হাড্ডিসার গরু বকনা বাছুর নাকি গাভী ও বাছুর কোনটিতে লাভ বেশি।

Описание к видео হাড্ডিসার গরু বকনা বাছুর নাকি গাভী ও বাছুর কোনটিতে লাভ বেশি।

বর্তমান সময়ে হাড্ডিসার গরু পালনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু অনেক নতুন খামারি গরু পালনে লসের সমুক্ষীন হচ্ছে। হাড্ডিসার গরু পালন করতে হলে প্রথমেই আপনাকে ভালো গরু নির্বাচন করতে হবে। এই ভিডিওতে আমরা একজন সফল খামারির মূল্যবান কথা তুলে ধরেছি। হাড্ডিসার গরু ও বাছুর গরু পালন করে ব্যাপক সফলতা অর্জন করেছে মোঃ আজাহার আলী ভাই। আমরা তার কাছ থেকে গরু পালন ও গরু নির্বাচনের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরেছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে পাশে থাকবেন।

Комментарии

Информация по комментариям в разработке