কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার এর সমাধিস্থলে দাঁড়িয়ে পুত্রের স্মৃতিচারণ ও শ্রদ্ধা | Abdul Jabbar

Описание к видео কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার এর সমাধিস্থলে দাঁড়িয়ে পুত্রের স্মৃতিচারণ ও শ্রদ্ধা | Abdul Jabbar

কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বার এর সমাধিস্থলে দাঁড়িয়ে পুত্রের স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন | VOCALIST ABDUL JABBAR | BABU JABBAR - BDCS

গত ১৫ মার্ট ২০২৪ রোজ শুক্রবার পিতা আব্দুল জব্বার এর সমাধিসথল বুদ্ধিজীবী কবরস্থানে কবর পরিচর্যা এবং কবর জিয়ারত করতে দেখা যায় বিখ্যাত প্রয়াত কন্ঠশিল্পী আব্দুল জব্বার এর পুত্র বাবু জব্বারকে। কথা বলে জানা যায় তিনি প্রতি শুক্রবারই আসেন তাঁর পিতা আব্দুল জব্বার এবং মাতা হালিমা জব্বার এর কবর দেখতে এবং জিয়ারত করতে।

আব্দুল জব্বার একজন বাংলাদেশী জাতীয় কন্ঠশিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা এবং উনার সহধর্মিণী হালিমা জব্বারও একজন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুর পর দুজনকেই পাশাপাশি সমাহিত করা হয়েছে বুদ্ধিজীবী কবরস্থান, মিরপুর -এ।

১৯৭১ সালের ২৬ মার্চ ‘স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র’ প্রতিষ্ঠিত হয়। পরে ২৮ মার্চ ‘বিপ্লবী’ শব্দটি বাদ দিয়ে ‘স্বাধীন বাংলা বেতার কেন্দ্র’ নাম রাখা হয়। ২৫ মে কলকাতার বালীগঞ্জ সার্কুলার রোডে এর নতুন কেন্দ্র চালু হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হওয়ার আগেই ভারতের কোন এক বেতার কেন্দ্র থেকে বাজানো হয়েছিল-

‘শোনো একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি
বাংলাদেশ আমার বাংলাদেশ’।

গৌরীপ্রসন্ন মজুমদার’এর কথায় গানটি সুরারোপের পাশাপাশি কণ্ঠে তোলেন অংশুমান রায়। স্বাধীন বাংলা বেতারের জন্য গানটি নতুন করে গেয়েছিলেন আব্দুল জব্বার।

আব্দুল জব্বার
আবদুল জব্বার ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় অ*স্ত্র দিয়ে নয়, লড়াই করেছেন কণ্ঠ দিয়ে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে থেকে প্রচারিত তাঁর গান ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ মুক্তিযোদ্ধাদের জুগিয়েছে সাহস আর অনুপ্রেরণা। তাঁর গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি অসংখ্য দেশাত্মবোধক গানে কণ্ঠ দিয়েছেন।

১৯৭১ সালে কলকাতায় গিয়ে আবদুল জব্বার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়েছিলেন এবং সেখানে প্রথম গান ‘অনেক র ক্ত দিয়েছি আমরা
দেব যে আরও এ জীবন পণ’ গেয়েছিলেন তিনি। শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের জন্য ভারতের নানা শহরে ঘুরে গান গেয়ে তিনি ১২ লাখ রুপি সংগ্রহ করেছিলেন, যার পুরোটাই তিনি স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন।

তাঁর গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’, ‘সালাম সালাম হাজার সালাম’ ও ‘জয় বাংলা বাংলার জয়’ গান তিনটি ২০০৬ সালে মার্চ মাসজুড়ে অনুষ্ঠিত বিবিসি বাংলার শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছিল।

আবদুল জব্বার ১৯৩৮ সালের ১০ ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ৩০ আগস্ট মারা যান। ওই বছরই তাঁর প্রথম মৌলিক অ্যালবাম ‘কোথায় আমার নীল দরিয়া’ প্রকাশিত হয়েছিল।

#আব্দুল_জব্বার #হালিমা_জব্বার #সমাধি #বুদ্ধিজীবী_কবরস্থার #মিরপুর #বাবু_জব্বার #সালাম_সালাম_হাজার_সালাম
#জয়_বাংলা_বাংলার_জয়
#তুমি_কি_দেখেছ_কভু
#ওরে_নীল_দরিয়া
#বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজগিরিধর
#Abdul_Jabbar #Halima_Jabbar #Babu_Jabbar #Buddhijibi_Graveyard #Mirpur #Giridhar_Dey #BDCS

Комментарии

Информация по комментариям в разработке