আমার পথ || কাজী নজরুল ইসলাম || Amar Poth hsc || Kazi Nazrul Islam || HSC Bangla 1st Paper || hsc

Описание к видео আমার পথ || কাজী নজরুল ইসলাম || Amar Poth hsc || Kazi Nazrul Islam || HSC Bangla 1st Paper || hsc

আমার পথ || আমার পথ hsc || Amar poth hsc || Kazi Nazril Islam || HSC Bangla 1st Paper || HSC || hsc

কাজী নজরুল ইসলাম রচিত অসাধারণ একটি প্রবন্ধ 'আমার পথ'। নজরুল এখানে এমন এক আমির প্রত্যাশা করেছেন যার পথ হবে সত্যের পথ। সত্য প্রকাশে তিনি নির্ভীক, অসংকোচ। এই প্রবন্ধ পাঠে নিজেদের আত্মানুসন্ধানের সুযোগ রয়েছে।

লেখক পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দার্থ ও টীকা অবশ্যই পড়তে হবে।

#Amar_poth
#HSC_Bangla
#Amar_poth_hsc
#HSC
#আমার_পথ
#hsc
#kanizfatima



** অনুধাবনমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ:

আমার কর্ণধার আমি।

যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে।

এটা মন্দের ভাল।

মিথ্যা বিনয়ের চেয়ে ভাল।

অভিশাপ রথের সারথী।

কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা।

এই পরাবলম্বনই আমাদের নিস্ক্রিয় করে ফেললে।

একেই বলে সবচেয়ে বড় দাসত্ব।

মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে।

যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে।

আগুনের সম্মার্জনা।

আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত।

ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায়।

মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম।

দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝাণ্ডা ে বাহির হলাম।

Комментарии

Информация по комментариям в разработке