চাওয়ারি আশা আর পাওয়ারি আশা | | স্মৃতির পাতায় যত গান || EP-01

Описание к видео চাওয়ারি আশা আর পাওয়ারি আশা | | স্মৃতির পাতায় যত গান || EP-01

স্মৃতির ডায়েরী...
যখন ক্লাস নাইনে পড়ি, তখন হঠাৎ একদিন আমার ছোট চাচা প্রয়াত জাহিদুল ইসলামের একটা ডায়রি হাতে পাই, তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কৌতুহল নিয়ে সেটা খুলতেই কয়েকটি লাইনে চোখ আটকে যায়। ক্লাস নাইনে পড়া সদ্য যৌবনপ্রাপ্ত সেই আমার মনের অজান্তেই লাইনগুলো মুখস্থ হয়ে যায়..."অঘ্রানের হিমেল হাওয়ায় দুলছিল চৈতির ললাটে ঝুলে থাকা...
...ইন্টারমিডিয়েট ১ম বর্ষের কোন এক সময় ভারতীয় বাংলা গানের একটা ক্যাসেট হাতে পাই। সেখান থেকে ভূপেন্দর সিং এর গাওয়া-"চাওয়ারই আশা আর পাওয়ারি আশা"... গানটি মনে ধরে । অতঃপর ক্লাস নাইনের কুড়িয়ে পাওয়া সেই ক'টি লাইন আর সাথে ভূপেন্দর সিং এর গাওয়া গানটি একত্র করে গাইতেই ভালো লাগত। আজ বড্ড দুঃসাহস করে আপনাদের জন্যই না আমার স্মৃতিময় দিন গুলো ধরে রাখতেই গানটি গাইলাম। ভুলত্রুটি ক্ষমা করবেন।
নিবেদক,
জীবন চৌধুরী

***এখানে আমার স্বর্গ
শিল্পী-ভূপিন্দর সিং***

চাওয়ারই আশা পাওয়ারি আশা'
ছবি-এখানে আমার স্বর্গ
শিল্পী-ভূপিন্দর সিং

চাওয়ারই আশা পাওয়ারি আশা
সবকিছু ছিল ফাঁকি,
এখানে স্বর্গ ছিল ভেঙ্গে গেল
উড়ে গেল সুখের পাখি।।

জীবনের সুখ সেতো সোনার হরিন
তাকে দেখা যায় ধরা যায়না।।
চোরাবালিতে কভু স্বপ্ন প্রাসাদ
ভাবা যায় গড়া যায়না;
কার ছিল দোষ কেউ জানেনা।।
শুধু জলে ভরে আঁখি।।

ফুলের বাগানে লেগেছে আগুন।।
অভিশাপ হয়েছে জীবন
কত রুপ ধরে আজ
আসিছে আন্ধার
জীবনে লেগেছে গ্রহণ
ফিরেতো আসেনা
চলে যাওয়া দিন।।
কি হবে তাহারে ডাকি।।

Комментарии

Информация по комментариям в разработке