শাখারী বাজার নাগ ভান্ডার থেকে মাথানষ্ট দামে কিনুন, তামার পানির ফিল্টার,জগ,ওয়াটার বোতল, মগ ও গ্লাস

Описание к видео শাখারী বাজার নাগ ভান্ডার থেকে মাথানষ্ট দামে কিনুন, তামার পানির ফিল্টার,জগ,ওয়াটার বোতল, মগ ও গ্লাস

"তামা, কাসা, পিতলের থালা বাসন"

আসসালামু আলাইকুম।।

আমাদের পূর্ব পুরুষেরা রাজকীয়তার প্রতীক হিসেবে যুগ যুগ ধরে ব্যবহার করে এসেছে তামা কাসা ও পিতলের তৈরি আসবাবপত্র ও বাসনপত্র।আজ যুগের পালা বদলে এই শিল্প প্রায় বিলুপ্ত। আজ আমারা শিক্ষা দিক্ষায় দুনিয়া জয় করে অনেক এই শিপ্লের করদ ভুলে গিয়েছি।ভুলে গিয়েছি শুধু রাজকীয়তার প্রতীক হিসেবে নয়, বরং সুস্বাস্থ্যের জন্যেও আমাদের পূর্ব পুরুষেরা এই তামা,কাসা ও পিতলের তৈরি জিনিস ব্যবহার করতে।

তামা,কাসা, পিতল এমন ধাতু যা দিয়ে তৈরি জিনিসে খবার গ্রহণ করলে, "" ক্যান্সার, আলসার,শ্বেতরোগ,ব্রন,চামরায় ভাজ,ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,থাইরয়েড সহ নানাবিধ রোগ থেকে নিজেকে দূরে রাখা যায়।

তাই আসুন টাকা দিয়ে, প্লাস্টিক,ম্যালামাইন,ননস্টিক ইত্যাদি পন্য কিনে ধীরে ধীরে নিজের শরীরে বিষ না ঢুকিয়ে, আস্তে আস্তে নিজের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে এমন কিছু কিনি,যেটা শরীর সুস্থ রাখবে আর যেটা যুগ যুগ ধরে চলবে।জীবনে একবার কিনে নিলে আপনার পরবর্তী প্রজন্ম ও সেগুলো ব্যবহার করতে পারবে।

আসুন আমরা বিলাসিতা বা সৌখিনতার জন্য নয়, বরং সুস্থ সুন্দর জীবন যাপনের মাধ্যম হিসেবে তামা,কাসা ও পিতলের পন্যের ব্যবহার বাড়াই।

সবাই ভালো থাকবেন, নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থতা দানে সহায়ক ভূমিকা পালন করবেন।

দোকান পরিচিত :
আদি নাগ ভান্ডার
৫৫,শাঁখারী বাজার, ঢাকা-১১০০.
প্রোঃপ্রদীপ কুমার নাগ
মোবাইল নম্বর : 01819503763
পল্লব ভাইয়া:01989829601


আমার ও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।।

#তামা,কাসা,পিতল#mrshomemakerbd

Комментарии

Информация по комментариям в разработке