IPE Department Review || NITER || Higher Study,Career,Job,Scholarship

Описание к видео IPE Department Review || NITER || Higher Study,Career,Job,Scholarship

ইন্ডাস্ট্রিয়াল এ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বা শিল্প ও উৎপাদন প্রকৌশল এমন একটি প্রকৌশল শাখা, যা পণ্য, সেবা ও কাজের মানোন্নয়ন, পণ্য উৎপাদন, উৎপাদন খরচ কমানো, পরিকল্পনা প্রণয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা, যন্ত্রপাতি ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ নিয়ে কাজ করে।

এখানে প্রকৌশল ও প্রযুক্তিগত প্রাথমিক বিষয়ের পাশাপাশি যন্ত্রকৌশল ও বিবিএ’র অনেক বিষয়, ভৌতবিজ্ঞানের মূল বিষয়, সাধারণ হিসাববিজ্ঞান, সমাজবিজ্ঞান, উপস্থাপনার কৌশল, সৃজনশীলতা ও কর্মক্ষেত্র ব্যবস্থাপনা নিয়ে শেখানো হয়। এতে করে একজন শিল্প প্রকৌশলী কর্মক্ষেত্রের ব্যবহারিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাস্তব পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এককথায় আইপিই হল ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টের সমন্বয়। অনেকে বলে থাকেন শিল্পও উৎপাদন প্রকৌশল যতটা না প্রকৌশল তার চেয়ে বেশি ব্যবস্থাপনা। কথাটা অনেকাংশে সত্যি কারণ শিল্পও উৎপাদন প্রকৌশলীকে প্রযুক্তির পাশাপাশি ব্যবসার পরিকল্পনা, ভোক্তার চাহিদা ও সন্তুষ্টি, বিপণন প্রক্রিয়া বিবেচনায় নিতে হয় আর একাডেমিক কারিকুলামও সেভাবে সাজানো। অন্যদিকে একটি পণ্য উৎপাদন প্রক্রিয়ার উন্নতির কোনো সীমা নেই। সময় ও টেকনোলজি পরিবর্তনের সাথে সাথে উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তন করতে হয় কারণ প্রতিটি ইন্ডাস্ট্রির চেষ্টা থাকে পরিবর্তিত পণ্য সবার আগে বাজারজাত করা। এই উদ্যোগ থেকেই ইন্ডাস্ট্রিতে ইনোভেশন হয় যার নেতৃত্বে থাকে শিল্প প্রকৌশলী।

Комментарии

Информация по комментариям в разработке