মাত্র ১০০ টাকায় জিন্দা পার্ক থেকে ঘুরে আসুন৷ Zinda Park৷ জিন্দা পার্ক

Описание к видео মাত্র ১০০ টাকায় জিন্দা পার্ক থেকে ঘুরে আসুন৷ Zinda Park৷ জিন্দা পার্ক

মাত্র ১০০ টাকায় জিন্দা পার্ক থেকে ঘুরে আসুন৷ Zinda Park৷ জিন্দা পার্ক


ঘুরে ঘুরে ঘুরাঘুরি করতে করতে যদি চান, ঢাকায় ঠিক আশেপাশেই ঘুরে আসতে, যেখানে কিনা পাওয়া যাবে গ্রামীণ প্রকৃতি ও পরিবেশের ফিল। তবে পূর্বাচল এক্সপ্রেস হয়ে ধরে খানিক ছুটেই ঘুরে আসতে পারেন বিখ্যাত জিন্দা পার্ক থেকে। ঢাকার কুড়িল হতে এসি, নন এসি বাস কিংবা সিএনজিতে চেপে সহজেই চলে যেতে পারবেন যেখানে।

ঢাকা কুড়িল বিশ্বরোড হতে মাত্র ১৮ কিলোমিটার দূরে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জে অবস্থিত এই পার্ক।

জিন্দা পার্কে প্রবেশের টিকিট মূল্য প্রাপ্তবয়স্ক প্রতিজন ১০০ টাকা। তবে ছুটির দিনে টিকিট মূল্য ১৫০ টাকা। ৫ বছরের নিচে ছোট বাচ্চাদের টিকেট ৫০ টাকা।

ঢাকার যানযট, কোলাহল থেকে কিছুক্ষনের জন্য মুক্তি পেতে হলে ঘুরে আসা উচিত জিন্দা পার্ক থেকে৷ অসাধারন স্থাপত্যশৈলীর ব্যাবহার ফুটিয়ে তোলা হয়েছে পার্কটিতে৷ পার্কটি কোন সরকারি উদ্যাগের ফসল নয়। আবার কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নির্মাণও নয়। পার্কটি তৈরী হয়েছে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত এবং প্রাণান্ত অংশগ্রহনের মাধ্যমে। এলাকার ৫০০০ সদস্য নিয়ে “অগ্রপথিক পল্লী সমিতি” ১৯৮০ সালে যাত্রা শুরু করে। এ দীর্ঘ ৩৫ বছরের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের ফসল এই পার্কটি৷ জিন্দা গ্রামটিকে একটি আদর্শ গ্রাম ও বলা হয়৷


প্রায় ১০০ বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা জিন্দা পার্কে রয়েছে একটি কমিউনিটি স্কুল, কমিউনিটি ক্লিনিক, নান্দনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট একটি লাইব্রেরি, মসজিদ, ঈদগাহ, কবরস্থান, রয়েছে একটি রেস্তোরা। ২৫০ প্রজাতির ১০ হাজারের বেশী গাছ-গাছালী আছে পার্কটিতে। গাছের এই সমারোহ এর পরিবেশকে করেছে শান্তিময় সবুজ, কলকাকলীতে মুখর করেছে অসংখ্য পাখীরা। শীতল আবেশ এনেছে ৫ টি সুবিশাল লেক। তাই গরম যতই হোক পার্কের পরিবেশ আপনাকে দেবে শান্তির ছোঁয়া।


খাওয়ার জন্য পার্ক এর ভিতর মহুয়া স্ন্যাকস অ্যান্ড মহুয়া ফুডস রেস্টুরেন্ট আছে। এখানে বিভিন্ন রকম দেশীয় খাবার পাওয়া যায়, যার প্যাকেজ মূল্য জনপ্রতি ২২০ টাকা থেকে ৬৭০। জিন্দাপার্কে বর্তমানে রাত থাকার কোন ব্যবস্থা নেই। তবে যদি বড় গ্রুপ নিয়ে ঘুরতে আসেন সারাদিনের জন্য, আর রেস্ট নেবার ও ফ্রেস হবার জন্য রুম নিতে চান তবে তার ব্যবস্থা আছে মহুয়া রেস্টুরেন্টের দোতলায় অবস্থিত মহুয়া গেস্ট হাউজে। ৩০০০ টাকায় নন এসি রুম পাবেন সারাদিনের জন্য।

আসুন যেভাবে যাবেন, ঢাকার যেখানেই থাকুন না কেন প্রথমেই চলে যান কুড়িল বিশ্বরোড। কুড়িলের বিআরটিসি বাস কাউন্টার থেকে কাঞ্চন ব্রিজের টিকিট কেটে নামতে হবে কাঞ্চন ব্রিজ। এ পর্যন্ত ভাড়া পড়বে ৪০ টাকা। কাঞ্চন ব্রিজ থেকে জিন্দা পার্ক বাইপাসে যেতে লেগুনা বা অটোতো গুনতে হবে ২০-৩০ টাকা। বাইপাসে নেমে ডিরেকশন অনুযায়ী হেটেই পৌছাতে পারবেন পার্কের গেট পর্যন্ত। তবে রিক্সায় গেলে ভাড়া পড়বে ৮০-১০০ টাকা। রিক্সা করে সরাসরি পার্কের গেটে চলে যেতে পারবেন।

ফেরার সময় একইভাবে অটো বা রিক্সায় কাঞ্চন ব্রীজ চলে আস্তে হবে। সেখান থেকে বিআরটিসি বাসে কুড়িল বিশ্বরোড। কাঞ্চন ব্রিজ থেকে ১৫ মিনিট পর পর বাস পাবেন।

এছাড়া কুড়িল বিশ্বরোড থেকে সিএনজি নিয়েও সরাসরি পার্কে যাওয়া যায়, ভাড়া ৪০০ টাকা।


আপনারা যেখানে মন চায় যান, যেভাবে মন চায় যান। কিন্তু প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয়, এমন কিছুই করবেন না প্লিজ। সময় পেলেই বেড়িয়ে পড়ুন। ঘুরতে থাকুন, জানতে থাকুন। কিপ রোমিং

#zindapark
#জিন্দাপার্ক
#purbachal
#resort

Комментарии

Информация по комментариям в разработке