Bela Boye Jai | বেলা বয়ে যায় | Madhumita Bose

Описание к видео Bela Boye Jai | বেলা বয়ে যায় | Madhumita Bose

দ্বীজেন্দ্রগীতি
বেলা বয়ে যায়
************
বেলা বয়ে যায়
~~~~~~~~~~~~

বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
~*~*~*~*~*~*~

দোলে হার বকুল যুথী
দোলে হার বকুল যুথী দিয়ে গাঁথা সে
রেশমী পাল উড়ছে মধুর মধুর বাতাসে
দোলে হার বকুল যুথী
দোলে হার বকুল যুথী দিয়ে গাঁথা সে
রেশমী পাল উড়ছে মধুর মধুর বাতাসে
হেলছে তরী দুলছে তরী
ভেসে যাচ্ছে দরিয়ায়
হেলছে তরী দুলছে তরী
ভেসে যাচ্ছে দরিয়ায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
*************

যাত্রী সব নূতন প্রেমিক
যাত্রী সব নূতন প্রেমিক
নূতন প্রেমে ভোর
মুখে সব হাসির রেখা
চোখে ঘুমের ঘোর
যাত্রী সব নূতন প্রেমিক
যাত্রী সব নূতন প্রেমিক
নূতন প্রেমে ভোর
মুখে সব হাসির রেখা
চোখে ঘুমের ঘোর
বাঁশির ধ্বনি হাসির ধ্বনি
উঠছে ছুটে ফোয়ারায়
বাঁশির ধ্বনি হাসির ধ্বনি
উঠছে ছুটে ফোয়ারায়

ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়

~~*~~*~~*~~*~~*~~

পশ্চিমে জ্বলছে আকাশ
পশ্চিমে জ্বলছে আকাশ
সাঁঝের তপনে
পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে
পশ্চিমে জ্বলছে আকাশ
পশ্চিমে জ্বলছে আকাশ
সাঁঝের তপনে
পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে

করছে নদী কুলুধ্বনি
বইছে মৃদু মধুর বায়
করছে নদী কুলুধ্বনি
বইছে মৃদু মধুর বায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
বেলা বয়ে যায়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়
ছোট্ট মোদের পানসি তরী
সঙ্গে কে কে যাবি আয়

বেলা বয়ে যায়

Комментарии

Информация по комментариям в разработке