Gaibandha District in Bangladesh Bangla Documentary

Описание к видео Gaibandha District in Bangladesh Bangla Documentary

Gaibandha District in Bangladesh Bangla Documentary
#ইতিহাস #Gaibandha #bangladesh
--------------------------------------------------

আমাদের আজকের আয়োজন গাইবান্ধা জেলা।এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগ এর একটি প্রশাসনিক অঞ্চল। গাইবান্ধা জেলার উত্তরে কুড়িগ্রাম ও রংপুর জেলা, দক্ষিণে বগুড়া ও জয়পুরহাট জেলা, পূর্বে জামালপুর জেলা, তিস্তা ও যমুনা নদী এবং পশ্চিমে রংপুর, দিনাজপুর ও জয়পুরহাট জেলা অবস্থিত।
ইতিহাস: কথিত আছে আজ থেকে প্রায় ৫২০০ বছর আগে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট রাজার রাজধানী ছিল। বিরাট রাজার প্রায় ৬০ (ষাট) হাজার গাভী ছিল। সেই গাভী বাধার স্থান হিসাবে গাইবান্ধা নামটি এসেছে বলে কিংবদন্তী রয়েছে। ১৯৮৪ ইং সালের ১৫ অগাস্ট গাইবান্ধা জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়।
বর্তমান গাইবান্ধা জেলার দাড়িয়াপুরে অবস্থিত এ প্রাচীনতম মসজিদ। মসজিদ গাত্রের শিলা লিপি থেকে পাওয়া তথ্য মতে ১৩০৮ইং সালে সৈয়দ ওয়াজেদ আলী নামক এক ধর্মীয় ব্যক্তিত্ব এ মসজিদ আবিষ্কার করে সংস্কার করেন। পরবর্তীতে শাহ্ সুলতান নামক এক ধর্মযোদ্ধার নাম এর সাথে জড়িয়ে যায় । তাঁর নামেই এ মসজিদ পরিচিতি পায়। এছাড়াও এই মসজিদের পাশেই শাহ্ সুলতান গাজীর মাজার অবস্থিত। গোবিন্দগঞ্জ উপজেলায় পুরাতন মসজিদ গুলোর মধ্যে প্রাচীন মাস্তা মসজিদ স্থাপত্যের অপর একটি নিদর্শন ।কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের প্রাচীন লাল মসজিদটিই 'মাস্তা মসজিদ' নামে পরিচিত । মসজিদ এলাকার জনশ্রুতি মতে এককালে এ এলাকায় বাদশা ফকির নামে একজন প্রভাবশালী ও ধর্মপরায়ন ব্যক্তির বাস ছিল । তিনি এ মসজিদটি প্রতিষ্ঠা করেন । নলডাঙ্গার জমিদার বাড়ী. উপমহাদেশখ্যাত নাট্যকার -শিল্পী, চলচ্চিত্র অভিনেতা তুলসী লাহিড়ীর স্মৃতি বিজড়িত নলডাঙ্গার জমিদার বাড়ী গাইবান্ধা জেলার অতীত ইতিহাসের এক সুর্বণ স্বাক্ষর। নলডাঙ্গা এলাকা ছাড়াও লালমনিরহাটের হাতীবান্ধা, ডাউয়াবাড়ী, বগুডার শেরপুর ও পশ্চিম দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে এদের জমিদারী বিস্তৃত ছিল।জামালপুর শাহী মসজিদ বাংলাদেশের গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার একটি মসজিদ।গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার অন্তর্গত বড় জামালপুর গ্রামে অবস্থিত। উপজেলা সদর হতে ৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মসজিদটি ।লোকমুখে শোনা যায় ৯৩০ সালে পারস্য থেকে ধর্ম প্রচারের উদ্দেশ্যে আসা হযরত শাহজামাল (র:) এর হাতেই নির্মিত হয় এই ঐতিহাসিক মসজিদ।[২] তার নামানুসারে জামালপুরের ও নামকরণ করা হয়।
গাইবান্ধা জেলার অধিবাসীদের মুল ভাষা বাংলা। শিক্ষিতজনের মধ্যে ইংরেজীর প্রচলন আছে। স্বল্প সংখ্যাক অবাঙ্গালী অধিবাসী উর্দু ভাষা ব্যবহার করে থাকে। আর সাওতালরা ব্যবহার করে তাদের নিজস্ব সাওতালী ভাষা। গাইবান্ধা জেলার ব্যবহৃত বাংলা ভাষার সহজবোধ, অর্থবহ, সহজ উচ্চারণযোগ্য, সাবলিল এবং শ্রুতিমধুর। ভাওয়াইয়া গান , বিয়ের গীত এই জেলার সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
গাইবান্ধার প্রসিদ্ধ খাবারের মধ্যে রয়েছে রস মুঞ্জরি যা দেশে ও বিদেশে দারুন সুনাম অর্জন করেছে ।
গাইবান্ধা জেলায় যোগাযোগের প্রধান মাধ্যম হল রেলপথ ।1875 সালে, বেঙ্গল স্টেট রেলওয়ে নামে একটি সংস্থা এই অঞ্চলে প্রথম রেলপথ স্থাপন করেছিল।বিভাগীয় বাস ট্রাভেল গুলো হ'ল আলহামরা ট্র্যাভেলস, হানিফ ট্রাভেলস, শ্যামলী ট্র্যাভেলস, অরিন ট্রাভেলস, এসআর। নদী পথে পরিবহন এই জেলায় খুব বেশি জনপ্রিয় নয়। ঘঘোট নদীতে সীমিত সংখ্যক নৌকা রয়েছে ।
গাইবান্ধা জেলার মানুষের প্রধান পেশা হ'ল কৃষি । এ জেলার প্রধান ফসল হ'ল ধান, গম, পাট, আখ, আলু, বেগুন, সরিষা, মরিচ, পেঁয়াজ, রসুন এবং শাকসবজি। গাইবান্ধা জেলায় ক্ষুদ্র শিল্প ১৬২১ টি, মাঝারি শিল্প ২ টি, বৃহৎ শিল্প ১ টি। এখানে সুয়েটার, মুজা, মাফলার ইত্যাদি তৈরী করা হয়।

