টাকার বিনিময়ে বউ থেকে শুরু করে সব কিছুই ভাড়া পাওয়া যায় ভাদুন গ্রামে | Vadun village Bangladesh

Описание к видео টাকার বিনিময়ে বউ থেকে শুরু করে সব কিছুই ভাড়া পাওয়া যায় ভাদুন গ্রামে | Vadun village Bangladesh

এই গ্রামটির আসল নাম ভাদুন। ইউনিয়নের নাম পূবাইল। এক বছর হলো থানা হয়েছে পূবাইল। তবে, পূবাইল ইউনিয়ন আছে এখনো। এই ইউনিয়নের কয়েকটি গ্রামে শুটিং চলে। এর মধ্যে সবচেয়ে বেশি শুটিং হয় ভাদুন গ্রামে।
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Disclaimer:
Don't Download & Copy Anything From This Channel. Its a Cyber Crime. All Videos of this Channel is Copyrighted by Md. Shahriar
___________________________________________

For Invitation & sponsorship contact

📧 [email protected]

Get connected with me 🙂

Facebook
  / shahriar.sajon.9  

Instagram
  / sajonshahriar  

FB page
  / shahriartraveler  

Travel Group
  / 190986061246044  


✅ Make Sure you subscribe to my channel & press the bell icon to get the notifications of my New videos 🔥
_______________________________________________________

