শাড়ি প্রিয় বাঙালি রমণীদের পছন্দের মণিপুরী শাড়ি | Monipuri Saree | Info Hunter

Описание к видео শাড়ি প্রিয় বাঙালি রমণীদের পছন্দের মণিপুরী শাড়ি | Monipuri Saree | Info Hunter

#মণিপুরী_শাড়ি #মণিপুরী #Monipuri Saree #বাঙালি_রমণীদের_পছন্দের_মণিপুরী_শাড়ি #Saree #মনিপুরী_তাঁতের_শাড়ি #Monipuri_Saree_In_Bangladesh #শ্রীমঙ্গলের_মণিপুরী_শাড়ি #Sreemangal
#রামনগর_মণিপুরী_পল্লী

বাংলাদেশের শাড়ির মধ্যে একটি ঐতিহ্যবাহী এবং শাড়ি প্রিয় রমণীদের পছন্দের একটি শাড়ি হচ্ছে মণিপুরী শাড়ি। মণিপুরী শাড়ি বাংলাদেশে মূলত সিলেট এবং মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এলাকায় তৈরী করা হয়ে থাকে। মণিপুরী প্রায় প্রতিটা বাড়িতেই একটা দুইটা করে তাঁত থাকে। মণিপুরী শাড়ির বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই শাড়ির রং যায় না। তাছাড়া শাড়ির ডিজাইন এবং নকশায়ও বেশ ভিন্নতা থাকার কারণে সবাই খুব পছন্দও করেন। এক একটি শাড়ি তৈরী করতে সাধারনত তিন থেকে পাঁচ দিন সময় লাগে। আমি মণিপুরী শাড়ির এই ভিডিওটা করতে গিয়েছিলাম শ্রীমঙ্গলের রামনগরে। রামনগরে ৬০টি মণিপুরী পরিবার নিয়ে গড়ে উঠেছে মণিপুরী পল্লী। আর এই ঘর গুলোতে প্রায় প্রতিটা ঘরে একটা করে তাঁত আছে। তারা এইসব তাঁতে শাড়ি তৈরী করে নিজেদের দোকানে নিয়ে খুচরা এবং পাইকারি দামে বিক্রি করে থাকেন। এখানে মণিপুরী শাড়ির পাশাপাশি শাল, মাফলার, ওড়না সহ সবকিছুই পাওয়া যায়। শ্রীমঙ্গল শহর থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া করে ঘুরে দেখে আসতে পারেন এই রামনগরের মণিপুরী পল্লী। মণিপুরী শাড়ির জন্য নিচের দেয়া নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। মনিপুরী হ্যান্ডিক্রাফটস ০১৭২৭৩০৪২৯২, ০১৭২৬৮৮৯৪৬৯, অলক মণিপুরী হ্যান্ডিক্রাফটস ০১৯১৯১০৭৪০১, ০১৭১৮১০৭৪০১
Google Map Link
https://goo.gl/maps/5vhqKs5H5phFeu6B6

For More Visit:
Facebook:   / bdinfohunter  
Website: https://infohunterbd.blogspot.com/
Phone: 008801717568201

Комментарии

Информация по комментариям в разработке