সাতবিলের মাঠ (Mystery) - Midnight Horror Station | Sayak Aman | Suspense Story | Sci-Fi Romance

Описание к видео সাতবিলের মাঠ (Mystery) - Midnight Horror Station | Sayak Aman | Suspense Story | Sci-Fi Romance

রহস্য, অলৌকিক, সাস্পেন্স!!
গল্পের নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।।

------------------------------------------------------

মাঝরাতে পাড়ার মাঠে গাঁজা খেতে এসে হরেন দেখে মাঠের উপরে একটা মানুষ ইতিমধ্যে এসে বসে আছে। লোকটা কিছু একটা খোঁড়াখুঁড়ি করছে বলে মনে হয় তার। খানিক এগোতেই মানুষটাকে চিনতে পারে হরেন। নির্মাল্য। ছোট থেকেই এই মাঠটাকে ভারি ভালবাসত নির্মাল্য। কিন্তু এত বছর পরে মাঠে এসে কী করছে সে? সায়ক আমানের গল্প অবলম্বনে - সাতবিলের মাঠ।

কাহিনী - সায়ক আমান
পাঠে - সায়ক আমান ও উপাসনা বন্দ্যোপাধ্যায়
---------------------

Title Design and Video Effects by - Sayak Aman


-----------------------------------------------------------
**দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা**

আপনারা সকলেই কমবেশি দেবযানী ঘোষ নামটির সঙ্গে পরিচিত। মিডনাইট হরর স্টেশন ইউটিউব চ্যানেলের অন্যতম প্রতিষ্ঠাতা ও স্তম্ভ ছিলেন তিনি। গতবছর ১৬ ই মে তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর অকাল প্রয়ান ঘটে। মিডনাইট হরর স্টেশনে কান রাখলেই আমাদের কানে এখনো বাজে সেই সুমধুর কণ্ঠ।
তাঁর মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির উদ্দেশ্য সায়ক আমানের উদ্যোগে, মিডনাইট হরর স্টেশন, থ্রিলারল্যান্ড এবং বিভা পাবলিকেশনের মিলিত প্রয়াসে আমরা আনতে চলেছি এক গল্প প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় নির্বাচিত সেরা কিছু গল্প নিয়ে বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত হতে চলেছে একটি গল্প সংগ্রহ। সেই সঙ্গে নির্বাচিত প্রথম পাঁচটি গল্প পাঠ করে শোনান হবে মিডনাইট হরর স্টেশন ও থ্রিলারল্যান্ডের ইউটিউব চ্যানেলে। অতয়েব নতুন লেখকদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ। প্রথম পাঁচজনের জন্য দেবযানী ঘোষের পরিবারের পক্ষ থেকে থাকছে তার ছবিসম্বলিত একটি স্মারক। এছাড়াও থাকছে নিম্নলিখিত পুরস্কার।

প্রথম পুরস্কার : 1500 টাকার গিফট ভাউচার।
দ্বিতীয় পুরস্কার : 1200 টাকার গিফট ভাউচার।
তৃতীয় পুরস্কার: 1000 টাকার গিফট ভাউচার।
চতুর্থ পুরস্কার : 750 টাকার গিফট ভাউচার।
পঞ্চম পুরস্কার : 500 টাকার গিফট ভাউচার।

গল্প পাঠানোর নিয়মাবলী:

১) সময়সীমা ; ২সরা জুন থেকে ২০ জুলাই অবধি আপনারা গল্প পাঠাতে পারেন এই প্রতিযোগিতায় । গল্প পাঠানোর ঠিকানা - [email protected]
এই ই-মেল এড্রেস ছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রহণযোগ্য নয়।

২) গল্পের বিষয় ; গল্পটি বাধ্যতামুলকভাবে রহস্য, ভৌতিক, সাই-ফাই, ডার্ক ফ্যান্টাসি, ইত্যাদি জঁরের অন্তর্গত হতে হবে।

৩) সম্পূর্ণভাবে মৌলিক ও অপ্রকাশিত লেখা দিতে হবে। অনুবাদ, কিংবা ‘ছায়া অবলম্বনে’ লেখা গল্প গ্রহণযোগ্য নয়।

৪) একজন লেখক একটি লেখাই দিতে পারবেন।

৫) প্রতিযোগিতা চলাকালীন লেখাটি অন্য গ্রুপ, পেজ, নিজের টাইমলাইন, কোন রকম সোশ্যাল কিংবা প্রিন্ট মিডিয়াতে দেওয়া যাবে না।

৬) গল্প প্রাপ্তমনস্ক হওয়া বাঞ্ছনীয়। তবে গল্পের মধ্যে কোন রাজনৈতিক বা ধর্মীয় প্রসঙ্গ কিংবা অনর্থক অশ্লীলতা এসে পড়লে গল্পটি পত্রপাঠ বাতিল করা হবে।

৭) গল্পের শব্দ সংখ্যা অনধিক পাঁচ হাজার (৫০০০) হতে হবে। অনুগল্প, পরমানু গল্প, ফ্ল্যাশ ফিকশন কাম্য নয়।

৮) গল্পের শেষে লেখকের নিজের নাম, ঠিকানা, ও ফোন নম্বর থাকা আবশ্যক। অন্যথায় গল্পটি বাতিল করতে বাধ্য হব আমরা।

৯) গল্পের কেবলমাত্র ডক (.doc কিংবা .docx) ফাইল পাঠাতে হবে। এছাড়া অন্য কোনোভাবে পাঠানো গল্প গ্রাহ্য হবে না। ই-মেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে - দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা।

১০) বিজয়ীদের নাম ঘোষিত হবে ২০২০ অগাস্ট মাসের প্রথম সপ্তাহে। এক্ষেত্রে বিচারক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গন্য হবে।

১১) কোন প্রবেশমুল্য নেই। নতুন লেখকদের আত্মপ্রকাশ মঞ্চ হয়ে উঠতে পারাই আমাদের সার্থকতা।

১২) বিজয়ীদের নাম সমস্ত সোশাল প্লাটফর্মে ঘোষণা করা হবে। এছাড়াও তাদের টেলিফোন মারফত জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত গল্পগুলির কপিরাইট সংক্রান্ত নথিপত্র বিজয়ীদের নাম ঘোষণার পর আমরা সংগ্রহ করে নেব।

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন ধরণের অসুবিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন - 7908408855 এবং 8609362439 নম্বরে

Комментарии

Информация по комментариям в разработке