জমির দলিল হারিয়ে গেলে কি করবেন?

Описание к видео জমির দলিল হারিয়ে গেলে কি করবেন?

বিভিন্ন কারণেই আমরা আমাদের জমি, প্লট বা ফ্ল্যাট এর মূল্যবান দলিল হারিয়ে ফেলতে পারি। তাই অবশ্যই আমাদের এই মূল্যবান ডকুমেন্টসগুলো একাধিক কপি তৈরি করে ভিন্ন ভিন্ন জায়গায় সংরক্ষণ করে রাখা উচিত যাতে একটি হারিয়ে গেলেও অন্যটি দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তাছাড়া এখন যেহেতু অনলাইনের যুগ তাই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো বিশেষ করে জমির কাগজপত্র, দলিল-দস্তাবেজগুলো স্ক্যান করে পিডিএফ ফাইলে নিজের ইমেইল/গুগল ড্রাইভে রেখে দেওয়া যেতে পারে। তারপরেও যদি কারো দলিল হারিয়ে গিয়ে থাকে এবং অন্য কোন কপি না থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে দলিলটি যে সাব-রেজিস্ট্রি অফিসে সম্পাদন এবং রেজিস্ট্রেশন করা হয়েছে সেই সাব-রেজিস্ট্রি অফিস থেকে উত্তোলন করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে দলিলটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল সেটি জানাতে পারলে খুব সহজেই দলিলটি উত্তোলন করতে পারবেন সাথে দলিলের দাতা এবং গ্রহীতার নামও লাগবে। কিন্তু যদি সাল মনে না থাকে; সেক্ষেত্রে আনুমানিক যে সালটি জানা আছে, তার ৫/১০ বছর সামনে-পিছনে তল্লাশি দিয়ে এবং দাতা গ্রহীতার নাম বলে দলিলটি উত্তোলন করতে পারবেন।

➨ আইন সম্পর্কিত আর্টিকেল পড়তে ভিজিট করুনঃ https://article.legalfist.com

➨ জয়েন করুন ফেসবুক গ্রুপেঃ   / legalfist  

➨ ই-মেইলঃ [email protected]

Комментарии

Информация по комментариям в разработке