উত্তর-পূর্ব ভরতের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর।About Siliguri City।।

Описание к видео উত্তর-পূর্ব ভরতের প্রবেশদ্বার শিলিগুড়ি শহর।About Siliguri City।।

শিলিগুড়ি হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং ও জলপাইগুড়ি উভয় জেলার অংশবিশেষ নিয়ে গড়ে ওঠা একটি মহানগর। এই শহরটি "উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার" হিসেবেও পরিচিত। শিলিগুড়ির খ্যাতি প্রধানত চা, কাষ্ঠ ও পর্যটন শিল্পের জন্য। পূর্ব হিমালয়ের পাদদেশে মহানন্দা নদীর তীরে অবস্থিত এই শহরটি কলকাতা ও আসানসোলের পরেই তৃতীয় বৃহত্তম মহানগর অঞ্চল। শিলিগুড়ি তার যমজ শহর জলপাইগুড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। দুই শহরের সংযুক্তির ফলে তা উত্তরবঙ্গের বৃহত্তম মহানগর অঞ্চলে পরিণত হয়েছে।পশ্চিমবঙ্গে শিলিগুড়ি শহরটির একটি বিশেষ কৌশলগত গুরুত্ব রয়েছে। শহরটি সুবিধাজনকভাবে চীন, নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমানাগুলিকে সংযুক্ত করেছে। সেই সঙ্গে এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তরপূর্বাঞ্চলটিকে যুক্ত করেছে। পশ্চিমবঙ্গের অন্যান্য সকল জেলার সঙ্গেও শিলিগুড়ি রেল ও সড়কপথে যুক্ত। অতীতে একটি গ্রাম থেকে বর্তমানে এই শহরটি রাজ্যের একটি বাণিজ্য ও পরিবহণ কেন্দ্র হয়ে উঠেছে।আজকের ভিডিওতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি।ভিডিওটি ভালো লাগলে অবশ্যই Like,Share, Comment করে যাবেন। আবার দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।।।

#siliguri #city #gatewayofindia

Комментарии

Информация по комментариям в разработке