হারাম থেকে বাচার উপায় Halal Social Media ফেসবুকের বিকল্প সিরাতুল মুস্তাক্বীম sm40.com #shorts #media
#sm40
#swiratul_Mustaqeem
সিরাতুল মুস্তাক্বীম Sm40.com অফিশিয়াল থিম ক্বাসিদা শরীফ।
হারাম থেকে বাচতে যদি চাই
এসএম ফোরটির বিকল্প নাই
সমসাময়িক একটি ক্বাসিদা
পাঠক: মাহমুদ আল হাসান
লিখক: আবুল হোসাইন
ফেসবুকের দিন শেষ,
ছিরাতুল মুস্তাক্বীম এর বাংলাদেশ
★ আর নয় facebook, মুসলমানদের একমাত্র সোস্যাল প্লাটফর্ম "ছিরাতুল মুস্তাক্বিম"!
❏ সিরাতুল মুস্তাক্বীম কি??
‘সিরাতুল মুস্তাক্বীম’ আন্তর্জাতিক যোগাযোগের একটি বিশেষ মাধ্যম। যে মাধ্যমকে প্রচলিত ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। চলমান পশ্চিমা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভয়াবহতা ও আগ্রাসন থেকে সাধারণ ব্যবহারকারীদের মুক্তি দিতে এটি তৈরী করা হয়েছে। এই প্লাটফর্ম সম্পূর্ণ শরীয়তসম্মত এবং অসামাজিক দৃশ্য ও দূষনমুক্ত।
❏ আপনি কেন 'ছিরাতুল মুস্তাক্বীম ব্যবহার করবেন?
বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের একটি নিজস্ব সামাজিক প্রচার মাধ্যম থাকা অত্যন্ত জরুরী। শিশু থেকে শুরু করে কিশোর, তরুন, যুবক ও নারীদের মধ্যে ক্যান্সার রূপ ধারণ করে ধীরে ধীরে বড় হচ্ছে যে রোগটি সেটি হচ্ছে প্রচলিত কথিত সোশ্যাল মিডিয়ার নেশা। প্রচলিত ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি দিয়ে মুষ্টিমেয় কিছু লোক ফায়দা হাছিল করলেও ব্যবহারকারীদের বড় একটি অংশ নানা দিক থেকে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সাধারণ মুসলমানগণ ঈমান, আক্বিদা ও আমলের দিক থেকেও ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ব্যবহারকারীদের মধ্যে মানসিক অস্থিরতা, ডিপ্রেশন ও পারিবারিক বিচ্ছেদও বাড়ছে জ্যামিতিক হারে। শিক্ষার্থীদের পড়াশোনা ও মেধা বিকাশেও বড় বাধা হয়ে আছে এসব মিডিয়া। ওদিকে সারা বিশ্বের মানুষদের সাথে তথ্যের আদান প্রদান ও সহজ যোগাযোগ ব্যবস্থারও প্রয়োজন।
এমন প্রয়োজনের তাগিদে বাংলাদেশে একটি আন্তর্জাতিক বিশেষ যোগাযোগ মাধ্যম যাত্রা শুরু করেছে যার নাম সিরাতুল মুস্তাক্বীম। আরবি সিরাতুল মুস্তাক্বীম অর্থ সহজ সরল পথ (The Simplest Media)। ওয়েব ঠিকানা SM40.COM। পৃথিবীর নানা প্রান্তে থাকা মানুষদের সাথে যোগাযোগ মাধ্যম হিসেবে এটি একটি আদর্শ মিডিয়া।
★বুঝার সুবিধার্থে কিছু বৈশিষ্ট্য/ফিচার তুলে ধরছিঃ-
১. শতভাগ শরীয়তসম্মত (প্রাণীর ছবি মুক্ত, গান-বাজনা মুক্ত, মুক্ত)
২. অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতোই পোষ্ট, লাইক, কমেন্ট ও শেয়ার সুবিধা আছে।
৩. আইডি ছাড়াও পেইজ, গ্রুপ, ব্লগ, ইভেন্ট, মার্কেট সুবিধা আছে।
৪. মার্কেট-এ আপনার পন্যের বিজ্ঞাপন দেয়ার মাধ্যমে প্রচার প্রসার করতে পারবেন।
৫. ভয়েস রেকর্ডিং করে পোষ্ট, অডিও পোষ্ট, ভিডিও পোষ্ট করার সুবিধা আছে। এছাড়াও কমেন্টে ভয়েস বা অডিও কমেন্ট করার সুবিধা এবং কাউকে মেনশন করা ও হ্যাশট্যাগ সুবিধা আছে।
৬. ফ্রেন্ড লিস্ট আনলিমিটেড।
৭. পোস্ট ফিল্ড আনলিমিটেড।
৮. বহুল আলোচিত সব সংবাদ ও ট্রেন্ডিং বিষয়গুলো পাওয়া যায়।
৯. লাইভ আল হিকমাহ এবং ওয়েবলিংক সহ আরো অনেক ফিচার আছে যা প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ আলাদা।
১০। ফিল্টার সিস্টেম পোস্ট ভিউ।
তাই আসুন সবাই একযোগে মুসলমানদের একমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ছিরাতুল মুস্তাক্বীম’ (sm40.com)এর সাথে সংযুক্ত থাকি। পরিবার ও বন্ধুদের নিয়ে ঈমান-আমল ধ্বংসকারী ফেসবুকের বিকল্প একটি মাধ্যম হিসেবে শতভাগ শরীয়তসম্মত একটি ইসলামিক সোশ্যাল মিডিয়াকে জনপ্রিয় করে তুলি।
❏ এবার আসুন জেনে নেই কিভাবে সিরাতুল মুস্তাক্বীম প্লাটফর্মে আপনার একাউন্ট তৈরী বা রেজিস্ট্রেশন করবেন?
