Assalamu Alaikum.
Welcome to my channel
Nipabelal Lifestyle.
Pls watching my new Video & Subscribe my YouTube Channel.
#Bholaganj_Sada_Pathor
#Tour_Guide
#ভোলাগঞ্জ_সাদা_পাথর
Bholaganj Sada Pathor Sylhet ভোলাগঞ্জ সাদা পাথর ভ্রমণ গাইড : #ভোলাগঞ্জ যাওয়ার উপায়, হোটেল, খরচ, ভ্রমণ স্থান, ট্যুর প্ল্যান ও কম খরচের ভ্রমণ টিপস।
সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি অঞ্চল। ভারতের মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে যেমন ধলাই নদের পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস। ভ্রমণ গাইডের এই ভিডিওতে জানবো ভোলাগঞ্জ যাওয়ার উপায়, কোথায় খাবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, খরচের তথ্য এবং ট্যুর প্ল্যান সহ একটি পরিপূর্ণ ভ্রমণ নির্দেশনা।
◼️ ভোলাগঞ্জ ট্যুর প্ল্যান | BHOLAGANJ SADA PATHOR TOUR PLAN
ভোলাগঞ্জ সাদা পাথর জিরো পয়েন্ট - Bholaganj Sada Pathor Zero Point
উৎমাছড়া - Utma Chora
তুরংছড়া - Turong Chora
রাতারগুল জলাবন - Ratargul Swamp Forest
ক্বীন ব্রীজ - Keane Bridge
হযরত শাহজালাল (রঃ) মাজার - Hazrat Shahjalal Mazar
মালনীছড়া চা বাগান - Malnicherra Tea Garden
◼️ সিলেট হোটেল ও রিসোর্ট | SYLHET HOTEL RESORT COST
সিলেট শহরের দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামাবাজার, কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কম খরচে থাকতে চাইলে দরগা গেট এলাকায় ৫০০-১০০০ টাকা মানের অনেক হোটেল পাবেন। ভালো সার্ভিসের হোটেল গুলোর মধ্যে আছে হোটেল হলি গেইট, হলি ইন, লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, নিরভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড ইত্যাদি। এসব হোটেলে থাকতে খরচ হবে ২,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত। লাক্সারী হোটেল ও রিসোর্টের মধ্যে আছে রোজ ভিউ হোটেল, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস সহ আরও কিছু হোটেল। প্রতি রাতের জন্যে খরচ হবে ৮,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত।
◼️ ঢাকা থেকে সিলেট | DHAKA TO SYLHET
ঢাকার ফকিরাপুল, গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়৷গ্রীন লাইন, সৌদিয়া, ইউনিক, এস আলম, শ্যামলি, এনা ও লন্ডন এক্সপ্রেস বাস ঢাকা সিলেট রুটে চলাচল করে। এসি বাসের ভাড়া ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে এবং নন-এসি বাস ভাড়া ৪৭০ থেকে ৬০০ টাকা।
সিলেট লেগুনা ড্রাইভারঃ সাজু - ০১৭৩৮ ৪৭৭০৪০ (ভ্রমণ গাইড রেফারেন্সে পাবেন কম খরচে ঘুরার সুবিধা)
◼️ সিলেট থেকে ভোলাগঞ্জ | SYLHET TO BHOLAGANJ
সিলেটের আম্বরখানা থেকে কিছুটা সামনে মজুমদারী এলাকা থেকে ডাবল ডেকার বিআরটিসি ও সাদা পাথর পরিবহনের টুরিস্ট বাস সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতি ২০ মিনিট পর পর চলাচল করে। জনপ্রতি বাস ভাড়া ৬০-৭০ টাকা। লোকাল সিএনজির জনপ্রতি ভাড়া ১৩০ থেকে ১৫০ টাকা। আর সিএনজি রিজার্ভ নিলে যাওয়া ও আসা সহ সারাদিনের জন্যে ভাড়া লাগবে ১২০০ থেকে ১৪০০ টাকা। সারাদিনের জন্য লেগুনা রিজার্ভ নিলে ভাড়া লাগবে ২০০০-২৫০০ টাকা এবং মাইক্রো বা প্রাইভেট কার রিজার্ভ নিতে খরচ হবে ২৫০০-৩৫০০ টাকা।
◼️ ভোলাগঞ্জ বাজেট ট্যুর ও পরামর্শ | BHOLAGANJ BUDGET TOUR TIPS
যদি ৪-৫ জন বা ৮-১০ জন মিলে গ্রুপ করে বেড়াতে যান গাড়ি ভাড়ার ক্ষেত্রে সুবিধা হবে। শুধু ভোলাগঞ্জ ঘুরার উদ্দেশ্য থাকলে রিজার্ভ গাড়ি নেওয়ার বদলে ভোলাগঞ্জে বাসে যাতায়াত করুন। হোটেলে থাকার ক্ষেত্রে দরদাম করে মোটামুটি মানের হোটেলে শেয়ার করে থাকুন। খাওয়া দাওয়া সবাই মিলে শেয়ার করে করুন। নন এসি বাস অথবা ট্রেনের শোভন চেয়ারে গেলে যাতায়াত খরচ কমে যাবে। আর ছুটির দিন বা পিক সিজন ছাড়া গেলে অনেক কিছুতেই ছাড় পাওয়া যায়। নূন্যতম খরচের হিসেব করলে ঢাকা থেকে ১ দিনের প্ল্যানে ৪-৫ জন মিলে ভ্রমণে গেলে জনপ্রতি ১৫০০-২০০০ টাকাতেই ভোলাগঞ্জ ঘুরে দেখতে পারবেন।
❤️ Thanks for Watching ❤️
Информация по комментариям в разработке