চাঁদপুরের এই কৃতি সন্তান গীতিকার কবির বকুল :: Kabir Bokul :: Best Composer in Bangladesh:: BTV

Описание к видео চাঁদপুরের এই কৃতি সন্তান গীতিকার কবির বকুল :: Kabir Bokul :: Best Composer in Bangladesh:: BTV

#Chandpur #Bakul #Music
বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সঙ্গীতজ্ঞ, বিনোদন সাংবাদিক কবির বকুল। ১৯৬৬ সালের ২১ নভেম্বর তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। এখন পর্যন্ত তিনি ৮ শতাধিক ছায়াছবির গান লিখেছেন এবং সব মিলিয়ে ওনার লিখিত গানের সংখ্যা পাঁচ হাজারের বেশি।
কবির বকুলকে প্রথম বার গীতিকার হিসেবে সুযোগ দেন শিল্পী তপন চৌধুরী। ১৯৮৮ সালে মাত্র ২টি গানের মাধ্যমে গীতিকার জীবন শুরু হয় তাঁর। এরপর আর তাকে পিছিনে ফিরে তাকাতে হয় নি। যায় দিন যায় একাকী, আমার মাঝে নেই এখন আমি, দুঃখটাকে দিলাম ছুটি আসবে না ফিরে, আকাশ ছুঁয়েছে মাটিকে আমি ছুয়েছি তোমায়, প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, নয়নও ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে; এমনই আরো বহু বিখ্যাত গানের রচয়িতা এই কবির বকুল।
২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্ত আছেন, বাংলাদেশের সেরা টিভি অনুষ্ঠান ইত্যাদির সাথে। সাংবাদিক হিসেবে কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ ও প্রথম আলোতে।ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ইভেন্ট অ্যান্ড প্ল্যানিং হেড।
চাঁদপুরের এই কৃতি সন্তান, শ্রেষ্ঠ গীতিকার হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই গীতস্রষ্টা পুরো বাংলাদেশের অহংকার।

Комментарии

Информация по комментариям в разработке