অগ্নি বরণ গৈরিক ধ্বজ🚩 তোমায় নমস্কার🙏 //গুরু পূর্ণিমার গান//Guru purnima song//

Описание к видео অগ্নি বরণ গৈরিক ধ্বজ🚩 তোমায় নমস্কার🙏 //গুরু পূর্ণিমার গান//Guru purnima song//

শ্রী গুরু পূর্ণিমা
আষাঢ় মাসের পূর্ণিমা-- গুরুপূর্ণিমা বা ব্যাসপূর্ণিমা। গুরুর নিকট -- সেবা, শ্রদ্ধা,শারীরিক-মানসিক ও আর্থিক শক্তি সমর্পণের দিন । ব্যাসদেবের জন্মতিথি বলে ব্যাসপূর্ণিমাও বলে। মহর্ষি বেদব্যাস শ্রেষ্ঠতম গুণের ভিত্তিতে রাষ্ট্র জীবন গড়ে তুলবার প্রথম আদর্শ মানব জাতির সামনে তুলে ধরেছিলেন ।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোন ব্যক্তিকে গুরু হিসেবে মেনে নেয়নি। জ্ঞান,ত্যাগ, সংযম, পরাক্রম ইত্যাদি গুণের প্রতীক পরম পবিত্র গৈরিক ধ্বজকেই গুরুর আসনে বসিয়েছে । সমর্পণের ভাব জাগলে 'রাষ্ট্রীয় স্বাহা, ইদং ন মম' (আমার কিছুই নয় , সবই রাষ্ট্রের) -- এই নিঃস্বার্থপরতার ভাব অন্তরে জাগে।সমাজ বা রাষ্ট্রকে দেবতা জ্ঞানে --তাঁরই সেবার জন্য নিজের সকল গুনগুলি সম্পূর্ণভাবে সমর্পণ করাই হলো -- শ্রেষ্ঠ গুরুদক্ষিণা।


#গুরুপূর্ণিমা #gurupurnima #gurupurnima2022 #HariAum
#rsssong #rsssongbengali #sanghgeet #geetganga #hindusongs
আষাঢ় মাসের পূর্ণিমা তিথিটি আধ্যাত্মবাদী মানুষ " গুরু পূর্ণিমা " হিসাবে নিজ নিজ গুরুদেবের শ্রীচরণে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। আধ্যাত্ম ভারতে যোগময় ভারতে এই ভাবধারা আবহমান কাল থেকে চলে আসছে। ভারতবর্ষের আদর্শ হল সহিষ্ণুতা, গ্রহনীয়তা ও সমণ্বয়। ( Tolarence, acceptance & assimilation). আধ্যাত্ম ভারতবর্ষে সাধন, ভজন, যোগাভ্যাস গুরুপরম্পরা অতি সুপ্রাচীনকাল থেকে চলে আসছে।
" গুরু " শব্দে গু হচ্ছে আঁধার অর্থাৎ অজ্ঞানতার অন্ধকার আর রু হচ্ছে ধ্বংসকারী। যাঁর হাত ধরে এই অজ্ঞানতার অন্ধকারকে আমরা দূর করতে পারি বা জয় করতে পারি তিনিই " গুরু "।
তো আসুন আমরা আজকের পুণ্য গুরু পূর্ণিমা তিথিতে ভারতবর্ষের জ্ঞানী ঋষিদের সুরে শ্রীগুরুর পাদপদ্মে প্রণাম জানিয়ে বলি--- --- ধ্যানমূলং গুরু মুর্তিং
পূজামূলং গুরু পদং
মণ্ত্রমূলং গুরু বাক্যং
মোক্ষ মূলং গুরুকৃপা।।

" ওঁ গুরুব্রর্হ্মা গুরুবিষ্ণু গুরুদেবো মহেশ্বর।
গরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

মানবের শিক্ষা গুরুর কাছে পূর্ণতা লাভ করে। বিশ্ব আচার্য স্বামী বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে বলেছেন---- " Education is the manifestation of perfection already in man. ". মানুষের ভিতরে প্রথম,থেকেই পরিপূর্ণতা, ব্যাক্তিত্ব আছে তাকে জাগাতে গুরুকৃপার দরকার।
উপনিষদের পাতায় পাতায় অভিঃ মণ্ত্রের আহ্বান। এই অভয় মণ্ত্রই মানুষকে সমস্ত বাধা বিপত্তি থেকে উদ্ধার করে জনম মরণ ব্যধির মুক্তি ঘটায়।
স্বামী বিবেকান্ন্দ বলেছেন প্রত্যেক মানুষের মধ্যে দেবত্ব লুকিয়ে আছে তাকে জাগাতে গুরুর সংস্পর্শ দরকার। বিবেকানন্দ বলেছেন " Man is hidden in animal & God is hidden in man ". আসুন আমরা গুরুর হাত ধরেই আমাদের ভিতরের দেবত্বকে জাগিয়ে তুলি। "অসত মা সদগমোয়, তমসো মা জ্যোতির্গমোয়। মৃতৌর মা অমৃতম গময়ো।। ওঁ শান্তিঃ ওঁ শান্তিঃ। সকলের মঙ্গল কামনা করি।।

Комментарии

Информация по комментариям в разработке