশান, যা কিনা জল, খাবার বা অন্য যেকোনো কারণে পেটের সংক্রমণ থেকে হয়ে থাকে, এ ধরনের ইনফেকশানজনিত কারণেও পেটের এমন সমস্যা দেখা দিতে পারে।
আইবিএস-এর উপসর্গ
দেখা গেছে নির্দিষ্ট কিছু খাবার ও পানীয় উপসর্গ শুরু করতে পারে—তবে সবারই যে সব কিছুতে হবে এমন নয়। এগুলো হলঃএ্যালকোহল,ঠান্ডা পানীয় (যেগুলোতে গ্যাস মেশানো থাকে),চকোলেট,চা-কফি-কোলার মতো কেফিন-যুক্ত পানীয়,প্যাকেটের জলখাবার—বিস্কুট বা মুচমুচে।বেশি তেল-চর্বিযুক্ত খাবার,ভাজা খাবার। আইবিএস-এর রোগী যদি খাবার-দাবারের ডায়েরি রাখেন, তাহলে কোন খাবারে উপসর্গ হচ্ছে বুঝতে সুবিধা হয়।এছাড়া আগেই বলেছি মানসিক চাপও আইবিএস-এর উপসর্গ শুরু করতে পারে। তাই মানসিক চাপ কমানোও আইবিএস-এর চিকিৎসার মধ্যে অন্যতম।
কখন ডাক্তার দেখাবেন?
যদি আপনার মনে হয় আইবিএস হচ্ছে, তাহলে ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখে নেবেন আপনার অন্ত্রে কোন জীবানু-সংক্রমণ আছে কিনা, সিলিয়াক ডিজিজ কিনা (যে রোগে রোগী গ্লুটেন সহ্য করতে পারেন না) বা খাদ্যনালিতে কোনও দীর্ঘস্থায়ী প্রদাহ আছে কিনা। তবে এক্ষেত্রে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের কাছে যাবেন কারণ এর একমাত্র স্থায়ী চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথিতে। এলোপ্যাথিতে এর কোন চিকিৎসা নেই তাই এলোপ্যাথিক ডাক্তারের কাছে এই রোগ নিয়ে যাওয়া অর্থহীন।
আইবিএস আক্রান্ত রোগীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস
সারাদিনে বারে বারে হালকা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
রাতের বেলায় অবশ্যই হালকা খাবার খাবেন।
বারে বারে অল্প অল্প করে পানি পানের অভ্যাস গড়ে তুলুন।
কোষ্ঠকাঠিন্য থাকলে বেশি বেশি ফাইবার জাতীয় খাবার গ্রহণ করুন।
পেট ভরে কোনো খাবার খাবেন না, সাথে চেষ্টা করুন খাবার গ্রহণের মাঝে পানি না পান করে খাবার গ্রহণের আগে এক গ্লাস পানি পান করতে। এতে পেট কিছুটা পানি দ্বারা ভর্তি হয়ে থাকবে এবং খাবার হজমেও সাহায্য করবে।
খাবারের তালিকায় মাছ, মুরগি, সালাদ, আলু, ভুট্টা, সাইট্রাস জাতীয় ফল- এগুলো রাখার চেষ্টা করুন।
রাতে ৭-৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।
আইবিএস রোগের সাথে জ্বর, রক্তপাত, ওজন কমে যাওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কারণ এসব লক্ষণ আই হয়, তবে প্রথমে ধনীভাবে আপনার খাদ্যের কাঁচামাল চাষের আগে
ডাঃ মোঃ গিয়াস উদ্দিন (ডিএইচএমএস - বিএইচএমসি, ঢাকা)
অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক (মডেল হোমিও ফার্মেসি। যাত্রাবাড়ী, ঢাকা।)
যৌনসমস্যা (দ্রুত বীর্যপাত, হস্তমৈথুন অভ্যাস, লিঙ্গ নিস্তেজ, যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা, ধ্বজভঙ্গ, হাইড্রোসিল, ভেরিকোসিল, সিফিলিস, গনোরিয়া ইত্যাদি) স্ত্রীরোগ (ডিম্বাশয়ে টিউমার, সিস্ট, ব্রেস্ট টিউমার, জরায়ুতে টিউমার, জরায়ু নিচে নেমে আসা, যোনিতে প্রদাহ, অনিয়মিত মাসিক, বন্ধ্যাত্ব, অতিরিক্ত স্রাব ইত্যাদি), বাত ব্যথা, লিভার, কিডনি, আইবিএস, পুরাতন আমাশয়, গ্যাস্ট্রিক, পাইলস বা অর্শ, গেজ, ভগন্দর ইত্যাদি রোগের অভিজ্ঞ হোমিও চিকিৎসক।
কথা বলুন (সরাসরি ডাক্তার) : ০১৯২৪-০৪১৮৯৬ এবং ০১৭৮৯-১৪৪৩৭১
আপনার যেকোন স্বাস্থ সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যোগাযোগ করুন।
গুগল প্লাস ফেইসবুক টুইটার
https://modelhomeo.com
Информация по комментариям в разработке