গ্ল্যাডিয়েটরদের রক্তে রঞ্জিত কলোসিয়াম | আদ্যোপান্ত | Colosseum | Rome's Arena of Death

Описание к видео গ্ল্যাডিয়েটরদের রক্তে রঞ্জিত কলোসিয়াম | আদ্যোপান্ত | Colosseum | Rome's Arena of Death

বর্তমানে ইতালি নামে পরিচিত ভূমধ্যসাগরীয় উপদ্বীপ এলাকায় এখন থেকে প্রায় তিন হাজার বছর আগে রোম নামক একটি জনপদের ভিত্তি স্থাপন করা হয়েছিল। কালের পরিক্রমায় এই জনপদটি প্রথমে একটি রাজ্য, তারপর প্রজাতন্ত্র এবং সবশেষে একটি সাম্রাজ্য হিসেবে ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। খৃষ্টাব্দ প্রথম শতকে এই রোমান সাম্রাজ্য উত্তর পশ্চিম দিকে বৃটেন থেকে শুরু করে দক্ষিণ পুবে বর্তমান মিশর এবং সিরিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই সময় এই সাম্রাজ্যের জনসংখ্যা ছিল প্রায় ষাট কোটির মত। যার মধ্যে আনুমানিক দশ নাগরিক রাজধানী রোম শহরে বসবাস করতেন। পুরো সাম্রাজ্য জুড়ে এই বিপুলসংখ্যক মানুষের মনোরঞ্জনের জন্য রোমান সম্রাটরা অ্যাম্ফিথিয়েটার নামক এক ধরণের স্থাপনা তৈরী করতেন। স্টেডিয়ামসদৃশ এই স্থাপনাগুলোর কেন্দ্রে বিভিন্ন মারণাস্ত্রে সজ্জিত গ্ল্যাডিয়েটরা মরণপন যুদ্ধে অবতীর্ণ হতেন। থাকতো বাঘ, সিংহ এবং গন্ডারের মত প্রাণীদের লড়াই উপভোগের ব্যবস্থাও। এমন প্রায় আড়াইশো অ্যাম্ফিথিয়েটার রোমান সাম্রাজ্যজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই ভিডিওতে আপনাদের কলোসিয়াম নামক অ্যাম্ফিথিয়েটারটি সম্পর্কে বিস্তারিত জানাবো। খোদ রোম শহরে অবস্থিত এই স্থাপনাটিকে রোমানদের নির্মিত স্থাপত্যকর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ আখ্যা দেয়া যেতে পারে। এটি নির্মানে এমন কিছু প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছিল যা এখনো আমরা বহুতল ভবন নির্মানে ব্যবহার করে থাকি।

আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন গ্ল্যাডিয়েটরদের রক্তে রঞ্জিত কলোসিয়াম সম্পর্কে।

📌 সাবস্ক্রাইব করুন :    / adyopanto  
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке