চেক বা ATM CARD ছাড়া ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার উপায়

Описание к видео চেক বা ATM CARD ছাড়া ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার উপায়

চেক বা ATM CARD ছাড়া ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার উপায়
চেক বা ATM CARD ছাড়া ব্যাংক একাউন্ট থেকে টাকা তোলার উপায়
চলতি হিসাব হতে অবশ্যই চেকের মাধ্যমে টাকা তুলতে হবে। দৈনিক যতবার ইচ্ছা চলতি হিসাব হতে চেকের মাধামে টাকা উঠানো যায়। কিন্তু সঞ্চয়ী হিসাবে চেক দ্বারা অথবা উত্তোলন রসিদের মাধ্যমে সপ্তাহে মাত্র দুবার টাকা উঠানো যায়।


প্রসঙ্গত উল্লেখ্য যে, চেক সমেত সঞ্চয়ী হিসাবে চেক ছাড়া টাকা উঠানো যায় না। বিনা চেকের সঞ্চয়ী হিসাবে উত্তোলন রসিদ দ্বারা টাকা উঠাতে হয়। ব্যাংকে চেক পাঠানোর আগে যথাযথভাবে চেকটি পূরণ করতে হবে এবং সবশেষে চেকের নিচে ডান কোণে হিসাবের মালিক নমুনা স্বাক্ষর দেবেন। ব্যাংক টাকা দেয়ার আগে চেকের স্বাক্ষরের সাথে ব্যাংকে রক্ষিত মক্কেলের নমুনা স্বাক্ষর মিলিয়ে দেখবে এবং হুবহু মিলে গেলে টাকা দিবে অন্যথায় চেক ফেরত দিবে।


প্রসঙ্গত উল্লেখ্য যে, বাংলাদেশের শহরাঞ্চলে সঞ্চয়ী হিসাব হতে এখন চেক ছাড়া টাকা তোলা যায় না; কিন্তু গ্রামাঞ্চলে উত্তোলন ছিটা দ্বারা টাকা তোলা যায়।  বর্তমানে চেক ছাড়াও ব্যাংক লেনদেনে ATM সহ বিভিন্ন আধুনিক পদ্ধতি চালু হয়েছে।  

এছাড়াও আপনি ব্রান্চ ম্যানেজারের সাথে আলোচনা সাপেক্ষে এবং সঠিক কারণ দেখিয়ে Pay order ইসু করে কাউন্টার থেকে টাকা তোলতে পারবেন।

ধন্যবাদ সবাইকে।

Комментарии

Информация по комментариям в разработке