ঐতিহ্যবাহী কাইকারটেক একদিন সোনারগাঁ নারায়ণগঞ্জ। Kaikertek Hat Sonargaon Narayanganj.

Описание к видео ঐতিহ্যবাহী কাইকারটেক একদিন সোনারগাঁ নারায়ণগঞ্জ। Kaikertek Hat Sonargaon Narayanganj.

কাইকারটেক হাটঃ

শত বছর ধরে সপ্তাহের প্রতি রবিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক এলাকায় কাইকারটেক হাট (Kaikertek Hat) অনুষ্ঠিত হয়ে আসছে। গ্রাম বাংলার ঐতিহ্য লালনকারী এই হাটটি স্থানীয় মানুষের কাছে রবিবারের হাট নামেও পরিচিত।

কাইকারটেক হাটের পাশ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। শত বছরের প্রাচীন নির্দশন এবং নদীর তীরের প্রাকৃতিক পরিবেশ কাইকারটেকের হাটে আগত ক্রেতা বিক্রেতা ছাড়াও বিভিন্ন ভ্রমণকারীদের সমানভাবে আকর্ষণ করে। নরসিংদী, মুন্সিগঞ্জ এবং কুমিল্লা সহ দূরদূরান্ত হতে আগ্রহী মানুষ ভিড় করে এই কাইকারটেক হাটে।

ঐতিহ্যবাহী কাইকারটেক হাটের নৌকার কেনাবেচার ইতিহাস প্রায় আড়াইশ বছরের পুরনো। বছর জুড়ে হাট বসলেও শুধুমাত্র আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিণ এই চার মাস এখানে নৌকা কেনাবেচা চলে। তখন ভাল মানের নৌকা কিনতে আশপাশ জেলা থেকে শত শত ক্রেতা বিক্রেতার আগমণ ঘটে।

বর্তমানে অন্য সব হাটের মতই এখানে নিত্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিস পাওয়া যায়। নদী, প্রকৃতি, কর্ম চঞ্চল হাটের ব্যস্ততা কিংবা মুখরোচক মিষ্টির স্বাদ নিতে একটি রবিবার কাটিয়ে আসতে পারেন রাজধানী ঢাকার কাছে অবস্থিত এই ঐতিহ্যবাহী হাট থেকে।

যাওয়ার উপায়ঃ

ঢাকার গুলিস্তান থেকে এসি বাস সার্ভিস বোরাক ও নন এসি স্বদেশ কিংবা দোয়েল পরিবহণের বাসে সোনারগাঁও-এর মোগড়াপাড়া চৌরাস্তায় নামলে কাইকারটেক হাট যাওয়ার সিএনজি পাবেন। এছাড়া নারায়ণগঞ্জ জেলা শহরের চাষারা থেকে নবীগঞ্জ ঘাট পার হয়েও কাইকারটেক হাট যাওয়া যায়। আর মুন্সিগঞ্জ হতে নৌরুটে ট্রলার বা বোট ভাড়া করে সরাসরি পৌঁছাতে পারবেন ঐতিহ্যবাহী এই হাটে।

কোথায় থাকবেনঃ

ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী এবং আশে পাশের জেলা হতে দিনে গিয়ে দিনেই ফিরে আসা যায় তাই রাত্রিযাপন নিয়ে মোটেও ভাবতে হবে না। তবুও প্রয়োজনে রাতে থাকতে চাইলে নারায়নগঞ্জ সদরে বিভিন্ন মানের আবাসিক হোটেলে রাত কাটাতে পারবেন।




১/প্রীতি ফুটবল ম্যাচ।
   • অষ্টম শ্রেণী বনাম নবম শ্রেণী প্রীতি ফ...  
২/বারদী বাজার সোনারগাঁও নারায়ণগঞ্জ।    • ঐতিহ্যবাহী বারদীর বাজার, তামা, কাঁসা,...  

৩/সদাসদি ও ভূঁইয়া জমিদার বাড়ি।
   • সদাসদী ও ভূঁইয়া জমিদার বাড়ি গোপালদী...  

৪/বিশনন্দি ফেরিঘাট আড়াইহাজার নারায়ণগঞ্জ।
   • বিশনন্দী ফেরিঘাট আড়াইহাজার,নারায়ণগঞ...  

৫/ইমেইল।
[email protected]

৬/Facebook Link.
https://www.facebook.com/profile.php?...


#ঐতিহ্যবাহী_কাইকারটেক_হাট_সোনারগাঁও_নারায়ণগঞ্জ
#Kaikertek_hat_sonargaon. 

Комментарии

Информация по комментариям в разработке