উজানী মাহফিল | উজানী মাদ্রাসা | উজানী আজান | উজানী পীর ক্বারী ইব্রাহিম ওয়াজ

Описание к видео উজানী মাহফিল | উজানী মাদ্রাসা | উজানী আজান | উজানী পীর ক্বারী ইব্রাহিম ওয়াজ

উজানী মাহফিল | উজানী মাদ্রাসা | উজানী আজান | উজানী পীর ক্বারী ইব্রাহিম ওয়াজ

👉👉কচুয়ার ইতিহাসের সাথে মিশে আছে যেসব ঐতিহ্য

ব্র্যান্ডিং জেলা চাঁদপুরের কচুয়া উপজেলায় রয়েছে ঐতিহাসিক বখতিয়ার খাঁ মসজিদ, বেহুলার পাটা এবং নেয়ামত শাহ্(রঃ)এর দরগা। উপজেলা সদর থেকে তিন কিলোমিটার উত্তর-পূর্বে উজানী গ্রাম। বর্তমানে এ গ্রামে আছে একটি বিখ্যাত মাদ্রাসা।

মাদ্রাসার দক্ষিণ পাশে আছে একটি দিঘি। তার পশ্চিম পাড়ে আছে এক গম্বুজ বিশিষ্ট একটি সুদৃশ্য মসজিদ। এটি বক্তার খাঁ শাহী মসজিদ নামে খ্যাত। এক সময় উজানী গ্রামটি বনজঙ্গলে আচ্ছাদিত ছিলো।

উজানীর পীর ক্বারী ইব্রাহিম সাহেব বন-জঙ্গল পরিষ্কার করে এখানে বসবাস করতে শুরু করেন। তিনি ছিলেন একজন অত্যন্ত কামেল পুরুষ। তিনি এ মসজিদটিকে ব্যবহার্য করে তোলেন। মসজিদে প্রাপ্ত একটি শিলালিপিতে আছে, ‘‘পরম দয়ালু আল্লাহ্তায়ালার নামে আরম্ভ করিতেছি। আল্লাহ্ এক, তাহার কোনো শরীক নাই। মোহাম্মদ তাহার রাসূল। বাদশাহ বাহাদুর শাহ্ গাজীর শাসনামলে খাদেম আবুল হোসেন খাঁর পুত্র ইলিয়াস খাঁর পৌত্র’’।

এই উজানী গ্রামেই আছে হযরত নেয়ামত শাহের দরগাহ।এটি উজানি বাজারের পশ্চিম পাশেই। যিনি হযরত শাহজালাল (রঃ)-এর একজন সঙ্গী ছিলেন।

উজানী গ্রামে একজন বিখ্যাত ফৌজদার ছিলেন। তার নাম ছিলো বখতিয়ার খাঁ। তিনি বখতিয়ার খাঁ মসজিদটি নির্মাণ করেছিলেন। নির্মাণ সাল ১৭৭২।

উজানী একটি প্রাচীন গ্রাম। এ গ্রামের নাম পাওয়া যায় মধ্যযুগের মনসামঙ্গল কাব্যে ‘উজানী নগর’ হিসেবে।

বেহুলা লখিন্দরের লোহার তৈরি বাসরঘর এ গ্রামে ছিলো। যা মাটির নিচে ডেবে গেছে। বেহুলার শীল নোড়ার কথিত অংশবিশেষ এখনো এ গ্রামে রয়ে গেছে। লোকজন এখনো এগুলো দেখতে আসে।

কিন্তু এখন পাটা/পাথর কিছুই নাই। মানুষ ঘর-বাড়ি করে ফেলেছে।


⭐মাওলানা কারী ইব্রাহিম উজানী রহ.⭐
কারী ইব্রাহিম উজানি (১৮৬৩ – ১৯৪৩) ছিলেন অবিভক্ত বাংলার একজন দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। তিনি রশিদ আহমদ গাঙ্গুহির খলিফা ছিলেন। তার খলিফা সৈয়দ মুহাম্মদ ইসহাক। সৈয়দ মুহাম্মদ ইসহাক থেকে বাংলাদেশে চরমোনাই আধ্যাত্মিক ধারার প্রসার ঘটে।…

👉জীবনী
কারী ইব্রাহিম র. ১৮৬৩ সালে বাংলাদেশের প্রসিদ্ধতম জেলা শহর নোয়াখালীর সুধারাম থানা অন্তর্গত নলুয়া গ্রামে তাঁর শুভজন্ম হয়।তাঁর পিতার নাম ছিল জনাব পানা মিঞা ভুঁইয়া। হযরত ক্বারী সাহেব রাহ. এর দাদা জনাব বদরুদ্দীন ভুঁইয়া তখনকার একজন বিশিষ্ট জমিদার ব্যাক্তি ছিলেন। তিনি যেমন শিক্ষিত জ্ঞানী ছিলেন,তেমনি ছিলেন ভদ্র ও প্রভাবশালী। তাঁর ঔরসে দু’জন ছেলে জন্মগ্রহণ করেন।তাঁদের একজনের নাম ছিল ননা মিঞা অপর জনের নাম ছিল পানা মিঞা।

তিনি ছিলেন পানা মিঞার ভুঁইয়ার সু-সন্তান। পিতার উওরসূরী হিসেবে পানা মিঞা সাহেব ও পরবর্তীতে একজন প্রভাবশালী জমিদার হয়েছিলেন। সে পরিবেশেই হযরত ক্বারী ইব্রাহীম সাহেব রাহ. ধীরে ধীরে বড় হতে লাগলেন।

তিনি নিজ এলাকায় আরবি ও ফার্সির প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর তিনি কলকাতা আলিয়া মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করেন।

এরপর তিনি মক্কা গমন করে মাদ্রাসা আস-সাওলাতিয়ায় ভর্তি হন। এ মাদ্রাসায় তিনি প্রসিদ্ধ কারী বরকসুসের কাছে কেরাত শিক্ষালাভ করেন। এসময় মক্কার শাসক তার কুরআন তিলাওয়াত শুনে তাকে মাদ্রাসা আস-সাওলাতিয়ায় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার আদেশ দেন। তিনি সেখানে ১২ বছর শিক্ষকতা করেছেন।
শিক্ষকতাকালে মক্কার এক মেয়ের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৩০ বছর বয়সে তিনি মক্কা থেকে সস্ত্রীক স্বদেশ প্রত্যাবর্তন করেন।

চাঁদপুর জেলার রামগঞ্জ থানার দৌলতপুর গ্রামের এক মাহফিলে তার কুরআন তিলাওয়াত শুনে স্থানীয় এক ব্যক্তি তার কন্যাকে তার সাথে বিবাহ দেন, তখন থেকে তিনি সেখানে বসবাস শুরু করেন। সেখানে মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

👉১৯০১ সালে তিনি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। তিনি রশিদ আহমদ গাঙ্গুহির নিকট বায়আত গ্রহণ করেছিলেন। বায়আত গ্রহণের ১৮ দিন পর তিনি খেলাফত লাভ করেন। সৈয়দ মুহাম্মদ ইসহাক তার শিষ্য ছিলেন। তার থেকে চরমোনাই আধ্যাত্মিক ধারা প্রসার লাভ করে।

তিনি ১১ ছেলে ও ৭ মেয়ের জনক। ১৯৪৩ সালে তিনি উজানির নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।



👉key word :

উজানী মাহফিল,উজানী মাহফিলের ওয়াজ ২০২২,উজানী মাহফিল ভিডিও ২০২৩,বাংলা ওয়াজ উজানী মাহফিল ২০২২,বাংলা ওয়াজ উজানী মাহফিল ভিডিও ২০২৩,উজানী মাহফিল ২০২৩,উজানী মাহফিলের ওয়াজ ভিডিও ২০২৩,মাওলানা আশেক এলাহী পীর সাহেব উজানী,উজানী পীর সাহেব ওয়াজ ২০২২,০৬/০১/২০২৩ উজানী মাহফিলের ওয়াজ ভিডিও,২০২৩ উজানী মাহফিল,উজানী মাহফিল ২০২২,উজানী মাহফিল ২০২৪,উজানী মাহফিল 2022,উজানী মাহফিলে এশকের বয়ানে লাখো মানুষের কান্না,উজানী মাহফিল -২০২৩,এহতেরামুল হক উজানী,উজানী মাহফিলের ওয়াজ


#উজানী_জিকির
#উজানী
#উজানী_মাহফিলের_এশকের_ওয়াজ_2024
#peacenester


Thanks 👍

Комментарии

Информация по комментариям в разработке