ছাদে ফলের বাগান করতে চাইছেন কি ? কি গাছ দিয়ে শুরু করবেন ও কিভাবে যত্ন করবেন দেখে নিন।

Описание к видео ছাদে ফলের বাগান করতে চাইছেন কি ? কি গাছ দিয়ে শুরু করবেন ও কিভাবে যত্ন করবেন দেখে নিন।

#rooftop_farming #green_friends

বেশ কিছুদিন আগে আমরা একটি নারকেল গাছের ভিডিও দেখেছি। কিন্তু ক্যামেরা এদিক ওদিক করাতে প্রচুর গাছ লক্ষ্য করা গেছে ওই ভিডিওতে অনেক মানুষ প্রশ্ন করেছিলেন কেন বাকি কাজ গুলি আর দেখানো হলো না আমি চেয়েছিলাম যেহেতু নারকেল গাছে ফলসহ কোন সময় ভিডিও দিতে পারিনি। তাই ওই গাছটিকে নিয়ে স্পেশাল একটি ভিডিও তৈরি করার আর সেটাই করেছি।

তবে ওই ভিডিওতে বলেছিলাম দু নম্বর পর্ব আসবে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি দু নম্বর পরবর্তী দেখানো হচ্ছে প্রচুর পরিমাণ আম গাছ লেবু গাছ আপেল গাছ বেদানা গাছ সবেদা গাছ তার সাথে আতা গাছ প্রত্যেকটা গাছ অসম্ভব সুন্দর ব্রত ও প্রত্যেকটা গাছ ফলে ভরে আছে। দুটো একটি গাছ ছাড়া।

ভালো ফল গাছ তৈরি করতে গেলে যে নিয়ম গুলো আছে সেগুলো পূরণ করতে হবে। যেমন প্রথমে কিভাবে বসাবেন কত ইঞ্চি প্রভাবের মধ্যে বসাবেন সেই গাছগুলিকে কি ধরনের যত্ন করবেন এই সবগুলি।

আমরা এই ভিডিওতে আরও বেশ কিছু জিনিস দেখিয়েছি যেমন এখানে দাদা কি কি জিনিস তার ছাদ বাগানে ব্যবহার করেন অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইড ভিটামিন বিভিন্ন ধরনের মাটিতে মেশানোর জিনিস বা সার প্রয়োগ সবকিছু। আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করব কোন অসুবিধা হবে না বুঝতে একজন মানুষ কি কি দিয়ে বাগান করে কিভাবে বাগান করে সেগুলি দেখানো হয় আপনাদের এই চ্যানেলে।

Комментарии

Информация по комментариям в разработке