|আনিসুল ইসলাম হিরু|এক মঞ্চে চারটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা|ভরতনাট্যম|

Описание к видео |আনিসুল ইসলাম হিরু|এক মঞ্চে চারটি শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা|ভরতনাট্যম|

ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার,চট্টগ্রাম ও নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র,ঢাকার আয়োজনে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় "শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা" 'নৃত্যসুধা' (পর্ব-০৪)।

⦿পরিকল্পনা ও ভাবনা:তামান্না রহমান

একই মঞ্চে দেশের চার গুণী নৃত্যশিল্পী তাঁদের শিষ্যাদের নিয়ে মঞ্চ আসেন এই বিশেষ নৃত্যানুষ্ঠানে।

মনিপুরী নৃত্য নিয়ে ছিলেন:তামান্না রহমান ও তাঁর দল,ওড়িশী নৃত্য নিয়ে ছিলেন প্রমা অবন্তী ও ওটিডিএমসির সহকারী শিক্ষিকাগণ (ময়ূখ সরকার,দিয়া দাশ গুপ্তা,মেত্রী চক্রবর্তী,অর্জিতা সেন চৌধুরী,ঈসিকা দাশ,বৈশাখী বড়ুয়া ও শ্রাবণী ধর),কত্থক নৃত্য নিয়ে ছিলেন মুনমুন আহমেদ ও তাঁর দল এবং ভরতনাট্যম নৃত্য নিয়ে ছিলেন আনিসুল ইসলাম হিরুর শিষ্যরা।

পর্ব:২৩

নৃত্য পরিচালনায়: আনিসুল ইসলাম হিরু

ভরতনাট্যম পরিবেশনায় আনিসুল ইসলাম হিরু মহোদয়ের শিষ্যরা


আলোক পরিকল্পনা-ঠান্ডু রায়হান

মঞ্চ পরিকল্পনা-কুন্তল বড়ুয়া

সঙ্গীত প্রক্ষেপনে-আফসানা ইকবাল হিয়া ও সুমেধ বড়ুয়া

উপস্থাপনায়-কঙ্কন দাশ

প্রকাশ:ওটিডিএমসি মিডিয়া।

©️OTDMC Media has the rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except ‍OTDMC.Using of any content of this video is strictly prohibited.

Комментарии

Информация по комментариям в разработке