#ক্যান্সার প্রতিরোধক #ননীফল এর জুস এখন মুন্সীগঞ্জ #cancer fighting #noni fruit juice is now in Munshiganj #Noni #juice ১৫০টি রোগের সেফা ননীফল এর বিশদ বর্ণনাঃ ননী ফলের’ বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘মরিন্ডা সিট্রিফলিয়া’। এটি একটি আফ্রিকান ফল।
ননী ফলের পুষ্টিগুণ ফলটিতে আছে ভিটামিন এ, সি, ই, বি, বি-২, বি-৬, বি-১২, ক্যালসিয়াম, ডি, আয়রন, ফলিক এসিড, প্যান্টোথেনিক এসিড, ফসফরাস, ম্যাগনেশিয়াম, জিংক, কপার, অন্যান্য মিনারেলসহ প্রায় ১৫০টির-ও বেশি ওষুধি গুণে ননী জুসের অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে।
এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, জয়েন্টের ব্যথা কমাতে, হজম স্বাস্থ্য উন্নত করতে এবং ত্বককে ময়েশ্চারাইজ করতে সহায়ক। এছাড়াও, ননী জুস শরীরের ক্লান্তি দূর করে এবং শক্তি বাড়াতেও সাহায্য করে। ননী জুসের কিছু প্রধান উপকারিতা নিচে দেওয়া হলো:
১. হাড়ের সমস্যায় হাড়ের সমস্যার ক্ষেত্রে ননী ফলের রস খুব উপকারী।যারা হাড়ের সমস্যায় ভুগছেন,গাঁটে গাঁটে ব্যথা,তাদের ক্ষেত্রে এই ফল খুব উপকারী।
২. ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকের শরীরেই ইউরিক অ্যাসিড বেশী থাকে।অর্থাৎ ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় যেটার কারণে নানান সমস্যা হয়।সেই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ননী ফল যেটা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে।
৩. এনার্জি বাড়াবে ননী যখন তখন ক্লান্তি অনুভব করছেন? তাহলে খান ননী ফলের শরবত বা রস,দেখবেন ক্লান্তি উধাউ। কারণ এতে রয়েছে প্রচুর ভিটামিনস।শরীরের ক্লান্তি দূর করতে ননী ফল কিন্তু দুর্দান্ত যেটা শারীরিক ও মানসিক দুই ধরণের ক্লান্তিই কমায়।এনার্জি লেবেল বাড়ায় ও শারীরিক বিভিন্ন ক্রিয়াগুলিকে উন্নত করতে সাহায্য করে।
৪. স্ক্যাল্প ইরিটেশন? মাথায় চুলকানি বা অন্যান্য সমস্যার ক্ষেত্রেই ননী ফল খুব ভালো।স্ক্যাল্পের যেকোনো চুলকানি,ফুসকুড়ি,এমনকি খুশকির মত সমস্যাও কমাতে সক্ষম এই ননী ফল।কারণ এতে আছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণাগুণ যা স্ক্যাল্পের এই ধরণের সমস্যার ক্ষেত্রে বেশ ভালো কাজ করে।
৫. ক্যান্সারের ওষুধ ননী বর্তমান বিভিন্ন স্টাডি বলছে,ক্যান্সারের মত ভয়াবহ সমস্যার ক্ষেত্রেও ওষুধের মত কাজ করে ননী ফল।কারণ এতে আছে ক্যান্সার ফাইটিং নিউট্রিইয়েন্ট এবং টিউমার ফাইটিং উপাদান।বিশেষত ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেখিয়ে
৬. বডি ইমিউনিটি বাড়াবে বডির ইমিউন সিস্টেমকে উন্নত করতে খান ননীর রস।
৭) প্রতিদিন যদি ননীর রস খাওয়া যায়,তাহলে বিভিন্ন রোগ থেকে থাকবেন অনেক দূরে।কারণ এতে থাকা অ্যান্টি-ফাঙ্গাল,অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান।শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয়।
৮. সর্দি কাশিতে খুব ঠাণ্ডা লাগার ধাত?তাহলে খান ননী ফল।আস্তে আস্তে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন।কারণ এতে আছে অ্যান্টি-ভাইরাল উপাদান।তাই সর্দি,কাশি,জ্বর এসব সমস্যা থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম ননী।
৯. হেলদি স্কিন পেতে ননী এ তো গেল শারীরিক সমস্যা,এবার বলি স্কিনের কথা।আরে শরীরের সাথে সাথে স্কিনকেও তো হেলদি গ্লোয়িং রাখতে হবে নাকি।ঠিক এই কাজটাই করে ননী ফল।স্কিনকে ময়েশ্চারাইজড রাখে,হাইড্রেটেড রাখে।শুকিয়ে যেতে দেয় না।স্কিনের ময়েশ্চারকে হারিয়ে যেতে দেয় না।
১০) ডায়াবেটিস নিয়ন্ত্রণ: ননী ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে। ননী ফল বা এর রস খাওয়ার কিছু সাধারণ নিয়মাবলী নিচে দেওয়া হলো: • জুস তৈরি: ননী ফল থেকে রস বের করার জন্য, ফলগুলো ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করুন। মসৃণ পাল্প তৈরি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। এরপর, ঐ পাল্প একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে ছেঁকে রস বের করে নিন। এই রস একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন। • জুস পানের নিয়ম: প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস পানির সাথে এক অংশ ননী ফলের রস মিশিয়ে পান করুন। • অন্যান্য ফলের রসের সাথে মিশ্রণ: ননী ফলের রসের সাথে আপেল, আনারস বা অন্য যেকোনো ফলের রস মিশিয়ে পান করতে পারেন। এতে স্বাদ বাড়বে এবং উপকারিতাও মিলবে।
#Nonijuice #ননীফলএর উপকারিতা #healthtips #হোমিওপ্যাথ #healthproduct #nonijuicebenefit #Nonijuice #ক্যান্সারনিরাময়েননীফল #ননীফলেরপুষ্টিগুণ #noni #ননীফলক্যান্সারনিরাময় #ননীফলহাড়েরব্যথারজন্ #nonifruitbenefitsinBengali #সকলপ্রকারক্যান্সারনিরাময়েননীফল #nonifruitcancercure #ননীফলদিয়েঔষধতৈরি #nonijuiceforbonepain #ক্যান্সার চিকিৎসায় প্রাকৃতিক উপায় #herbalremedyforcancernoni #ননীফলেরঔষধিগুণ #হাড়ব্যথারঘরোয়াচিকিৎসা #immunityboosternonifruit #ননীফলখাওয়ারনিয়ম #ননীফলএরউপকারিতা
ননীফল এর রস/জুস সংগ্রহ করতে ইনবক্স করান বা সরাসরি রিং করুনঃ
01927269290 Whats's App
ডাঃ রফিকুল ইসলাম
BHMS (ঢাকা বিশ্ববিদ্যালয়), BHS(Upper),
DHMS(বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড)
আন্তর্জাতিক প্রশিক্ষক(খাদ্য ও পুষ্টি)
Executive Double Diamon DXN World.
চেম্বারের ঠিকানা:
হোমিওপ্যাথিক স্বাস্থ্য কেন্দ্র (DXN সার্ভিস সেন্টার মুন্সীগঞ্জ)
খাঁনপ্লাজা শপিং মল(২য় তলা)মেগাশপ সংলগ্ন,
সিপাহীপাড়া, রামপাল,মুন্সীগঞ্জ।
Whatsapp/imo📲+8801927269290.
Google Map : https://maps.app.goo.gl/cFLjSF6iuLGKv...
Информация по комментариям в разработке