শাহনাজ রহমতুল্লাহ এর জীবনী । Actor Jafor Iqbal Sister Shahnaz Rahmatullah Life Story

Описание к видео শাহনাজ রহমতুল্লাহ এর জীবনী । Actor Jafor Iqbal Sister Shahnaz Rahmatullah Life Story

don't forget to subscribe;

শাহনাজ রহমতুল্লাহ এর গাওয়া দেশাত্মবোধক গান আজো জনপ্রিয়। বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ টি বাংলা গানের মাঝে তার গাওয়া গান চারটি। এটি যে কোন দেশের যে কোন শিল্পীর জন্য রেকর্ড। তার সেই চারটি গান হল এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে, একতারা তুই দেশের কথা বলরে‌ এবার বল, জয় বাংলা বাংলার জয়। এছাড়াও তার প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমায় যদি প্রশ্ন করে, যে ছিল দৃষ্টির সীমানায় ,আমার দেশের মাটির গন্ধে’, সাগরের তীর থেকে, খোলা জানালা, পারি না ভুলে যেতে’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘আমি তো আমার গল্প বলেছি’ গানগুলি এখনও লোকের মুখে মুখে শোনা যায়। গানের জগতে তাঁর ৫০ বছরে শাহনাজ রহমতউল্লাহর চারটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথমটি ছিল প্রণব ঘোষের সুরে ‘বারটি বছর পরে’, তারপর প্রকাশিত হয় আলাউদ্দীন আলীর সুরে ‘শুধু কি আমার ভুল’। এ দেশের সংগীতজগতের অন্যতম জনপ্রিয় এই গুণী শিল্পী তার সঙ্গীত জীবনের ৫০ বছর পূর্তিতে গান ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তিনি আর কখনোই গান করবেন না।

Комментарии

Информация по комментариям в разработке