জেলার উল্লেখযোগ্য খেলাধুলার মধ্যে রয়েছে ক্রিকেট,ভলিবল, কাবাডি, হ্যাডবল, টেবিল-টেনিস, দাবা, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকস্ খেলা সহ অন্যান্য খেলায় সুনামের সাথে অংশ গ্রহন করে আসছে।জেলা ক্রীড়া সংস্থার অনেক খ্যাতিমান খেলোয়াড় জাতীয় পর্যায়ে খেলায় অংশ গ্রহন করে অনেক সুনাম অর্জন করে।বর্তমান ক্রিকেট দলের নাঈম ইসলাম, অনুর্দ্ধ-১৯ ক্রিকেটে মাহামুদুল হাসান, মহিলা ক্রিকেটে পিংকি, ফুটবলে শরিফা, কাবাডিতে বেবী স্থান করে নিতে সক্ষম হয় ইত্যাদি।জেলার উল্লেখযোগ্য স্টেডিয়াম হচ্ছে শাহ্‌ আব্দুল হামিদ স্টেডিয়াম, উপজেলা সদরে অবস্থিত বিভিন্ন মাঠ ।
গাইবান্ধার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে রয়েছে জেলা শিল্পকলা একাডেমী শিশু একাডেমী ।গানাস মেঘদুত পদক্ষেপ গাইবান্ধা থিয়েটার উদিচি সুরজকনা আবাহনি সুরবানি ইত্যাদি ।
-------------------------------------------------------------------
গাইবান্ধা জেলার খবর, গাইবান্ধা জেলার ম্যাপ, গাইবান্ধা জেলার করোনার খবর, গাইবান্ধা জেলার ইতিহাস, গাইবান্ধা জেলার খবর করোনা, গাইবান্ধা জেলা প্রশাসক, গাইবান্ধা জেলার শিক্ষার হার, গাইবান্ধা জেলার থানা কয়টি, দৈনিক গাইবান্ধা, দৈনিক ঘাঘট গাইবান্ধা, ইতিহাস, bangladesh, gaibandha, district, bangladocumentary

~-~~-~~~-~~-~
Please watch: "(47) Amazing Places to Visit in Shariatpur District "
   • Amazing Places to Visit in Shariatpur...  
~-~~-~~~-~~-~

Комментарии

Информация по комментариям в разработке