Report:জুবায়ের ইসলামঃ গণপরিবহনে চাঁদাবাজী নতুন কোন বিষয় নয় তবে সেই চাঁদাবাজী থেকে রেহাই পাচ্ছে না রিক্সা চালকরাও। মানুষের মানবতা কতটা নিম্ন পর্যায়ে গেলে রিক্সা থেকেও মাসোহারা আদায় করা যেতে পারে এমন প্রশ্ন সচেতন মহলের।
রিক্সা থেকে চাঁদা আদায়ের মতো এমন ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে বরিশালে। নগরীর ২৪নং ওয়ার্ডে ব্যাট্যারী চালিত রিক্সার চালকদের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে জামাল হোসেন নামের এক ব্যাক্তির নামে।
অভিযোগ সূত্রে জানা গেছে ২৪নং ওয়ার্ডে ধান গবেষণা সড়কে চলাচল করার জন্য নতুন কোন রিক্সা চালাতে হলে শ্রমিক ইউনিয়নের নামে জামাল গংদের প্রদান করতে হয় এককালীন নির্ধারিত ১৫০০-২০০০ টাকা চাঁদা। এছাড়াও প্রতি মাসে প্রদান করতে হয় ১০০-২৫০টাকা মাসিক মাসোহারা। ভক্সপপ,,,,,,,,
চাদাবাজ জামাল গ্রুপের হাত থেকে মুক্তি পায়নি সাবেক সেনা সদস্য মোঃ আবুল কালাম আজাদ।গত কয়েক মাস আগে তিনি একটি ব্যাটারী চালিত রিক্সা ক্রয় করেন। সড়কে চলাচল ও শ্রমিক ইউনিয়নের সদস্য হওয়ার জন্য তার কাছে টাকা দাবী করে জামাল গ্রুপের সদস্যরা। জামাল বাহিনীর নির্ধারিত ২০০০টাকা চাঁদা দিতে হয়েছে সাবেক এই সেনা সদস্যকে। ভক্সপপ,,,,,,
শুধু চাঁদা আদায় নয় বরং বিভিন্ন সময় জামাল গ্রুপের সদস্যরা নিরীহ রিক্সা চালকদের মিছিল মিটিং সভা সমাবেশসহ ব্যবহার করেন তাদের অন্যন্য কাজে। কোন চালক জামালের কথা না শুনলে তাদের শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে,,,, ভক্সপপ
জামাল গ্রুপের চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝর ওঠে।এদিকে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত জামাল বলেন চাঁদা আদায়ের সাথে আমি নই বরং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মোঃ করিম নামের অন্য এক ব্যক্তি জরিত। ভক্সপপ,,,,
শ্রমিক ইউনিয়নের সদস্য শ্রমিক কল্যানের নামে সকল প্রকার চাঁদাবাজী বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ । পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ ফজলুল করিম ফজলু। সিংক,,,,,,,
ব্রিটিশরা ২০০ বছর এবং পাকিস্তান ২৪ বছর এদেশের নিরীহ শ্রমিকদের বিভিন্ন ভাবে নির্যাতন করে চলে গেছে। কিন্তু রেখে গেছে জামাল ও করিমের মতো তাদের যোগ্য উত্তরসূরী।এদের নিয়ন্ত্রণ করে চাঁদাবাজী বন্ধে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হবে কার্যকর পদক্ষেপ এমনটাই প্রত্যাশা সকল রিক্সা চালকদের। পিটিসি,,,,,,,,,,,
জুবায়ের ইসলাম
বাংলা নিউজ টিউব
বরিশাল।
Enjoy and stay connected with us:
Subscribe to Bangla NewsTube
for more news update!!!
Информация по комментариям в разработке