ভাদুন গ্রামে শুটিং শুরু হয় ১৯৯৭ সাল থেকে। সে সময় নাটক সিনেমায় গ্রামের প্রয়োজন হলেই নির্মাতাদের ছুটতে হতো মানিকগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। একই লোকেশনে, একই ফ্রেমে বারবার শুটিং করে ক্লান্ত হয়ে ওঠেন প্রয়াত নির্মাতা আমজাদ হোসেন। সহকারী পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে গোলাপী এখন ট্রেনে ছবির এই নির্মাতা বেরিয়ে পড়েন নতুন গ্রামের খোঁজে। অনেক খোঁজার পর একটা গ্রাম মনে ধরে তাঁর। গ্রামের প্রবেশপথেই রেললাইন, কিছুদূর এগোতেই নদী, বিল, সেতু, আঁকাবাঁকা মেঠো পথ। এই গ্রামেই পছন্দসই খোলামেলা ছিমছাম একটি বাড়ি পেয়ে যান নির্মাতা আমজাদ হোসেন। কিন্তু বাদ সাধেন গৃহকর্তা। তিনি নাটক–সিনেমার শুটিংয়ের জন্য বাড়ি ব্যবহার করতে দেবেন না। বাড়ির মালিককে রাজি করাতে পরিচালক আমজাদ হোসেন নিজেই বাড়ির মালিকের সঙ্গে কথা বললেন। প্রথম আলোর সঙ্গে সেই দিনের স্মৃতিচারণা করছিলেন লোকেশন খোঁজার দলে থাকা সহকারী পরিচালক এস এ হক অলিক। এখন তিনি নির্মাতা আর ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সেই বাড়ির মালিক সেলিম সরদারের সঙ্গেও কথা বলি আমরা। তিনি বলেন, ‘সে তো ২০-২৫ (২৩ বছর হবে) বছর আগের কথা। গোলাপী এখন ট্রেনে ছবি দেখে আমজাদ হোসেনের ভক্ত হই। এমন গুণী মানুষটার সামনে কি আর না করা যায়।’ জনপ্রিয় সব তারকা নিয়ে আমজাদ হোসেন ভাদুন গ্রামে শুরু করেন আগুন লাগা সন্ধ্যা ধারাবাহিকের শুটিং। আমজাদ হোসেনের ছেলে নির্মাতা সোহেল আরমান সে সময়ের কথা মনে করে বলেন, ‘২৬ পর্বের সেই নাটকটি একুশে টিভিতে প্রচারিত হয়েছিল।’
তারকা ও নির্মাতারা দীর্ঘদিন ধরে ভাদুনের ভাড়া বাড়িতে শুটিং করতে করতে এখন নিজেরাই বনে গেছেন শুটিং হাউসের মালিক। পুবাইল কলেজ গেট থেকে হাতের ডানে ৫ মিনিট হাঁটলেই পাওয়া যায় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের শুটিং বাড়ি, নাম ‘জান্নাত হাউজ’। তবে লোকমুখে ‘শাকিবের হাউজ’ নামেই পরিচিত এটা। আরেকটি বাড়ির নাম পরিচিত হয়ে উঠছে ‘মোশাররফ করিম-শামীম জামান-আ খ ম হাসানের বাড়ি’। শামীম জামান জানালেন, তাঁরা তিন বন্ধু মিলে বাড়িটি তিন বছরের জন্য ভাড়া নিয়েছেন। এই বাড়িতেই মোশাররফ করিম প্রযোজিত দুটি নাটকের শুটিং হয়। নিজেদের শুটিং না থাকলে অন্য নির্মাতাদের এটি ভাড়া দেন তাঁরা। মোশাররফ করিম বলেন, ‘বাড়িটা তিন বছরের জন্য লিজ নেওয়ার কারণ হলো নিজস্ব পরিবেশে শুটিং করা। এখানকার বেশির ভাগ শুটিং বাড়ির পরিবেশ ভালো না।’ একই এলাকায় আরেকটি বাড়ির নাম সালাহউদ্দিন লাভলুর বাড়ি। সালাহউদ্দিন লাভলু জানালেন, দুই–আড়াই বছর হলো, তিনি বাড়িটি ছেড়ে দিয়েছেন।
একে একে নির্মাতারা ভাদুনে যেতে শুরু করলে এখানে তৈরি হতে থাকে বাণিজ্যিক শুটিং হাউস। ২০০২ সাল পর্যন্ত এখানে বিনা পয়সায় শুটিং করতেন নির্মাতারা। গ্রামের মানুষেরা শখ করে শুটিং করতে দিতেন তাঁদের। ২০০৩ সালে প্রথম ‘শাহিনের বাড়ি শুটিং হাউজ’ দিয়েই ভাদুনে শুরু হয় বাণিজ্যিকভাবে শুটিং হাউসের যাত্রা। প্রথম দিকে ভাড়া ছিল দিনপ্রতি এক–দেড় হাজার টাকা। শাহিন শুটিং হাউসের মালিক শাহিনুর রহমান বললেন, ‘আমিও প্রথম টাকা ছাড়াই সম্পর্কের খাতিরে শুটিং করতে দিতাম। কখনো শুটিং না করতে দিলে পরিচালকেরা অনুরোধ করতেন, টাকা দিতে চাইতেন। তখনই ভাবনায় আসে বাণিজ্যিকভাবে শুটিং হাউস করার।’
ভাড়ায় মেলে সব

বাণিজ্যিকভাবে শুটিং শুরুর পর থেকে ভাদুনের মানুষ সবকিছু টাকার বিনিময়ে ভাড়া দিতে শুরু করেন। স্থানীয় আমির হোসেন জানান, ‘ভাদুনে টাকা দিলেই ভাড়া পাওয়া যায় গরু, ছাগল, হাঁস, মুরগি, নানা বয়সী মানুষ, দোকান, গাছ, খেত খামার, নৌকা।’ তিনি জানালেন একটি ক্ষোভের কথাও। তিনি কদিন আগে ১৫০ টাকায় একটি ছাগল ভাড়া দিয়েছিলেন। ছাগলটি রাতে ফেরত না দিয়েই চলে যায় শুটিং দল। পরের দিন তিনি ছাগলটিকে শিয়াল কামড়ানো অবস্থায় খুঁজে পান। এমন বিচ্ছিন্ন ঘটনা মাঝেমধ্যে কষ্টের কারণ হয় ভাদুনবাসীর।

#vadunvillage #shootingvillage #behindthescenes #banglanatok #banglamovie #shahriarofficial #travelvideo #gazipur #pubail #tongi #vadun #bdvlogs #bdnews #topnews

Комментарии

Информация по комментариям в разработке