জনাব ক্যাপ্টেন মুহাম্মদ উল্যাহ সাহেব এর পরিচিতি।
লক্ষ্মীপুর-৪ রামগতি ও কমলনগর সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ হতে এম পি পদপ্রার্থী রামগতি ও কমলনগরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক-
জনাব ক্যাপ্টেন মুহাম্মদ উল্যাহ রামগতি জমিদার হাট বাজার সংলগ্ন পূর্ব চরসীতা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্মগ্রহন করেন। তিনি মরহুম আলহাজ্ব মাওলানা ফজলুর রহমান ও মাতা মুসাম্মাৎ কুলছুম বেগম এর বড় ছেলে এবং তিনি চর কলাকোপা করুনা নগর নিবাসী মরহুম ইসমাইল মিয়ার ভাগিনা ও মরহুম মোখলেছ মিয়ার নাতি হন। জনাব মুহাম্মদ উল্যাহ জমিদার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি শিক্ষা শেষ করে কারামতিয়া সরকারী আলিয়া মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ১৯৯২ সালে এস এস সি (দাখিল) ১৯৯৪ সালে এইচ এস সি (আলিম) ১ম বিভাগে ১৯৯৭ সালে ডিগ্রি (ফাজিল) এবং কামিল (মাষ্টার্স) ১ম বিভাগে পাশ করেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে নটিক্যাল ডিপাটমেন্টের উপর মেরিন গ্রেজুয়েশন কোর্স কমপ্লিট করেন। তিনি ২০০০ সালে প্রতিযোগিতা মূলক ইন্টারভিউ এর মাধ্যমে উত্তীর্ণ হয়ে জাপানের বৃহত্তম আর্ন্তজাতিক "K" Line জাহাজের M.V. TOWER BRIDGE (এম.ভি, টাওয়ার ব্রীজ) জাহাজে যোগদান করে কর্মজীবন শুরু করেন। তিনি একাধারে জাপানের বিভিন্ন বড় বড় আন্তর্জাতিক জাহাজে সুনামের সহিত চাকুরীরত থাকা অবস্থায় ২০০৪ সালে সিঙ্গাপুরের ন্যাশনাল মেরিন ইউনিভার্সিটি থেকে থার্ট অফিসার কোর্স এবং ২০০৭ সালে সেকেন্ড অফিসার কোর্স সম্পূর্ন করেন। তিনি শিপিং ডিপাটমেন্টের উপর উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ২০১০ সালের জানুয়ারী তে ব্রিটেনে (UK) গমন করেন। এবং ইংল্যান্ডের বিখ্যাত লো-ইষ্টপ মেরিন ইউনিভার্সিটি থেকে (CHEEF OFFICER) চীফ অফিসার কোর্স শেষ করেন এরপর তিনি ২০১৫ সালে ব্রিটেনের বিখ্যাত কুইন্স মেরিন ইউনিভার্সিটি থেকে শিপিং ডিপার্টমেন্টের উপর সর্বোচ্চ ডিগ্রি ক্যাপ্টেন শীপ (মাষ্টার) অর্জন করেন। এবং পরবর্তীতে তিনি ব্রিটিশ নৌ বাহিনীতে ক্যান্টেন হিসাবে (UK) এর (BELFAST) বেলফাষ্ট সিটিতে সম্মানের সহিত দায়িত্ব পালন করেছেন। (UK) তে থাকা অবস্থায় তিনি ব্রিটেনের বাংলাদেশী, ইন্ডিয়ান, পাকিস্তানী এশিয়ান, আফ্রিকান অনেক লোককে চাকুরী দিয়ে সাহায্য সহযোগিতা করিয়াছেন। তিনি জাপান সিঙ্গাপুর, আমেরিকা ও ব্রিটিশ মেরিন এসোসিয়েশনের (স্পেশিয়াল মেম্বার) বিশেষ সদস্য হিসাবে আছেন। চাকুরী জীবনে তিনি আমেরিকা, আস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, চায়না সাউথ এবং নর্থ কোরিয়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া বুলগেরিয়া, শ্রীলংকা, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, তাইওয়ান, ভিয়েতনাম, ডেনমার্ক, পর্তুগাল, পিলিপিন, স্পেন, ফ্রান্স, জার্মান, সৌদি আরাবিয়া, দুবাই