একাউন্ট তৈরীতে যা যা লাগবে-স্মার্টফোন অথবা কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ। অতঃপর ইউজার নেম, ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড।সিরাতুল মুস্তাক্বীমে একাউন্ট তৈরীর প্রথম পদ্ধতি:আপনার স্মার্টফোন বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে টাইপ করুন SM40.COM, অতঃপর ক্লিক করুন Register লিংকে। একটি ফরম আসবে। প্রথমে ইউজারনেম এর ঘরে আপনার নামটি ইংরেজি ছোট অক্ষরে (স্মল লেটারে) লিখুন। এখানে কোন স্পেস ও সাংকেতিক চিহ্ন (যেমন / * % # ইত্যাদি) দেয়া যাবেনা, তবে ডট (.) ড্যাশ (-), আন্ডারস্কোর (_) ও নাম্বার দেয়া যাবে।
★উদাহরণ:-ধরুন, আপনার নাম আবু শাঈদ হয়, তাহলে এভাবে লিখতে পারবেন- abu-sayed অথবা abu_sayed অথবা abu.sayed12 এভাবে দিতে পারবেন।এরপরে আপনার ইমেইল এড্রেস দিন। অতঃপর পাসওয়ার্ড দিন এবং কনফার্ম পাসওয়ার্ডে পূনরায় একই পাসওয়ার্ড দিন। জেন্ডার-এ আপনি Brother অথবা Sister সিলেক্ট করুন। I’m not a robot লেখা খালি বক্সে ক্লিক করে টিক মার্ক দিন। অতঃপর এর নিচে আরেকটি অপশন (Terms of Use & Privacy Policy মেনে নেয়ার সম্মতি জ্ঞাপন নিশ্চিত করতে) খালি বক্সে ক্লিক করুন। সবশেষে Sign Up লিখিত সবুজ বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন বা একাউন্ট খোলা হয়ে গেছে।
উল্লেখ্য, Sign Up বাটনে ক্লিক করার পর যদি ইউজার নেম ঘরে লাল রংয়ের এমন টেক্সট দেখায়- User name already exist. এর মানে হচ্ছে আপনার দেয়া ইউজার নেম ইতিমধ্যে কারো আছে, তাই ইউজার নেম কিছুটা পরিবর্তন করে আবার বাটনে ক্লিক করতে হবে।দ্বিতীয় ধাপে প্রফাইল সেটিং। এটি এখনি করতে চাই প্রফাইল পিক সেট করতে পারেন অথবা Skip লিংকে ক্লিক করে পরের ধাপে যেতে পারেন। পরের ধাপে আপনার প্রথম নাম ও শেষ নাম লিখুন (বাংলায়ও লিখতে পারেন), দেশের নাম সিলেক্ট করুন এবং জন্মদিনের তারিখ সিলেক্ট করুন Save & Continue ক্লিক করুন। অথবা এই তথ্যগুলো পরে দিতে চাইলে Skip লিংকে ক্লিক করে পরের ধাপে যেতে পারেন।
এভাবে একাউন্ট খোলা বা রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে আপনি লেখা পোষ্ট করা, প্রাণীর ছবিমুক্ত ছবি/ভিডিও পোষ্ট করা, যে কারো লেখা পড়া, কমেন্ট করা ও শেয়ার করা ইত্যাদি যাবতীয় কাজ করতে পারবেন।
রেজিস্ট্রেশন করতে কোন জটিলতা যদিও নেই, তবও কোথাও আটকে গেলে বা রেজিস্ট্রেশনের পর কোন সমস্যার জন্য সহযোগীতা প্রয়োজন হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন- +880963-8012012 অথবা টেলিগ্রামে SM40 Support গ্রুপে (লিংক https://t.me/sm40_support) জয়েন করে প্রশ্ন করতে পারেন।
Информация по комментариям в разработке