Saint Martin Vlog | সেন্টমার্টিন ট্যুর | ২ রাত ৩ দিন | সেন্টমার্টিন ভ্রমণের সবকিছু | ১ম পর্ব

Описание к видео Saint Martin Vlog | সেন্টমার্টিন ট্যুর | ২ রাত ৩ দিন | সেন্টমার্টিন ভ্রমণের সবকিছু | ১ম পর্ব

#Maverick_Mithun (M Square)
Saint Martin Vlog | সেন্টমার্টিন ট্যুর | ২ রাত ৩ দিন | সেন্টমার্টিন ভ্রমণের সবকিছু | যাওয়ার উপায় খরচ খাবার রিসোর্ট সম্পর্কে বিস্তারিত | ১ম পর্ব

গত ১১ই ডিসেম্বর যাত্রা করেছিলাম সেন্টমার্টিন এর উদ্দেশ্যে। ট্যুর লাভারস অফ কিশোরগঞ্জের প্যাকেজে জনপ্রতি 7000 টাকায় আমি এই ভ্রমণটি করি।
প্রথমেই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ১২:৫৩ মিনিটে এগারসিন্দুর গোধূলিতে চড়ে যাই ভৈরব। ভাড়া লাগে জন প্রতি 50 টাকা। ভৈরব পৌঁছি দুপুর ২:৪৬ মিনিটে। ভৈরব থেকে চট্টলা এক্সপ্রেস ট্রেনে করে আমরা চট্টগ্রাম যাব। চট্টল এক্সপ্রেস এর ভৈরব আসার কথা বিকাল ৩:৩৫ মিনিটে। কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট লেট করে এটি ভৈরব পৌঁছায় বিকাল ৪ টা ৫০ মিনিটে। ট্রেন স্টেশনে পৌঁছার সাথে সাথেই আমরা ট্রেনে উঠে পড়ি। প্রায় ৫ ঘন্টা ৩৫ মিনিট ভ্রমণ করে চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছে রাত সাড়ে দশটায়। চট্টগ্রাম স্টেশনে নেমে প্রথমেই আমরা রাতের খাবার খাই। রাতের খাবারে আমি খাই ভাত আলু ভর্তা আর রুই মাছ। খরচ লাগে ২২৫ টাকা। আমাদের টিমের অন্যান্য সদস্যরা খায় রুটি আলু ভর্তা আর ডিম। হোটেলে খাবার দাবার সেরে সিএনজিতে করে আমরা যাই চট্টগ্রামের সিনেমা প্যালেসের মোড়ে। প্রতি সিএনজিতে চারজন করে যাওয়া যায় এবং সিএনজি ভাড়া নেয় ৮০ টাকা করে। সিনেমা প্যালেসে পৌঁছে আমরা এস আলম বাস সার্ভিসের টিকিট কাটি জনপ্রতি 620 টাকায়। আমাদের বাস টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায় ১টা ১৫ মিনিটে। ১২ ই ডিসেম্বর ভোর ৫টা ১০ মিনিটে বাস আমাদের টেকনাফের দমদমিয়া ঘাটে নামিয়ে দেয়। বাস থেকে নেমে এদিক সেদিক ঘোরাঘুরি করে একটি হোটেলে সকালের খাবার সেরে নেই। আমাদের সেন্টমার্টিন যাবার আগে থেকেই টিকিট কাটা ছিল। আমরা যাচ্ছি ১২ আউলিয়া নামক জাহাজে। আমরা যাচ্ছি সানডেকে যার অবস্থান তৃতীয় তলায়। ভাড়া ১৪০০ টাকা। কিন্তু আমরা একটা ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় করি। Travel world নামের ট্রাভেল এজেন্সি থেকে ডিসকাউন্টে ১২০০ টাকায় আমরা টিকিট ক্রয় করি।

ট্রাভেল এজেন্সির ফোন নম্বর নিচে দেওয়া হল
Travel World
Plot#67, Block # B, Hotel The Alam Sugandha Point, Cox's Bazar.
Phone No : 0186123674
যাই হোক আমরা জাহাজে উঠে পড়ি এবং ৯:৩০ টায় আমাদের জাহাজ সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রাপথে অগণিত গাংচিল আমাদের সাথে সাথে অনেকটা দূর পর্যন্ত আসে খাবারের সন্ধানে। কেউ কেউ চিপস কেউবা বিস্কুট ছুড়ে মারে তাদের দিকে। আর পাখিগুলোও অপূর্ব দক্ষতায় সমুদ্রে পড়ার আগেই তা লুফে নেয়।
তবে এই জাহাজের যে বিষয়টাতে সবচেয়ে বেশি হতাশ হয়েছি তা হল এরা মুল টিকিট এর পাশাপাশি কিছু এক্সট্রা টিকিট বিক্রি করেছে। ফলে জাহাজের সাঈদীর রেলিং গুলো চেয়ার দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। আমরা যারা মূল টিকিট কেটেছি তারা কেউই জাহাজের সাইডে দাঁড়িয়ে এই সুন্দর সমুদ্র যাত্রা ভালোভাবে উপভোগ করতে পারিনি। এই বিষয়টাতে দৃষ্টি দেওয়ার জন্য বারো আউলিয়ার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তা না হলে ভবিষ্যতে এই জাহাজের যাত্রী কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় দুই ঘন্টা ভ্রমণ করে তাই আমরা সেন্টমার্টিন পৌঁছি। জাহাজ থেকে নেমে প্রথমে আমরা যাই রিসোর্টে রুম বুক করতে। কোন রিসোর্টে দুই দিনের থাকার জন্য রুম খুঁজে পাইনি। আমাদের দল ছিল বড় মানুষ ছিল ১২ জন। রুম দরকার পাঁচটি। অনেক ঘোরাঘুরি করার পর হোটেল ডায়মন্ডে পাঁচটি রুম খুঁজে পাই এবং সাথে সাথেই তা দুই রাতের জন্য বুকিং করে ফেলি। রুম ভাড়া নেয় জন্য ১৫০০ টাকা। প্রতিটা রুমেই চারজন করে থাকা যায়। কিন্তু আমরা কোন রুমে তিনজন করে থাকি আর যারা কাপল এসেছে তাদের জন্য আলাদা রুমে দেই।হোটেলে রুম বুক করে আমরা চলে যাই দুপুরের খাবার খেতে। দুপুরের খাবারে আমরা খাই টেকচান্দা মাছ, বেগুন ভাজা, আলু ভর্তা, ডাল। খাবারের প্যাকেজ জনপ্রতি 200 টাকা করে। এরপর আমরা সেন্টমার্টিনের চারপাশে ঘুরে বেড়াই যা ভিডিওতে ভালোভাবে দেখতে পাবেন। রাতের খাবারে আমরা খাই চিকেন বারবিকিউ। খরচ হয় জনপ্রতি ১৮০ টাকা করে।
Email: [email protected]
Facebook:   / debasis.chakraborty.94  
Facebook Page:   / maverick.mithun1986  
Instagram:   / debasismithun   /
Music Credit :
YouTube Audio Library
===============================
Thanks all.

Комментарии

Информация по комментариям в разработке