দেবিজারের সাথে যেতে চলো এখানে! আমরা গানের পাখি বি ডি নিয়ে এসেছি। এর পরিচালনা করে যাক। #musicdebizer #songbirdBD
নতুন গানের আসর! আমাদের Music Debizer দেখুন এবং আনন্দ নিন। #গান #গানের_পাখি #বাংলা_গান #মিউজিকচলো বলে ফেলি! Music Debizer! #song #গানের_পাখি_বি_ডিmy youtube chanal : / @rajababuofficial-xk8xfvedio 01: • Nede,Nede! Insta treanding song ! slowed ... আমার কাছে গান মানে অক্সিজেন। পৃথিবীতে প্রতিটি মানুষের জীবনে সুর, তাল, লয়, ছন্দ আছে। হয়তো মানুষ সেটা জানলেও খেয়াল করে না। মানুষের মধ্যে এই বিষয়গুলো যদি না থাকত তাহলে মানুষ রোবট হয়ে যেত। বহমান জীবনে কেউ কেউ এই সুর–তালের চর্চা করে জীবনকে এগিয়ে নেয়। আমি সুর–তাল–ছন্দকে জীবনে বেঁচে থাকার উপাদান মনে করি। যা–ই হোক বিশ্ব সংগীত দিবসে আরও সংগীতময় হোক পৃথিবীটা, এটাই কামনা।সংগীত একটা আলাদা অনুভূতির নাম। ভাষায় সে অনুভূতির কথা বোঝানো যায় না। এটা প্রাণের গভীরের ব্যাপার। একে ঘিরেই আজ আমি চন্দনা মজুমদার। সংগীতের প্রতি তাই শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই আমার। সংগীত এমন এক শক্তিশালী মাধ্যম যে এটা অসুস্থ মানুষকেও সুস্থ করে তুলতে পারে। সংগীত ছাড়া আমি কখনোই বাঁচব না, আর যত দিন বাঁচব সংগীতের মধ্য দিয়েই বাঁচতে চাই। সংগীত পরিবারে আমার জন্ম, বোধ করি গান করার জন্যই আমি জন্মেছি।সংগীত আমার জন্য কী, সেটা যদি জানতাম, তাহলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বাংলায় লেটার মার্ক পেতাম! গানের জন্য প্রবাসে থাকা পরিবার ছেড়ে একা একা বাংলাদেশে থেকে গেছি। শুধু বাংলা গানের জন্যই। এ অবস্থা থেকে যে কেউ বুঝে নেবে, গান আমার জীবনের কোথায় আর কীভাবে রয়েছে।গানকে আমি আমার জীবনের আলাদা কিছু মনে করি না। এটি আমার নিশ্বাস। মানুষ শ্বাস নিলে বাঁচে, আমি গান করে বাঁচি। গানটা আমার চার বছরের ছোট। মানে চার বয়স থেকে আমি গান করি। তখন থেকে আমার এ পর্যন্ত বেড়ে ওঠা গানের সঙ্গেই, তাই গানকে কখনো আমার জীবন থেকে আলাদা ভাবি না। আমি যেমন নিয়ম করে আমার জীবনকে পরিচালিত করি, গানও তেমনি আমার সঙ্গে নিয়ম করে চলে। সুতরাং এই গান আমার নিশ্বাস–প্রশ্বাসে মিশে আছে।এক কথায় বলতে গেলে, সংগীত আমার কাছে জীবন। পরিবার আমার কাছে বরাবরই প্রথম ছিল, এরপর আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সংগীত। আমার অস্তিত্বজুড়েই গান। ছোটবেলা থেকে গান গাই, গান গেয়ে এবং শুনে শুনে বড় হয়েছি। অনেক বড় বড় শিল্পীর গান শুনে তাঁদের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি। আমার সবকিছু জুড়েই পরিবার এবং গান। গান নিয়ে বেঁচে আছি, গান নিয়েই বেঁচে থাকব।