সূর্যদেবকে শুধু জল কখনোই অর্পণ করবেন না অবশ্যই দিন এই জিনিসগুলি তাহলেই সাফল্যের দরজা যাবে খুলে

Описание к видео সূর্যদেবকে শুধু জল কখনোই অর্পণ করবেন না অবশ্যই দিন এই জিনিসগুলি তাহলেই সাফল্যের দরজা যাবে খুলে

সূর্যদেব এর সাথে আমাদের জীবন নিবিড় ভাবে সম্পর্কিত। সূর্য ওঠার সাথে সাথে সমস্ত জীব জগৎ আপন আপন কর্মে নিযুক্ত হয়ে পড়ে। আবার সূর্য অস্ত যাবার পর সবাই যে যার কর্ম ছেড়ে নিজ নিজ জায়গায় ফিরে আসে। কথিত আছে সূর্যদেব এর তেজ এর জন্যই এই পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে। এছাড়া তাঁর তেজেই অনেক রোগ ব্যাধির জীবানু বিনষ্ট হয়। সূর্যদেব এর কৃপা লাভের জন্য আমাদের প্রতিদিন সূর্য দেব এর পূজা করা উচিত। কিন্তু এটা মানা হয় যে রবিবার যদি সূর্যদেব এর পূজা করা হয় তা বিশেষ ফলদায়ী হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যদেব কে সমস্ত গ্রহের রাজা বলে মানা হয়। তাই সমস্ত গ্রহকে প্রসন্ন করার চেয়ে যদি কেবল সূর্যদেব এর পূজা করা যায় তাহলে ভাগ্যের চাকা খুলতে সময় লাগে না।
এটা মানা হয় যে সূর্যদেব এর পূজো করলে আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট ও যাবতীয় সমস্যা দূর হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে সূর্যদেব প্রসন্ন হলে সমাজে মান সম্মান ও উচ্চপদ প্রাপ্ত হয়। আর আপনার জন্ম কুণ্ডলীতে সূর্য যদি কম জোর স্থানে থাকে তাহলে আপনাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
পুরাকালে মুনিঋষিরা প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ দান করত । মহাভারতে কর্ণ ও রামায়ণে রাম সূর্য কে অর্ঘ দান করে দিনের কাজ শুরু করতেন বলে জানা যায়। সূর্যদেব কে অর্ঘ দান করলে তিনি প্রসন্ন হয়ে আয়ু, আরোগ্য, ধণ, ধান্য, সুপুত্র, বন্ধু, তেজ, যশ, কীর্তি, কান্তি, বিদ্যা, বৈভব, সুখ, সৌভাগ্য আর সমৃদ্ধি প্রদান করেন।

Комментарии

Информация по комментариям в разработке