বুড়িগঙ্গা নদীর নৌকা মাঝিদের জীবন গল্প |Life story of Buriganga river boatmen |January 6, 2025

Описание к видео বুড়িগঙ্গা নদীর নৌকা মাঝিদের জীবন গল্প |Life story of Buriganga river boatmen |January 6, 2025

বুড়িগঙ্গার মাঝি: জীবনের বৈঠা হাতে সংগ্রামের নৌকায়

ঢাকার প্রাণ হিসেবে পরিচিত বুড়িগঙ্গা নদী শুধু শহরের পরিচয়ের অংশ নয়, এটি বহু শ্রমজীবী মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস। প্রতিদিন এই নদীতে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন হানিফ মিয়ার মতো হাজারো মাঝি। তাদের প্রতিটি দিনই যেন এক নতুন সংগ্রামের গল্প।

নৌকায় জীবিকা, নৌকায় সংসার

৪০ বছর বয়সী হানিফ মিয়া বুড়িগঙ্গার বুকেই কাটিয়েছেন তার জীবনের বড় অংশ। গত ১৫ বছর ধরে তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালিয়ে যাত্রী পারাপার ও মালামাল পরিবহন করে দিন পার করছেন। তবে এই অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে তার দৈনিক আয় মাত্র দুই থেকে তিনশত টাকা। বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এই সামান্য আয়ে তার পাঁচ সদস্যের পরিবার চালানো বড়ই কষ্টকর।

হানিফ মিয়া বলেন, “সকাল-সন্ধ্যা নদীতে খেটে যা পাই, তাতে এক বেলার খাবার হয়তো জোটে, কিন্তু ঘরে বাচ্চাদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। তবুও এই নদীই আমাদের জীবনের মূল ভরসা।”

বুড়িগঙ্গার স্রোত ও মাঝিদের সংগ্রাম

বুড়িগঙ্গার নৌকাগুলো শুধু যাত্রী পারাপারের মাধ্যম নয়, এটি বহু পরিবারের জীবিকা নির্বাহের প্রধান উপায়। তবে নদীর পানির মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। দূষণ ও নদী দখলের কারণে মাঝিদের কাজও কমে যাচ্ছে। অনেকে নৌকা ছেড়ে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছেন।

নদীর দূষণ প্রসঙ্গে হানিফ মিয়া বলেন, “আগে নদীর পানি পরিষ্কার ছিল, যাত্রী আর মালামালও বেশি ছিল। এখন দূষণের কারণে অনেক মানুষ নদী দিয়ে চলাচল কমিয়ে দিয়েছে।”

সরকারি সাহায্যের প্রত্যাশা

হানিফ মিয়ার মতো মাঝিদের জন্য সরকারি কোনো সুরক্ষা ব্যবস্থা নেই বললেই চলে। তারা আশা করেন, সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে। নদীর দূষণ রোধ, মাঝিদের জন্য সহজ ঋণপ্রাপ্তি, এবং তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করবে।

বুড়িগঙ্গার মাঝিদের গল্প শুধু তাদের ব্যক্তিগত সংগ্রামের নয়, এটি ঢাকার নদীকেন্দ্রিক অর্থনীতি ও পরিবেশের অবস্থা তুলে ধরে। সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে এই নদী ও এর উপর নির্ভরশীল মানুষদের জীবনমান উন্নত করা সম্ভব।
#বুড়িগঙ্গা নদী
#নৌকার মাঝি
#ঢাকা বুড়িগঙ্গা
#বুড়িগঙ্গা নদীর পানি

Комментарии

Информация по комментариям в разработке