এক সময় গান ছিল কেবল শোনার, এখন গান শোনার এবং দেখার। শুধু দেখার গান যেন কোথাও অসম্পূর্ণ। দিনশেষে গান আসলে কেবল শোনার।মানুষ কেন গান শোনে? গান শুনতে মানুষের কেনো ভালো লাগে?এর উত্তর- কী করে মানুষ বুঝে, এটি গান। দৈনন্দিন কথার সঙ্গে গানের কী পার্থক্য? আবার কী করে মস্তিষ্ক বোঝে এ পার্থক্য?এ প্রশ্নগুলোর উত্তর মেলাতে গেলেই মিলবে আরেকটি প্রশ্নের উত্তর- গান শুনতে ভালো লাগে কেনো!ঝড়হম কাকে বলে। ইংরেজি Song-এর বাংলা- গান। যেটায় কথা আছে, কথার সঙ্গে সুর আছে, তা গান। গান- কথা এবং সুরের মিশ্রণ। Song মানে word এবং music-এর সংমিশ্রণ।Music কাকে বলে! ইংরেজি music-এর বাংলা- সুর। যন্ত্রে যা বাজে, সেটি সুর বা melody। সুর হলো যন্ত্র দ্বারা শব্দের কম্পন।সুর আর গীত নিয়ে সংগীত বা গান।ইংরেজি এবং বাংলা দুটি ভাষার মূল উৎপত্তি প্রোটো ইন্দো ইউরোপিয়ান। ইংরেজি song শব্দ জার্মান sangwaz থেকে এসেছে, sangwaz এসেছে ইন্দো ইউরোপিয়ান seng শব্দ থেকে। seng-এর ইউরোপিয়ান রূপটি ms হলেও ইন্দো বাংলা রূপটি হয়ে গেল সংগীত।প্রাচীনকালে melody-যুক্ত poetry বা সুরযুক্ত কবিতাকে song বা সংগীত বলা হতো। উচ্চারিত কবিতার কথামালায় যন্ত্রের সুরযুক্ত করে দিলে হয়ে ওঠে গান।Music হল শুধু sound, কিন্তু Song হলো কথাযুক্ত sound। মিউজিকে কেবল সুর, গানে কথা এবং সুর।শুধু কথা এবং শুধু সুর আলাদাভাবে মানব মস্তিষ্কে কাজ করে। কিন্তু গান যখন শুনে, কথা এবং সুরের এ মিশ্রণ একই সঙ্গে মস্তিষ্কে এসে পৌঁছায়!মস্তিষ্ক কী করে দুটিকে মেলায়!মুখ যখন শুধু কথা বলে, একভাবে কানে আসে। কিন্তু গান যখন কথা ও সুরের সংযোগে কানে আসে, তখন ভিন্ন লাগে।প্রশ্ন হল- কেনো ভিন্ন লাগে? কথার মধ্যে যে সুর আছে, মস্তিষ্ক এটি কী করে বুঝে। বুঝলেও কী করে একই সঙ্গে দুটো জিনিস একসঙ্গে এলে সমন্বয় করে?কী করে মস্তিষ্ক সুরযুক্ত কথাকে বুঝে, অর্থ তৈরি করে এবং গান হিসেবে চিহ্নিত করে? এর উত্তরের মাঝেই লেখা আছে- কেনো গান শুনতে ভালো লাগে।শুরুতে মস্তিষ্ক গানের কথা এবং সুরকে আলাদাভাবে চিহ্নিত করে, তারপর মস্তিষ্কের একেকটি অংশ আলাদাভাবে বুঝে নেয়, শেষে দুটোকে সমন্বয় করে এককভাবে বুঝতে পারে।কান দিয়ে যা কিছু শুনে, সেই শোনার মূল প্রক্রিয়াটি ঘটে মস্তিষ্কে। আরেকটু বললে মস্তিষ্কের Auditory অংশ। কানের বিভিন্ন অংশ কেবল শব্দ এবং সুরকে তরঙ্গের মধ্য দিয়ে বহন করে মস্তিষ্কে পৌঁছে।#love #everyone #all #songs #গানের_সুরে_বাংলা
Информация по комментариям в разработке