প্রকৃত পুরুষত্ব!

Описание к видео প্রকৃত পুরুষত্ব!

রোমের একটি শহরে রোমানরা একজন মুসলিম রমণীর উপর হামলা চালায়। বিনা অপরাধে তার উপর নির্যাতনের পর কারারুদ্ধ করে রাখা হয়। একা একা ও ভীত হয়ে বারংবার তিনি খলিফার নাম ধরে ‘ও মু’তাসিম’ বলে কাঁদছিলেন।

এক লোক এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন এবং দ্রুতই খলিফার কাছে কি ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত খবর পাঠালেন, যখন তিনি (মু’তাসিম) এই মহিলার দুর্দশার কথা শুনলেন, তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন, "লাব্বাইক" (আমি আপনার ডাকে হাজির)।

এ বন্দিনীকে উদ্ধার কল্পে তিনি যুদ্ধের সাজে বিশাল সেনাবাহিনী প্রস্তুত করলেন। মু’তাসিমের সেনাবাহিনী শত্রুবাহিনীকে পরাজিত করে ‘আমুরিয়াতে’ প্রবেশ করল। শক্তিশালী শত্রুঘাটির পতন ঘটিয়ে তারা মহিলার কাছে এসে তাকে বন্দীদশা থেকে উদ্ধার করলেন।

যখন খলিফা মু’তাসিম বিল্লাহর কাছে এ আহবান পৌঁছেছিল এবং তিনি জরুরী ভিত্তিতে যুদ্ধের আহবান করলেন, লোকেরা বলাবলি করছিল বিষয়টি কি?

তাদের এ প্রশ্নের জবাবে তিনি জানালেনঃ
“আমার কাছে সংবাদ পৌছেছে, রোমান শহরে এক মুসলিম রমণীর উপর আক্রমণ করা হয়েছে।”

তিনি আরও বলেনঃ
“আল্লাহর কসম, আমি এই উদ্ধারকল্পে এমন এক সেনাবাহিনী প্রেরণ করব যার সম্মুখভাগ যখন রোমানদের উপর চড়াও হবে তখন তারা নিজ ঘাটি থেকে বের হতে থাকবে। আমাকে বলুন রোমানদের শক্তিশালী ঘাটি কোনটি? আমি সেখানেই সৈন্য প্রেরণ করব।"

একজন বোনের ভালবাসায় এ ছিল খলিফার তড়িৎ সাড়া দেওয়ার নমুনা। যখন মু’তাসিমের বাহিনী রোমানদের পরাজিত করল তাৎক্ষণিক তিনি জেল খুলে নিজে সেই বোনকে মুক্ত করে আনলেন। অতঃপর যখন রমণীটি তার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে ছিল, তিনি হাসি মুখে জানালেনঃ
“বোন, আমি আপনার ডাক শুনতে পেয়েছি।”

রোমানদের হাতে একজন মুসলিম রমণীর বন্ধিত্ব বরদাশত করতে না পেরে খলিফা মু’তাসিম তার উদ্ধারকল্পে নিজের সমগ্র সেনাবাহিনীই প্রেরণ করেছিলেন। তিনি ছিলেন ইসলাম ও মুসলিম নর ও নারীর সম্মান রক্ষার্থে নিয়োজিত শাসকদের এক অনন্য উদাহরণ।

মু'তাসিম ছিলেন প্রকৃত পুরুষত্বের জ্বলন্ত উদাহরণ আর আমরা যেদিন মু'তাসিমের পর্যায়ে পৌঁছাতে পারবো সেদিনই কেবল নিজেদের পুরুষত্ব নিয়ে কথা বলা আমাদের মুখে মানাবে।
#মুতাসিম #প্রকৃত_পুরুষত্ব

Комментарии

Информация по комментариям в разработке