Iliad Summary (বাংলা)

Описание к видео Iliad Summary (বাংলা)

ইলিয়াড - গ্রীক দেবতা ও বীরদের যুদ্ধ সম্পর্কিত তিন হাজার বছর পুরোনো একটি মহাকাব্য। যা সংঘটিত হয়েছিল ট্রয় নগরীতে।  কাব্য টির মূলে রয়েছে, এক দুর্দান্ত যোদ্ধার গল্প। যিনি ছিলেন একজন ভয়ঙ্কর রাগী ডেমি-গড অ্যাকিলিস। তিনি ছিলেন সমুদ্র দেবী থেটিস ও পেলিয়াস নামক এক মানবের পুত্র।

সেটিং - ট্রোজান ও গ্রীকদের মাঝে প্রায় দশ বছর ধরে একটি যুদ্ধ পরিচালিত হয়ে আসছে। যুদ্ধের কারণ ছিল স্পার্টার হেলেন কে ট্রোজান প্রিন্স প্যারিস চুরি করে নিয়ে গিয়েছিলেন।

পুরো যুদ্ধটাই পরিচালিত হয় গ্রীক দেবতাদের নিয়ন্ত্রণে। যাদের প্রায় অনেকেই এই দুই পক্ষের কোন না কোন পক্ষ অবশ্যই অবলম্বন করছিলেন।

যুদ্ধের একপর্যায়ে রাজা আগামেমনন এবং তার গ্রীক সেনাবাহিনী ট্রয় নগরী অবরোধ করে কিছু নারীদেরকে তুলে আনে। তাদের মধ্যে একজন নারী ব্রিসিইস, যিনি অ্যাকিলিসের ভাগে পরেছিল। কিন্তু পরবর্তীতে রাজা আগামেমনন তাকে অ্যাকিলিসের কাছ থেকে ফিরিয়ে নেয়। এতে অ্যাকিলিস ক্ষুব্ধ হয়ে যুদ্ধ ক্ষেত্র ছেড়ে চলে যান।

ছেলের সম্মান রক্ষার্থে অ্যাকিলিসের মা থেটিস, দেবতা জিউসকে অনুরোধ করেছিলেন যে, গ্রীক বাহিনী যেন তার ছেলে একিলিসের অংশগ্রহণ ছাড়া যুদ্ধে যথাযথ সুবিধা করতে না পারে।

প্রেমিক যোদ্ধা প্যারিস  হেলেনের স্বামীর সাথে সম্মুখ যুদ্ধে হেরে গেলেন।  এবার যুদ্ধে নামছেন, ট্রোজান চ্যাম্পিয়ন হেক্টর। সে তাঁর স্ত্রী এবং সন্তানের কাছ থেকে একটি আবেগ মিশ্রিত বিদায় সম্পন্ন করলেন।

দেবদেবীদের উত্সাহে যুদ্ধ পুনরায় শুরু হলো। এবার ট্রোজানরা প্রায় জিতেই যাচ্ছিল। এদিকে অ্যাকিলিস এখনও লড়াই করতে রাজি নয়। তবে গ্রীকরা জানে যে তাদের শত্রুরা একিলিসকে ভয় করে।  তাই একিলিসের খুব কাছের বন্ধু প্যাট্রোক্লাস ট্রোজানদের বোকা বানানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তিনি অ্যাকিলিসের যুদ্ধ পোশাক পরে যুদ্ধ ক্ষেত্রে চলে যায়। কিন্তু তিনি যুদ্ধের এক পর্যায়ে ট্রোজান চ্যাম্পিয়ন হেক্টরের হাতে নিহত হন। এই সংবাদ শুনে অ্যাকিলিস ক্ষুব্ধ হয়ে নিজ বন্ধুর হত্যার প্রতিশোধ গ্রহণের প্রতিশ্রুতি নেন।

এভাবে তিনি আবার যুদ্ধে প্রবেশ করলেন এবং এক পর্যায়ে হেক্টরকে হত্যা করলেন। ক্ষুব্ধ অ্যাকিলিস হেক্টরের মৃতদেহ কে পর্যন্ত অসম্মান না করে ছাড়েন নি। যার কারণে দেবতা জিউস খুব রেগে যান। এবং হেক্টরের বাবা প্রায়ামকে তার ছেলের মৃত দেহ উদ্ধার করতে সাহায্য করেন। হেক্টরের বাবা প্রিম অ্যাকিলিসের কাছে হেক্টরের মৃতদেহ ভিক্ষা করেন। প্রায়াম  অ্যাকিলিসকে তার নিজের বাবার কথা স্মরণ করিয়ে দেন। যুদ্ধের অনিশ্চয়তার জন্য শোক করে তারা দুজনেই কাঁদেন। তারপর এই গল্পটি হেক্টরের অন্ত্যেষ্টিক্রিয়া এবং ট্রয়ের শোকের মধ্য দিয়ে শেষ হয়।

Комментарии

Информация по комментариям в разработке