একটি ট্রেড লাইসেন্সের একটি ব্যবসার ধরন দিয়ে কত ধরনের ব্যবসা করা যাবে? ||

Описание к видео একটি ট্রেড লাইসেন্সের একটি ব্যবসার ধরন দিয়ে কত ধরনের ব্যবসা করা যাবে? ||

ট্রেড লাইসেন্স করার সময় ব্যবসার ধরন উল্লেখ করতে হয় । একমালিকানা ব্যবসা এবং যৌথ ব্যবসার ক্ষেক্রে ট্রেড লাইসেন্স এর ফি ব্যবসার ধরন এর উপর নির্ভর করে আবার প্রাইভেট লিমিটেড ব্যবসার ক্ষেত্রে আপনি চাইলে একাধিক ব্যবসার ধরনে লিখতে পারবেন কারন, প্রাইভেট লিমিটেড কোম্পানীর ট্রেড লাইসেন্সের ফি নেয়া হয় পরিশোধিত মুলধনের উপর । তাই অনেক ব্যবসায়ী আসলে বুঝতে পারেন না যে, একটি ট্রেড লাইসেন্সের একটি ব্যবসার ধরন দিয়ে কত ধরনের ব্যবসা করা যায় । সঠিক নিয়ম মেনে যথাযথ কর্তপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্স করা অত্যান্ত জরুরি অন্যথায় আপনার ব্যবসাটি সমস্যার সম্মুখিন হতে পারে ।
ট্রেড লাইসেন হলে একটি ব্যবসার প্রধান ডকুমেন্ট । এই ডকুমেন্ট এর উপর ভিত্তি করে ব্যবসার অন্যান্য ডকুমেন্ট তৈরী করা হয় । যদি কোন কারনে ট্রেড লাইসেন্সটি সঠিক ভাবে, সঠিক অফিস থেকে করা না হয় তাহলে পরবর্তীতে সকল ডকুমেন্টেই সমস্যা হবে । তাই ট্রেড লাইসেন্স করার সময় সঠিক অফিস থেকে ট্রেড লাইসেন্স করতে হবে ।

Комментарии

Информация по комментариям в разработке