আসসালামুয়ালাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন?
Trend বাংলা Tricks YouTube channel এর পক্ষ থেকে আমি মনছুর।
ভিডিওর টাইটেল দেখে নিশ্চয় বুঝেছেন আজকের ভিডিও কোন বিষয় নিয়ে।
অনলাইনে কাতার মেডিকেল রিপোর্ট চেক করলে,
যাদের এটা দেখাচ্ছে রিভিজিট পর রিটেস্ট,
এটার অর্থ হচ্ছে আপনাকে আবার ,
কাতার মেডিকেল সেন্টারে,
রিটেস্ট করানোর জন্য যেতে হবে,
প্রথমে যখন আপনি মেডিকেল দিয়েছেন ,
তখন কিছু মিসিং হওয়াই ,
পুনরায় মেডিকেল দিতে হবে।
আপনার রিপোর্ট অনলাইনে
রিভিজিট ফর রিটেস্ট দেখালে করনীয়
১: আপনি যখন দেখতে পাবেন রিভিজিট রিটেস্ট
তখন আপনি তাড়াহুড়ো করে
মেডিকেল সেন্টারে চলে যাবেন না,
২: ৭ কর্মদিবসের মধ্যে আপনার সাথে
ফোনে যোগাযোগ করা হবে
৭ কর্মদিবসের চেয়ে বেশিও লাগতে পারে।
৩: আপনাকে মেডিকেল সেন্টার থেকে
কল করে পরবর্তী সাক্ষাৎকার এর
সময় জানিয়ে দেওয়া হবে
৪: আপনাকে কল করার পাশাপাশি একটি মেসেজ দেওয়া হবে।
৫: আপনি মেডিকেল সেন্টারে
যে মোবাইল নাম্বারটি প্রদান করেছিলেন
সেটি সার্বক্ষণ চালু রাখুন
এবং নিজের কাছে রাখুন।
৬ : যদি আপনি মেডিকেল সেন্টারের কল
প্রথমবার ধরতে না পারেন
তাহলে পরবর্তী কলের অপেক্ষা করুন
৭: পরবর্তী কল ৭ কর্মদিবসের মধ্যে হতে পারে,
এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে।
৮:প্রয়োজনে মোবাইলে মেডিকেল সেন্টারের
সাথে হওয়া কথোপকথন রেকর্ড করে রাখুন।
৯ : মেডিকেল সেন্টারের দেওয়া তারিখে
পুনরায় মেডিকেল সেন্টারে ভিজিট করুন।
১০: মেডিকেল সেন্টারে পুনরায় যাওয়ার সময়
আপনার মোবাইল (যেটিতে মেসেজ প্রদান করা হয়েছে),
পাসপোর্ট এবং মেডিকেল থেকে যে কাগজ গুলো দেওয়া হয়েছিল
সেই সব কাগজপত্র সাথে করে নিয়ে যাবেন।
১১:কোনো দালালের স্মরণাপন্ন হবেন না।
এই হচ্ছে আপনার করণীয়,
যদি আমার ভিডিওটি ভালো লাগে
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন
এবং ভিডিও টা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন,
এখন আপনাদের সাথে একটি বাস্তব ঘটনা শেয়ার করব।
কাতার মেডিকেলে যেনো হয়রানির কোনো শেষ নেই,
আমরা সুদের উপর টাকা নিয়ে
বিদেশে যাওয়ার জন্য মেডিকেল করাতে যায়।
কিন্তু কাতার মেডিকেল সেন্টারের
সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারির কাছে
আমাদের ২ পয়সার ও দাম নেই,
আজকে আপনাদের সাথে বাস্তবিক
একটি ঘটনা শেয়ার করবো,
এটি ঘটেছিলো আমার এক বন্ধুর সাথে,
২৫/০৪/২০২৪ তারিখে আমার বন্ধু নাইম
চট্টগ্রাম বাঁশখালী থেকে ঢাকায় অবস্থিত
কাতার মেডিকেল সেন্টারের যায় ,
সকাল ৯ টা বাজে গিয়ে বিকাল সাড়ে তিনটায়
মেডিকেল সম্পন্ন করে বের হয়,
মেডিকেল থেকে তাকে বলা হয়েছিল
তার সব টেষ্ট সম্পন্ন হয়েছে সাথে যাবতিয় সকল কাজ ,
সে বাড়িতে ফিরে ২দিনের দিন
অনলাইনে মেডিকেল রিপোর্ট