কাতার, মিসর, তুরষ্ক, হংকং, দঃআফ্রিকা, নিউজিল্যান্ড, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্যবার সফর করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন সৎ মুসলমান হিসাবে তার বেশ সুনাম রয়েছে। তিনি তাঁর এলাকার বায়তুল ছালাম মসজিদটিকে মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে পাকা বিল্ডিং করে দিয়েছেন। তাছাড়াও তিনি ক্যাপ্টেন মুহাম্মদ উল্যাহ ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য গরীব মানুষকে সাহায্য ও সহযোগীতা এবং আশ্রয়হীন মানুষদেরকে মাথা গোঁজার ঠাই করে দেওয়ার জন্য অনেক পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। ব্যক্তিগত জীবনে জনাব ক্যাপ্টেন মুহাম্মদ উল্যাহ ব্রিটেনের এক সম্ভ্রান্ত ইংলিশ পরিবারের মেয়ে ব্রিটিশ রয়েল নেভির সিনিয়র ডাক্তার জনাবা আয়শা স্বীর্থ মিশেল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জনাবা আয়শা স্মীথ মিশেল তাঁর জন্যই খৃষ্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। বর্তমানে উনারা উভয়ে ইসলাম ধর্ম মোতাবেক খুব সুন্দর সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করে যাচ্ছেন। ব্যক্তিগত জীবনে তারা ৫ ভাই। তিনি ভাইদের মধ্যে সবার বড়। তার ছোট ভাইয়েরা হলেন: ১/ আলহাজ্ব মাওলানা আহাম্মদ উল্যাহ প্রিন্সিপাল/ অধ্যক্ষ লক্ষ্মীপুর আয়শা (রাঃ) সরকারি মহিলা কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর ২/আলহাজ্ব মাওলানা মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক হাজির হাট হামিদিয়া কামিল (অনার্স) মাদ্রাসা কমলনগর, লক্ষ্মীপুর ৩/ এইচ এম মাহামুদুল হাসান, সরকারি স্বাস্থ্য সহকারী রামগতি ও পরিচালক আউট লুক শপ লক্ষ্মীপুর ৪/ ডাঃ ইয়াকুব শরীফ সরকারি স্বাস্থ্য সহকারী রামগতি। পরিচালক শরীফ ফার্মেসী রামগতি, লক্ষ্মীপুর হিসেবে কর্মরত আছেন। জনাব ক্যাপ্টেন মুহাম্মদ উল্যাহ তার জন্মভূমি রামগতি ও কমলনগরকে মেঘনা নদীর ভাঙ্গন থেকে রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহন ও উন্নত শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা রাস্তা-ঘাট, ভূলুয়া নদী ও খাল খনন, বন্দর, বিদ্যুৎ, সেচ ও বিনিয়োগ বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করে রামগতি ও কমলনগরের প্রতিটি মানুষের দেশে এবং বিদেশে কর্ম সংস্থান সৃষ্টি করে উন্নত জীবন ব্যবস্থার মাধ্যমে রামগতি ও কমলনগর কে জাপান সিঙ্গাপুর এবং লন্ডন এর মতো গড়ে তোলার স্বপ্ন দেখেন এবং ঐভাবে গড়ে তোলার আশা রাখেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি লক্ষ্মীপুর-৪ রামগতি ও কমলনগর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজ জন্মভূমির মানুষের খেদমত করার জন্য সকলের নিকট বিনীত দোয়াও সমর্থন কামনা করছেন।
ট্রাক মার্কায় ভোট দিন
প্রচারে- লক্ষ্মীপুর ৪ রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সর্বস্তরের জনগণ।
NurulHaqNur #CurrentAffairsBD #রাজনৈতিকআলোচনা #স্বাধীনসংলাপ #talkshowbangladesh #shadhinsonglap #StarsEverywhere #atnnewslive #বাংলাদেশরাজনীতি #atnnewstv #foryou #trending #atnnewslive #newsupdate #latestnews #newstoday #banglanews #viral #breakingnews #updatenews #newsheadlines #bangladeshinews #newstatus #atnnews #atnnewstv #ShadhinSonglap #স্বাধীনসংলাপ #nurulhaqnur #ATNNews #BanglaTalkShow #BangladeshPolitics #PoliticalDebate #TalkShowBangladesh #Rajniti #CurrentAffairsBD #বাংলাদেশরাজনীতি #গণতন্ত্র #সংলাপ #রাজনৈতিকআলোচনা #টকশো #bdpolitics #bdelection #livepoliticsbd #vpnur #SMShahriarKabir #foryoupageシ #funnyvideos #StarsEverywhere
Информация по комментариям в разработке