ফ্যান্টাসি কিংডম কে বিনোদন পিপাসুদের বিনোদনের স্বর্গরাজ্য বললে মোটেও ভুল হবে না। ফ্যান্টাসি কিংডম এ রয়েছে চমৎকার ল্যান্ড স্কেপিং, জায়ান্ট ফেরিস হুইল, জুজু ট্রেন, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, ম্যাজিক কার্পেট, সান্তা মারিয়া, জায়ান্ট স্প্যানিশ, জিপ অ্যারাউন্ড, পনি অ্যাডভেঞ্চার ও ইজি ডিজিসহ আরো অনেক কিছু যা সহজে আপনার মন কেড়ে নিতে সক্ষম। চলুন তাহলে ঘুরে আসি ফ্যান্টাসি কিংডম নামক বিনোদন স্বর্গরাজ্য থেকে।
Open all year round, Water Kingdom is a water theme park where you can get wet and wild with your family and friends. Located behind Fantasy Kingdom it has thrilling waterslides for older kids, splash pools for the very young, restaurants, DJ shows, dance zones, changing areas, and everything else you may need for some splashing fun!
Water Kingdom has exhilarating water attractions and fun filled activities for children and adults of all ages.
It also has its very own theme hotel - The Resort Atlantis.
Transportation
There are currently many bus routes available to help you reach Fantasy Kingdom. You can take the bus from different points of Dhaka namely Motijheel, Press Club, Shahbagh, Banglamotor, Farmgate, Shukrabad, Asadgate, Shyamoli, Kalyanpur, Technical or Kakrail, Maghbazar, Nabisco, Mahakhali, Kakoli, Airport, Uttara, Abdullapur etc.
ঢাকার আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডম অবস্থিত। ঢাকার কাছে এই ফ্যান্টাসি কিংন্ডমে যাওয়া আসার জন্য রয়েছে-মঞ্জিল পরিবহণ ওফ্যান্টাসির নিজস্ব বাস। এখানে রয়েছে হেরিটেজ পার্ক। রাইডগুলোতে চড়তে ১০ থেকে ৬০ টাকা পর্যন্ত লাগে। কনকর্ড এন্টারনেটইনমেন্ট কো.লি.-এর এক অনবদ্য সৃষ্টি ফ্যান্টাসি কিংডম।
বিশ্বমানের আদলে গড়া উত্তেজনার সব রাইডস নিয়ে এই পার্ক তৈরী করা হয়েছে। বিনোদন পিপাসু যে কোনো বয়সের দর্শকদের জন্য এই পার্কটি অত্যন্ত আনন্দের। এখানে রযেছে দুই ধরনের প্যাডেল বোটসহ মজার সব রাইড। এই পার্কে সবচেয়ে উত্তেজনাকর ও জনপ্রিয় রাইড হল: রোলার কোস্টার। এছাড়া ও রয়েছে জায়ান্ট ফ্লু, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট, ওয়ার্লিবার্ড, হ্যাপি ক্যাঙ্গারু, বাম্পার কার, বাম্পার বোট, জিপ অ্যারাউন্ড, পানি এ্যাডভেঞ্চার, ইজি ডিজি, জুজু ট্রেন ইত্যাদি।
খাওয়ার জন্য রয়েছে তিন তারকা মানের আশু ক্যাসেল রেস্টুরেন্ট ও ওয়াটার টাওয়ার ক্যাফে। এছাড়া আরও ছোট ছোট ফুডকোর্ড তো আছেই। গিফট ও কেনাকাটার সুব্যবস্থাও রয়েছে এখানে। বছরের বিশেষ দিন ছাড়াও বিভিন্ন সময়ে দর্শকদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় কনসার্ট ও বিশেষ অনুষ্ঠানের। এখানে গাড়ি পার্কিং সুবিধাসহ রয়েছে সুসজ্জিত বিশেষ নিরাপত্তা বাহিনী।
দর্শনার্থীদের সুবিধার্থে পার্ক কর্তৃপক্ষ সাপ্তহিক ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত পার্ক খোলা রাখার ব্যবস্থা রয়েছে।
এছাড়াও বনভোজন করার জন্য রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। ফ্যান্টাসি কিংডমে যাওয়ার আগে ৭৭০১৯৪৪-৪৯ এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
আশুলিয়ার জামগড়ায় গড়ে উঠেছে বিশ্বের আধুনিক সব রাইড নিয়ে বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম। রোলার কোস্টার, শান্তা মারিয়া, ম্যাজিক কার্পেটসহ আনন্দদায়ক ও রোমাঞ্চকর বেশকিছু রাইড আছে এখানে। তবে এখানে সর্বশেষ সংযোজন জলের রাজ্যে বেড়ানোর মজাদার আর রোমাঞ্চকরসব রাইডসমেত ওয়াটার কিংডম। মজার মজার ১১টি রাইড ছাড়াও রয়েছে বেড়ানোর অনেক জায়গা। কৃত্রিম সমুদ্র সৈকত ওয়েবপুল, বিশাল উঁচু জায়গা থেকে আঁকাবাঁকা পথ পেরিয়ে জল ভর্তি পুলে পড়ার জন্য স্লাইড ওয়ার্ল্ড, টিউব স্লাইড, পরিবারের সবাই মিলে আনন্দ করা যাবে ফ্যামিলি পুলে।
এ ছাড়া লেজি রিভার, ওয়াটার ফল, ডুম স্লাইড, লস্ট কিংডম, প্লে জোন, ড্যান্সিং জোনের মতো মজারসব রাইডও আছে এখানে। ওয়াটার কিংডম প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বছরের সব দিনই খোলা থাকে। এখানে যেতে হলে অবশ্যই ভিজতে হবে। তাই সাথে নিয়ে যেতে হবে বাড়তি পোশাক আর তোয়ালে। তবে এসব পোশাক ভাড়ায়ও পাওয়া যাবে এখানে। ফ্যান্টাসি কিংডমের পাশেই হেরিটেজ পার্কে আছে ঐতিহ্যের পরিপূর্ণ ভাণ্ডার। বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনাগুলোর অনেকগুলোই চোখে পড়বে এখানে। এগুলো মূল স্থাপনার অবিকল আদলেই তৈরি করা হয়েছে হেরিটেজ পার্কে।
Информация по комментариям в разработке