চেক করে জানতে পারে,
তাকে মেডিকেলে রিটেষ্ট করানোর জন্য
আবার যেতে বলা হচ্ছে।
সে ২৮ তারিখে আবার ঢাকায়
কাতার মেডিকেল সেন্টারে গেলো,
কিন্তু তাকে প্রবেশ করতে দেওয়া হলো না,
বাইরে কর্মরত তাদের সিকিউরিটি গার্ড প্রবেশ করতে দিলো না,
তারা বললো মেসেজ দেখাতে
কারন মেডিকেল থেকে মেসেজ না দিলে
প্রবেশের অনুমতি নেই।
সে হতাশ হয়ে ফিরে আসলো,
৩০ তারিখ ১.৩০ মিনিটের সময় তার মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসে
কিন্তু সে কল রিসিভ করতে পারেনি,
রিসিভ করার আগেই কল কেটে যায়,
সে যখন ঐ নাম্বারে কল
ব্যাক করার চেষ্টা করে সে ব্যার্থ হয়।
এভাবে আরো কিছুদিন কেটে যায়
০৬/০৫/২০২৪ তারিখে আবার তাকে একই নাম্বার থেকে কল করা হয়,
এবং বলা হয় ১৩ তারিখে যাতে
সে পুনরায় মেডিকেলে আসে
এবং রিটেস্ট করায়।
রিটেস্ট এর নামে হয়রানি করা হচ্ছে
বেশিরভাগ যারা নতুন কতার যাচ্ছে তাদের কে।
আমরা সুদের উপর টাকা নিয়ে বিদেশ যাবো কিন্তু কাতার মেডিকেল সেন্টারের কাছে আমরা জিম্মি।
আমার মেডিকেল যখন সম্পন্ন তখন কি রিটেস্ট
এর কোনো মানে আছে।
আমার রিপোর্ট আসবে ভালো না হয় খারাপ,
আমি সুস্থ মানুষ আমার রিপোর্ট খারাপ আসার কোনো কারণ নাই।
এগুলো শুধু হয়রানি।
যদি আপনাদের সাথে এমন ঘটে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন,
আমার ভিডিও টা ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন,
পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে চান কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে আমার ভিডিও টা দেখার জন্য, আসসালামুয়ালাইকুম।
কাতার মেডিকেল রিপোর্ট,কাতার মেডিকেল রিপোর্ট চেক,কাতার মেডিকেল করতে কি কি লাগে,কাতার মেডিকেল সেন্টার,কাতার মেডিকেল করার আগে কি করতে হবে,কাতার মেডিকেল টেস্ট,কাতার মেডিকেল আনফিট,কাতার মেডিকেল করার নিয়ম,কাতার মেডিকেল রিপোর্ট আসতে কতদিন লাগে,কাতারের মেডিকেল ডেট কবে পাবো,কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করব,কাতার মেডিকেল রিপোর্ট অনলাইনে কিভাবে চেক করবেন,কাতার মেডিকেল রিজেক্ট কেন,কাতার মেডিকেল রিপোর্ট সমস্যা,কাতার মেডিকেল রিপোর্ট সমস্যা সমাধান,কাতারের মেডিকেল কিভাবে করে,কাতার মেডিকেল পাস করার নিয়ম,qatar medical test,qvc medical appointment,how to check medical test result in qatar,qatar medical report,qatar visa center,qatar medical test report,qatar medical bangladesh,how to print medical appointment letter qatar,how to get online appointment for medical test in qatar,application required to revisit center for retest,qatar qvc medical revisit for retest,qvc revisit centre for retest,qvc medical report pending,
Информация по комментариям в разработке