আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাকে বলে?এটি কীভাবে হলো?(International Mother Language Day)

Описание к видео আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাকে বলে?এটি কীভাবে হলো?(International Mother Language Day)

বাংলাদেশের মানুষের কাছে ২১ ফেব্রুয়ারি এক বেদনার নাম।১৯৫২ সালের এই দিনে পূর্ব পাকিস্তানের বাঙালিরা তাদের মাতৃভাষা বাংলা কে রাষ্ট্র ভাষা করার দাবীতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলো। এদের মধ্যে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত উল্লেখযোগ্য।।তাই এ দিনটি বাংলাদেশের মানুষের কাছে  শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে।


১৯৯৮ সালে কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসেবে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষাদিবস হিসেবে
ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে ।


১৯৯৯ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ’ হিসেবে পালনের প্রস্তাব উত্থাপন করা হয়।

এতে ১৮৮টি দেশ সমর্থন জানালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়  এবং ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্যদেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

আল্লাহ হাফেজ
০১.০৬.২০২২


#mother_language_day #Bhasha_andolon  #1952 #Shohid_Dibos #shohid_miner

#মাতৃভাষা_দিবস #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #২১শে_ফেব্রুয়ারি
#ভাষা_শহীদ #শহীদ_দিবস #১৯৫২

Комментарии

Информация по комментариям в разработке